আমি সব সাংবাদিককে এখানে ভিড় ছেড়ে আসার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি তবে আমি মনে করি সবচেয়ে জরুরি কথা হলো এত ভিড় যেন কোর্টে আসতে না হয় এই কোর্ট বিচারালয়ে আপনারা স্থানান্তরিত করুন যেখানে সাধারণ লোক নির্ধারিত সময়ে আসতে পারে আমি নিশ্চিত ছিলাম না ঠিক 10:00 টায় আসতে পারবো কিনা সুতরাং সাংবাদিক ভাইদের অনুরোধ আপনাদেরও নিশ্চয়ই অনেক কষ্ট হয়েছে এখানে আসতে সুতরাং আপনারা রিপোর্টে এইটুকু লিখবেন এই কোড আপনার সুন্দর গণভবনে একটা জায়গায় ওখানে আটকা জমি আছে তো ওখানে আপনারা একটা জায়গায় করে ফেলেন যে এই কোডটা নিয়ে যান ভালো হবে হাইকোর্টের কাছাকাছি হবে ধন্যবাদ এবারের প্রশ্ন যেটা আপনার সেটার উত্তর
আমার বয়স আর কদিন পরে 90 হবে হ্যাপি বার্থডে টু মি 11ই নভেম্বর আমার জন্মদিন আপনারা সবাই পালন করবেন এখন আমি এইরকম ভাবে দেখাচ্ছি এই এখানে 90 বছর বয়সে আমি যদি বলি সবাইকে আমি একটা লোককে খুন করেছি আর সেজন্য মামলা হচ্ছে এইখানে 10000 মাইল দূরে না 15000 মাইল দূরে এটা কতখানি হাস্যকর কথা কতখানি হাস্যকর কথা শুনতে চান ডিজাইন এলিগেন্স বিউটি সেরা পণ্য সবার জন্য ততখানি হাস্যকর কথা যদি আমি আজকে বলি হাসিনা খুনি নন আমি এখানে আসতে দেখেছি সারা পথে পথে লেখা খুনি হাসিনা তিনি শুধু মানুষকে খুন করেননি তিনি বিচার বিভাগকে খুন করেছেন এইটা আপনার মনে রাখতে
হবে আজকে একই মামলায় মাহমুদুর রহমান সাহেব জেলে আছেন কেন তার মত একজন বয়স্ক তিনিও একজন প্রবীর লোক তিনি বলতে পারেন আপনার বয়সে ছোট হ্যাঁ ছোট কিন্তু একসময় আমরা সবাই কিন্তু সমান পেশাগতভাবে আমরা সবাই সাংবাদিক পেশাগতভাবে সবাই আমরা টেলিভিশন উপস্থাপক ক্যামেরাম্যান এবং এখন এই মোবাইলে কল্যাণে সবাই কিন্তু ক্যামেরাম্যান তাই না সেখানে মাহমুদুর রহমানকে আসতে হবে কেন তিনি এসেছেন তিনি অত্যন্ত মাতৃভক্ত একজন সন্তান তার সঙ্গে কাসিমপুরে জেলে থাকার আমার সৌভাগ্য বা দুর্ভাগ্য হয়েছিল এবং সেখানে আমি জানি আট বছর বয়স থেকে তিনি তার মার সঙ্গে আছেন এবং এই মা এর এত অসুস্থ বলে তিনি এত ঝামেলা সত্ত্বেও তিনি
এসেছেন মাকে দেখার জন্য এসেছেন তাকে তো আজকে কোর্টের অনুমতি দেওয়া উচিত জেলে যাবেন না আপনাকে আমরা দিলাম অনুমতি আপনি আপনার মার পাশে থাকেন মার সেবা করেন আপনার ভাই যদি বোস্তা কথা শুনে আমি জানিনা কজন কজন বিচারক বাইজিদ মুসলিমের গল্প পড়েছেন আপনারা পড়েন এবং একটা মাতৃভক্ত ছেলে মাহমুদুর রহমানের জন্য আপনারা কাজ করেন সেটাও আমি বলব আর আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আবারো বিচার বিভাগের আমল সংস্কার প্রয়োজন এবং তারাই বিচার বিভাগের সংস্কার করতে পারবেন যারা আমার মত মাহমুদুর রহমানের মতন জেলে গিয়েছেন এবং কিছু সময় কাটেছেন তাহলেই বুঝতে পারবেন ওখানে বিচার বিভাগের কি অবস্থা আরেকটা মজার কথা বলে
দেই জেলে ঢুকে আপনারা জানেননি যারা তারা দেখবেন লেখা আছে দেখাবো আলোর পথ রাখিবো নিরাপদ এইটা হচ্ছে স্লোগান জেলখানা এবং চতুর্থ সুন্দর সুন্দর কথা লেখা আছে এই জেলখানাকে আপনার সংস্কার করতে হবে আপনারা লন্ডনের জেলখানার ছবি দেখুন যেকোনো জায়গায় ছবি দেখুন মানুষ কত সেখানে নিরাপদে আছে এবং সত্যি আলোর পথ দেখানো হয় আলোর পথ দেখাতে চাইলে জেলখানা সংস্কার করুন যিনি এখন সংস্কার আইনমন্ত্রী আছেন তিনি নিজে একবার কিছুদিন জেলখানা থাকুক না কেন তাহলেই বুঝতে পারবেন আমি আরেকটা কথা বলতে চাই যতগুলো লোক স্বরাষ্ট্রমন্ত্রী আমি দেখেছি জেলখানায় নানাবিধ কাজ করেছেন তার মধ্যে বিএনপি আছে আওয়ামী লীগ আছে সবাই আছে এই স্বরাষ্ট্রমন্ত্রীরা
জেলখানা থেকে বেরিয়ে এসে কেন জেলখানা সংস্কার করেন না আমি এটা বুঝতে পারি না আমি জেলবন্দী সবার জন্য সহানুভূতি প্রকাশ করছি তারা কেউ কেউ অপরাধী কিন্তু অধিকাংশই রাজনৈতিক অপরাধে অপরাধী তাদেরকে আমি এই মুহূর্তে সবাইকে দেওয়ার দাবি জানাচ্ছি আপনারা সবাই বুঝতে পারছেন না তাদের বেতন দিতে হবে স্কুলের ছেলেমেয়েদের বেতন দিতে হবে মা পরিবারকে খাওয়াতে হবে এগুলো প্রশ্ন কোত্থেকে আসবে যখনই আপনি জামিনে পাঠিয়েছেন কাসিমপুর বা কেরানীগঞ্জে তখন তখনই তারা বিপদে পড়েছে এই ছেলেমেয়ে এই মা-বাবার কথা কে ভাবে আপনাকে ভাবতে হবে তাদের কথা লিখতে হবে খালি আমি হিরো বা একজন সম্পাদক বলে মাহমুদুর রহমান হিরো এটা হলে চলবে না