বেসিক্যালি নামে একটা কমিক আছে তোমরা অনেকে হয়তো জানো তাই না তো আমি একসময় এটা খুব পড়তাম ওই যে পেপারে ছাপা হইতো প্রত্যেকদিন পড়তাম তো বেসিকালির ভিতরে একটা কমিক একদিন আমার খুব মজা লাগলো এটা আমি মনে রেখে দিছি বিভিন্ন সময় বলি কমিকটা এরকম যে ওইখানে একটা ক্যারেক্টার আছে নাম হচ্ছে মামুন মামুন হচ্ছে পিচ্চি আর কি ও বিভিন্ন মজার মজার কাজ করে তো একদিন মামুন স্কুল থেকে বাসায় আসতে দেরি করে ফেলছে প্রায় এক ঘন্টা দেরি তো মা জিজ্ঞেস করছে তোর দেরি হইলো বলে আজকে স্কুলে ভালো ভালো জিনিস শিখাইছে যেগুলো শিখাইছে আমি ফেরার পথে ওরকম একটা ভালো কাজ
করে বাসায় আসছি তো মা শুনে খুব খুশি ছেলে ভালো কাজ করে বাসায় আসছে আলহামদুলিল্লাহ তো বলে তুই কি ভালো কাজ করছিস বলে আজকে স্কুলে শিখাইছে যারা বৃদ্ধ তাদেরকে রাস্তা পার করে দেওয়া এটা একটা ভালো কাজ তো আমি ফেরার পথে এরকম একজন বৃদ্ধ মানুষকে পাইছি তাকে রাস্তা পার করে দিয়ে বাসায় আসছি তো ভালো কথা মা বলতেছে যে এইটুক করতে তো এক ঘন্টা কেন লাগবে বলে আরে বুইরা তো পার হইতেই চাইতেছিল না তো কাহিনীটা আসলে এরকম যে ওই বুদ্ধ লোকটা অনেক কষ্ট নষ্ট করে রাস্তা পার হয়ে উল্টা পাশে একটু রেস্ট নিচ্ছিল আর মামুন রাস্তার মধ্যে একটা বৃদ্ধ
পাইছে বুড়া পাইছে আর আজকে মাত্র টাটকা শিখছে যে বৃদ্ধ কাউরে পার করে দিলে কি হবে ভালো কাজ হবে এখন বুড়ারে টানে বুড়া যাবে না এইরকম টানাটানি করে অনেকক্ষণ মারামারি করে বুড়ারে রাস্তার ওই পাশে রেখে বাসায় আসছেন আমি যদি ইন জেনারেল তোমাদেরকে জিজ্ঞেস করি যে একটা বৃদ্ধ লোকরে রাস্তা পার করে দেওয়া এটা কি ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ মামুন যেটা করছে এটা কি ভালো হইছে না খারাপ হইছে সে কি বৃদ্ধ লোকরে পার করে নাই খারাপ হইলো কেন দেখো এই গল্পটা আমি এইজন্য বললাম কারণ আমরা যখন তোমাদেরকে বিভিন্ন রকম নাসিহা করি যেহেতু এটা নাসিহা প্রোগ্রাম
যে এটা করবা এটা ভালো এটা ভালো সেটা ভালো অনেক ক্ষেত্রে হয় তোমরা পারপাস বোঝার চেষ্টা করো না উদ্দেশ্য বোঝার চেষ্টা করো না ভিতর বিষয়টা কি এটা বোঝার চেষ্টা না করে জাস্ট ইন্সট্রাকশন ফলো করতে চাও তো শুধু ইন্সট্রাকশন ফলো করতে চাইলে দেখো ভালো কাজ করতে গিয়ে খারাপ কাজ হয়ে যেতে পারে এই বুড়ারে যে পার করছে সে এটা কি ভালো হয়েছে না আল্টিমেটলি বুড়ার জন্য খারাপ হয়েছে খারাপ হয়েছে কেন কারণ সে এইটুকু শুধু বুঝছে যে বুড়াকে পার করে দিলে ভালো হবে বাট সে এটার ভিতরের কথাটা বুঝে নাই এর পারপাসটা বুঝে নাই কারণ বৃদ্ধকে পার করে দেওয়াটা তো
জাস্ট একটা উসিলা মাত্র পারপাসটা হচ্ছে কাউকে হেল্প করা তাইলে কাউকে রাস্তা পার করে দিলে যদি হেল্প হয় তাহলে এটা ভালো কাজ যদি হেল্প না হয় তাহলে এটা ভালো না তাহলে আমি যে তোমাদেরকে বলতে চাইবো যে ভাই উদ্যোক্তা হও এইটা করো সেটা করো তোমরা যদি এইটার ভেতরের পারপাস না বোঝো তাহলে হইতে পারে তোমরা উদ্যোক্তা হইতে গিয়ে অথবা শুধু উদ্যোক্তা না অন্য যা কিছু আজকে আলোচনা হলো সেগুলো করতে গিয়ে তোমরা ভালো কিছু মনে করবা যে ভালো কিছু হচ্ছে মামুনের মতো বাট দেখা গেল প্র্যাকটিক্যালি ভালো কিছু হয় নাই খারাপ কিছু হয়ে গেছে এজন্য পারপাস বোঝা খুব ইম্পর্টেন্ট তো
এই পারপাস বোঝার ক্ষেত্রে প্রথমে বোঝা দরকার উদ্যোক্তা দিয়ে আমি আসলে কি বোঝাই ইন জেনারেল যে কেউ শুনলে অথবা প্যারেন্টসরাও যারা শুনতেছেন তারা ভাবতে পারেন যে বাচ্চা মাত্র এসএসসি পাশ করছে এখনই তার মাথার মধ্যে আপনি টাকা কামানোর ধান্দা ঢুকাইতে চান কিনা তো এইজন্য আগে ক্লারিফাই করা দরকার উদ্যোক্তা দিয়ে আসলে কি বুঝায় উদ্যোক্তা মানেই ব্যবসায়ী উদ্যোক্তা মানেই টাকা কামায় ব্যাপারটা এটা না উদ্যোক্তা শব্দটা আসছে কি থেকে উদ্যোগ থেকে আচ্ছা আজকে এখানে যারা যারা লেকচার দিছে কে কে এর মধ্যে উদ্যোক্তা ছিল আমি একজন উদ্যোক্তা না আর কে কে উদ্যোক্তা ছিল শায়েখ আহমদুল্লাহ কি উদ্যোক্তা উনি তো একজন আলেম
নাকি উদ্যোক্তা উদ্যোক্তা কি ব্যবসা উনার আখেরাতের ব্যবসা এই ডক্টর নাবেল ভাই মাত্র লেকচার দেখে গেল উনি কি উদ্যোক্তা তোমাদের মধ্যে কারা কারা উদ্যোক্তা বলো দেখি একজন হাত তুলছে তাও আবার নামায় নিছে ভয়ে যে ভাই আমরা তো ছাত্র মানুষ আমরা কিসের উদ্যোক্তা এখন উদ্যোক্তা মানে যে উদ্যোগ নেয় উদ্যোক্তা মানে যে একটা সমস্যা দেখে জাস্ট মনে করে ভাই আমি আমার কি করার আছে আরে এটা অমর মুখের দোষ তমুকের দোষ কাউকে একটা জাস্ট দোষ দিয়ে সে পাশ কেটে গেল এটা না উদ্যোক্তা হচ্ছে ওই মানুষ যে একটা প্রবলেম দেখে নট নেসেসারি দুনিয়ার সব প্রবলেম সে সলভ করবে বাট যে
প্রবলেমটা তার কাছে খুব ইম্পর্টেন্ট সেই প্রবলেমটাকে সে ওন করে আন্তরিকভাবে সে ধারণ করে এবং এইটা সমাধানের জন্য সে প্রচেষ্টা চালায় বারবার ইভেন ট্রাই করে এবং এটাকে সে সলভ করার চেষ্টা করে এইরকম অ্যাটিটিউড যাদের তাদেরকে আমরা বলি উদ্যোক্তা তুমি এখান থেকে যাচ্ছ দেখলা ওখানে ময়লা পড়ে আছে বা একটা ইট পড়ে আছে অন্য কেউ যেতে গেলে এই ইটে ধাক্কা খেয়ে ব্যথা পেতে পারে তুমি দেখলা ইগনোর করে চলে গেলা তাহলে তুমি উদ্যোক্তা না কিন্তু তুমি ভাবলা আচ্ছা ইটটা আমি সরাই তাহলে অন্য ভাইরা কষ্ট থেকে বেঁচে যাবে তাহলে তুমি কি উদ্যোক্তা হয়ে গেলা ফলে উদ্যোক্তা হওয়ার জন্য অনেক বড়
হইতে হবে অনেক ডিগ্রি লেখা লাগবে এরকম না ইটস অ্যান অ্যাটিটিউড এটা প্রথমত কি উদ্যোক্তা হচ্ছে একটা অ্যাটিটিচিউড একটা দৃষ্টিভঙ্গি উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি তো আমরা বুঝলাম যে উদ্যোক্তা একটা দৃষ্টিভঙ্গি এই উদ্যোক্তা হওয়ার দরকারটা কি সো প্রথমত তুমি যদি জাস্ট ব্যক্তি হিসেবে চিন্তা করো তোমার লাইফে অনেক রকম প্রবলেম আছে সেটার সমাধানের জন্য তুমি উদ্যোক্তা অ্যাটিটিউড নিতে পারো একইভাবে তোমার পরিবারের মধ্যে তোমার সমাজের মধ্যে তোমার রাষ্ট্রের মধ্যে ইভেন টোটাল পৃথিবীর মধ্যে উম্মার মধ্যে কত রকম প্রবলেম আছে যে প্রবলেম গুলার ক্ষেত্রে আমরা ভাবতেছি ভাই আমার কি করার আছে আর উদ্যোক্তা অ্যাটিটিউড হচ্ছে যে না আমারও অবশ্যই কিছু করার আছে
তা আমি যদি উদাহরণ দেই সারা পৃথিবীর মধ্যে এখন কি প্রবলেমের কোন শেষ আছে আজকে ফিলিস্তিনে কি হইতেছে রাফাতে কি হইতেছে তুমি ভাবতেছো ভাই আমার কি করার হ্যাঁ আমার কষ্ট লাগতেছে বাট আমার কি করার আছে আমি একটা সাধারণ মানুষ আমার নাই টাকা পয়সা আমার নাই নেটওয়ার্ক আমার নাই তেমন কোন জ্ঞান বুদ্ধি আমি কি করব একইভাবে যত রকম প্রবলেম রাস্তায় যাচ্ছ হয়তো জানজট তুমি ভাবতেছো ভাই জানজট এটা তো সরকারের বিষয় আমি কি করব এই হচ্ছে না সেই হচ্ছে না দেখো আমরা কমপ্লেইন তো করতেছি তাই না হাজার রকম জিনিস নিয়ে আমাদের কমপ্লেইন তো আছে বাট কমপ্লেইন এর সমাধান
আমি কিভাবে করব সেই অ্যাটিটিউডটা যদি আমার না থাকে তাহলে আমি উদ্যোক্তা হবো না তো ফলে আমি তোমাদেরকে প্রথমত বলব যে এই অ্যাটিটিউডটা ধারণ করো ছোট ছোট ছোট ছোট বিষয়ের উদ্যোগ নাও বিকজ তোমাকে অনেক বড় ধরনের উদ্যোক্তা হওয়ার জন্য প্ল্যান করা উচিত কারণ দুনিয়ার ভিতরে অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমরা আছি অনেক বড় বড় সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে হচ্ছে কথার কথা ধরো যে দুর্নীতি একটা মানুষ হালাল ভাবে চলতে চায় বাট দুর্নীতি চারদিকে যখন ছেয়ে যায় সে চাইলেও হালাল ভাবে চলতে পারে না অনেক ক্ষেত্রে এটা কি সমস্যা না এটা কি সমাধান করতে হবে না
এরকম আমি যদি আরো এক্সাম্পল দেই এক্সাম্পল দিতে দিতেই তো ধরো আজকের দিন পার করে ফেলা সম্ভব এইজন্য এই অ্যাটিটিউডটা আমি বিশেষ করে ধারণ করতে বলব তোমার ব্যক্তিগত জায়গা থেকেও রাষ্ট্রীয় জায়গা থেকেও এবং উম্মার জায়গা থেকে উম্মার জায়গা থেকে যদি তুমি চিন্তা করো যেহেতু এটা আস সুন্নাহ ফাউন্ডেশনের প্রোগ্রাম আমরা উম্মাহ কেন্দ্রিক চিন্তাটাকে উদাহরণ হিসেবে যদি নিয়ে আসি তো আজকে সারা দুনিয়াতে মুসলমানের যত প্রবলেম এই লিস্ট করলে তুমি দেখো যে ফিলিস্তিনে যা হইতেছে আমরা কেউ কিছু করতে পারতেছি না অনেকে ভাবতেছো অমুক কেন তমুক করে না তমুক কেন অমুক করে না এই হয় না কেন হয় না সেই
কেন হয় না তার মানে বুঝতে হবে জিনিসটা নিশ্চয়ই সহজ না জিনিসটা অনেক জটিল হয়তো তাহলে তুমি যদি জটিলতার ভিতরে যাও এটা যদি আমি এনালাইসিস করার টাইম পাইতাম হয়তো দেড় ঘন্টা সময় নিয়ে তাহলে দেখাইতাম প্রবলেমগুলো কত লেয়ারে তৈরি হয়েছে এবং প্রত্যেকটা লেয়ারে আমাদের কত বেশি উদ্যোক্তা দরকার শুধু এইটুকু আগে বোঝার চেষ্টা করো তোমরা যখনই বড় প্রবলেম চিন্তা করো তখন হয়তো ভাবো যে আমার বোধহয় রাষ্ট্রনায়ক হওয়া দরকার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী না হইলে বড় সমস্যা তো সমাধান করা যাবে না বাট আগে তোমাদের মাথায় এইটুকু ঢোকা উচিত সারা পৃথিবীর এখন সবচেয়ে বড় বড় ক্ষমতা রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে আমার
কথা কি বুঝছো তোমরা বড় বড় ক্ষমতা কি রাষ্ট্রের হাতে না কোম্পানির হাতে ধরো সারা পৃথিবীতে ইসলাম নিয়ে যত প্রচার প্রচারণা ওয়াজ নসিহত হচ্ছে তার মধ্যে একটা বড় অংশই তো এখন অনলাইনে হচ্ছে অফলাইনে আর কয়জন অনলাইনে কোটি কোটি ভিউয়ার ফেসবুক আর ইউটিউব মিলে যদি ডিসিশন নেয় যে আমাদের প্লাটফর্ম গুলোতে আমরা কোন ইসলামিক কন্টেন্ট এলাও আর করবো না তুমি দেখো যে রাতারাতি কত বড় সর্বনাশ তাদের দ্বারা করা সম্ভব এবং এই ফিলিস্তিন ইস্যুতেও দেখো সমস্ত রকম ফিলিস্তিন রিলেটেড তাদের দিকের কন্টেন্ট গুলো তারা পপআপ করতে দিচ্ছে না সামনে আসতে দিচ্ছে না আমার পরিচিত এক ফ্রেন্ড কয়েকদিন আগে ফেসবুক থেকে
চাকরি ছেড়ে দিল এই কষ্টে যে তারা ফেসবুকে ইন্টার্নালি কারেক্ট করার চেষ্টা করছে বাট চেষ্টা সফল হয় নাই তুমি এখন দেখো যে আমাদের মূলত আমাদের প্রতিবাদ হয়ে গেছে বয়কটমূলক বয়কট তো একটা প্রতিক্রিয়াশীল প্রতিবাদ যে আমি কিছু করতে পারতেছি না তাও তোমার জিনিস নিলাম না বাট আমাদের নিজেদের ফেসবুক তাইলে কই আমাদের নিজেদের youtube তাইলে কই তুমি কি মনে করতেছো না রাষ্ট্র গঠন করার চেয়েও এগুলো বড় কাজ রাষ্ট্র তোমাকে আজকের দিনে কতগুলা জিনিসে তোমাকে প্রভাবিত করছে আজকের দিনে কতগুলা ধ্যান ধারণা তোমার মাথার মধ্যে ঢুকাচ্ছে আর কোম্পানিগুলা রাষ্ট্র যদি আজ থেকে 20 বছর আগে বলতো তুমি সারাদিন কোথায় যাও
কি বলো কি করো সব আমাকে এই তথ্য দেওয়া লাগবে আমরা হয়তো আন্দোলন করতাম যে কেন আর্মি রাষ্ট্রকে সব তথ্য দিব বাট অলরেডি কি সারাদিন ধরে গুগল ফেসবুকে আমি তথ্য দিচ্ছি না তাইলে আমি এখন কি করতেছি কি যাইতেছি কি খাইতেছি কার সাথে চলতেছি সব কি তারা জানে নাকি জানে না জানে তো প্রযুক্তির জায়গা থেকে বলো সমস্তগুলো জায়গা থেকে বলো যত রকম প্রবলেম সেটা দেখো সেটা সমাধান ধরো তুমি বলো যে আমার ইনকাম হারাম যেহেতু এটা আমি একটা এক্সাম্পল হিসেবে দিলাম ভাই চারদিকে সুদি ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি সারা পৃথিবীর এই যে ধরো মনিটরি কন্ট্রোল এটা রাষ্ট্রের হাতে যতটুকু তুমি
যদি অনেক ভিতরে যাও দেখবা এখানে বিশাল একটা অবদান কোম্পানিদের কর্পোরেশনস ফলে এইরকম জায়গা থেকে আমি বরং তোমাদেরকে উদ্বুদ্ধ করতে চাই তুমি যদি মুসলমান হও উম্মার কষ্ট যদি তোমার মধ্যে অনেক পেইন তৈরি করে থাকে তাহলে আমি বলবো তোমার উদ্যোগ দা অ্যাটিটিউড তৈরি করে এখন থেকেই ধাপে ধাপে ছোট থেকে আরো বড় উদ্যোগ নেওয়ার মত অ্যাটিটিউড এবং অভ্যাস তোমার তৈরি করা উচিত যাতে উম্মার প্রয়োজন সবচেয়ে বড় বড় যে কাজ দুনিয়ার মধ্যে হওয়া দরকার সেই কাজগুলো তোমার দ্বারা হয় সো এখন এইটা জায়গাটা আমি পারপাসের জায়গাটা ক্লিয়ার করার চেষ্টা করলাম সো অনেকে মনে করতে পারে আমি উদ্যোক্তা হব সো দ্যাট
আমি অনেক বড় টাকা কামাইতে পারি আমি অনেক বড় ফেম কামাইতে পারি তাইলে তো আমি বলব মাউনের মত হয়ে যাবে ভালো হইতে গিয়ে খারাপ হয়ে যাবে সো আমরা টাকা কামানো বলো ক্ষমতা কামানো বলো যা কিছু হোক সেটা আমরা যদি কামাই আমাদের নিয়ত হইতে হবে এটা আল্লাহর রাজি খুশির জন্য উম্মতের কল্যাণের জন্য জাস্ট এটা আমার অ্যারোগেন্সের জন্য না আমার ভাব মারার জন্য না তো বাকি এই পারপাস যদি ক্লিয়ার হয় কাজের ক্ষেত্রগুলো যদি আস্তে আস্তে তোমাদের ক্লিয়ার হয় কারণ যদি তখন তুমি ফিল্ডের ভিতরে ঢুকবা তুমি যদি জাস্ট প্যাসিভ হও লাইক এটা একটা প্রবলেম ভাই অমুকের দোষ তমুকের দোষ
তুমি কখনো উদ্যোক্তা হবা না রেদার তুমি যদি ভিতরে ঢুকো প্রবলেমটা কেন হইলো কিভাবে হইলো সমাধানটা কেমনে আনা সম্ভব এভাবে যদি তুমি চিন্তা করা শুরু করো দেখো কত রকম বুদ্ধি চলে আসে দেন সেটা যদি আসে এখন নেক্সট আমি কিভাবে এটাকে ইমপ্লিমেন্ট করবো তো উদ্যোক্তা হওয়ার জন্য কি কি করণীয় এটা তো একচুয়ালি ছোট টপিক না অনেক বড় টপিক অনেক রকম এলিমেন্ট এর মধ্যে আছে জাস্ট আমি ছোট্ট আরেকটা গল্প বলবো আমার আলোচনাটা বোধহয় একটু বেশি ভারী ভারী হয়ে যাচ্ছে কিনা তো যাতে তোমাদের গল্প যেহেতু মানুষের মনে থাকে গল্পের মধ্যে দিয়ে অন্তত উদ্যোক্তা হওয়ার জন্য ছোট কিছু উপাদান তোমার
মাথায় ঢুকে যে এই উপাদানগুলো অন্তত আমার লাগবে আমি যে গল্পটা বলবো এই গল্পটা মেবি তোমরা কেউ শুনো নাই গল্পের শিরোনাম হচ্ছে খরগোশ আর কচ্ছপ তোমরা হাসলা কারণ আরে ভাই এটা কোন গল্প হইলো তো সবাই জানে তা আমি তারপরও বলি এমন তো হইতেই পারে দুনিয়ার সব খরগোশ কচ্ছপের গল্প এক না খরগোশ আর কচ্ছপ নিয়ে কি দুনিয়াতে একটা গল্প হওয়া সম্ভব নাকি অনেক গল্প হওয়া সম্ভব অনেক গল্প হওয়া সম্ভব তো তাহলে আমরা একটু দেখি যে এই গল্পের মধ্যে আবার একটু ভেরিয়েশন আনা যায় কিনা তো প্রথমটুকু তোমরা আন্দাজ করছো ঠিক আছে যে খরগোশ আর কচ্ছপের প্রথম অংশটা ওইটাই
একটা গল্প যে কচ্ছপ জিতে গেছে খরগোশ হেরে গেছে দৌড় প্রতিযোগি এইটুকু আর বলার দরকার নাই তোমরা জানো কেন হেরে গেছিল খরগোশ প্রথমত অ্যারোগ্যান্স দেখাইছে আরে আমি তো একটু একটু করলেই হয়ে যাবে একটু রেস্ট নিয়ে নেই তাই না তো একটা এক ধরনের তার একটা অধ্যত্ব অ্যারোগেন্স ছিল যে অ্যারোগেন্স তাকে হারায় দিছে এবং আমরা এটাকে বলি যে কি ওখান থেকে আমরা কি শিখছিলাম স্লো এন্ড স্টিডি উইন্স রেস স্টিডি মানে কি যে লেগে থাকে কন্টিনিউয়াসলি এফোর্টটা চালায় যায় তো খরগোশের ওইটা একটা প্রবলেম সে লেগে থাকে নাই সেটাও তার অ্যারোগেন্সের কারণে হয়েছে সে মনে করছে লেগে থাকতে হবে না
হয়ে যাবে বাট এই গল্পের মধ্যে একটু সমস্যা আছে গল্পের মধ্যে শিখাইছে স্লো এন্ড স্টিডি উইনস্টারেস এই যে স্লো শব্দটা এটা তো একটা প্রবলেম আজকের জামানায় যে গতিতে আগাচ্ছে আমি তুমি যদি স্লো হই উদ্যোগ একটা নিতে 30 বছর পার করে ফেলাইলাম এটা দিয়ে কি কাজ হবে না তাইলে গল্পের একটু মেরামত দরকার তো গল্পের একটু আমরা মেরামতের চেষ্টা করি তো গল্পের সেকেন্ড ভার্সন আগেরবার খরগোশ যখন হেরে গেল তো খরগোশের তো প্রচন্ড মেজাজ খারাপ হারসে তো হাঁটছে তাও কার কাছে হারছে কচ্ছপের কাছে হারছে এটা কিন্তু মান ইজ্জতের বিষয় না এইজন্য সে যে কচ্ছপকে আবার অফার দিল যে দৌড়
আবার হবে তো ঠিক আছে দৌড় আবার এইবার কি খরগোশ মাঝখানে গিয়ে ঘুমাবে তোমার মনে হয় এইবার এমন দৌড় দিছে পিছে তাকায়ও দেখে নাই কচ্ছপ কই আছে না আছে এক দৌড়ে পার গল্পের এইটার একটা দ্বিতীয় পর্যায়ে এই পর্যায়ে আমরা শিখলাম যে স্লো এন্ড স্টিডি উইন্স রেস কথা ওইটা ঠিক ছিল এটা আগের আমলে বর্তমান আমলের জন্য স্লোটাকে উল্টাইয়া ফাস্ট বানাইতে হবে ফাস্ট এন্ড স্টিডি ফাস্টও হইতে হবে সাথে কি হইতে হবে স্টিডিও হইতে হবে তোমাকে দ্রুত পদক্ষেপ নিতে হবে এবং লেগেও থাকতে হবে গল্পের এরপরে আরেকটু আছে কচ্ছপ যখন হেরে গেল ওর মন খারাপ খরগোশের হয়েছিল মেজাজ খারাপ কচ্ছপের
হয়েছে মন খারাপ কচ্ছপ ভেবে দেখলো তাইতো ও যদি ঠিকঠাক দৌড়ায় ওর সাথে তো আমি জীবনেও পারবো না আমার এইটুক এইটুক পায় এটা দিয়ে আমি কেমনে ওর সাথে পারবো এইজন্য এখন এই সমস্ত কেসে মেজরিটি মানুষ কি করবে হতাশ হয়ে ছেড়ে দিবে ভাই আমারে দিয়ে তো আর হবে না বাট কচ্ছপ কি করলো ভাবতেই থাকলো ভাবতেই থাকলো মাথা খাটাইলো মাথা খাটাইলো মাথা খাটাইলো হাল ছেড়ে দিল না সে একটা বুদ্ধি বের করে ফেললো বুদ্ধি বের করার পর খরগোশকে গিয়ে বলল দৌড় আবার হবে তো খরগোশ তো হাইসেই বাঁচে না ব্যাটা তোর সাথে দৌড় একবার কেন 100 বার হইলে 100 বারই
তো আমি জিতবো বাট কচ্ছপ সাথে একটা শর্ত দিল যে দৌড় হবে কোন রাস্তা দিয়ে এটা আমি ঠিক কইরা দিব বলল রাস্তা তো কোন ব্যাপার না রাস্তা একটা হইলেই হইছে তো কচ্ছপ রাস্তা ঠিক করছে এরকম যে ফিনিশিং লাইনে যাওয়ার আগে মাঝখানে হচ্ছে নদী নদী হইলে সুবিধা কি কচ্ছপ তো নদী সাঁতরায় পার হয়ে যাবে খরগোশ কি সাতরাইতে পারে পারে না তো খরগোশ এক দৌড়ে নদী পর্যন্ত গেছে যাইয়া তো আর উপায় নাই কচ্ছপ আস্তে আস্তে আস্তে আস্তে নদীর ধারে আসছে আইসা খরগোশের দিকে তাকায় মিটিমিটি একটু হাসতেছে যে এখন কেন হ্যাঁ তারপরে সে সাত্ররায় পার হয়ে জিতে গেছে তো
এই গল্পের এই পর্যায় থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম তোমাকে যদি উদ্যোগী হইতে হয় তোমাকে ইনোভেটিভ হইতে হবে নতুন নতুন রাস্তা খুঁজে বের করতে হবে চিন্তা করলে হবে না যে এটা হবে না যদি মনে করো এটা হবে হইতে হবে ইনশাআল্লাহ আমি আমি যদি মাথা খাটাতে থাকি আই ক্যান ক্রিয়েট এ পাথ আমি একটা রাস্তা বের করতে পারবো গল্প শেষ হয় নাই লাস্ট আরেকটা অংশ আছে ওইটা বলে শেষ এই পর্যায়ে এসে দেখো একবার খরগোশের মন খারাপ হয় একবার কচ্ছপের মন খারাপ হয় দুইজন মিলে পরামর্শ করল ভাই এমন ভাবে দৌড়ানো যায় কিনা যে আমরা দুইজনই জিততে পারি কারো
মন খারাপ না হয় তখন তারা একটা বুদ্ধি করল এবারের দৌড়টা হচ্ছে ওই নদীওয়ালা রাস্তাতে দৌড়টা এমন ভাবে হইলো প্রথম কচ্ছপ উঠলো খরগোশের পিঠে ফলে খরগোশ ওখানে জোরে দৌড়ায় নদী পর্যন্ত গেছে যাওয়ার পর চিন্তা করো কি হইছে কচ্ছপ পানিতে নামছে খরগোশ ওর পিঠের উপর উঠছে ওকে নদী পার করে দিছে এবং বাকি রাস্তা খরগোশ আবার কচ্ছপকে পিঠে নিয়ে ফিনিশিং লাইন পর্যন্ত পৌঁছে গেছে এবার বলো দেখি কে জিতছে কার বেশি লাভ হয়েছে দুইজনের লাভ হয়েছে সো তুমি যখন উদ্যোক্তা হইতে চাইবা তুমি জাস্ট একা কিছু করে ফেলবা এই থিংকিং দিয়ে হবে না তোমাকে কোলাবোরেট করতে হবে তোমাকে অন্য কারো
সাথে কমপ্লিমেন্ট করতে হবে তুমি যেটা পারো না আরেকজন সেটা পারে তার সাথে টিম আপ করতে হবে ইউনিট টু হ্যাভ টিম ওয়ার্ক সো উদ্যোক্তা নিয়ে একচুয়ালি এত সংক্ষেপে আসলে কথা বলে বলা যায় না আমি জাস্ট তোমাদের মধ্যে অল্প একটু হলেও আগ্রহ তৈরির চেষ্টা করলাম যে সারা পৃথিবীর ভিতরে উম্মতের অথবা দেশের অথবা পরিবারের যত প্রবলেম আছে এটা সলভ করার জন্য আমাদের আবেগ তৈরি হওয়া উচিত এবং আমাদের এই উদ্যোক্তা অ্যাটিটিউড নিয়ে আগায় যাওয়া উচিত আল্লাহতালা আমাদেরকে তৌফিক দান করেন সবাইকে আবার ধন্যবাদ আসসালামু আলাইকুম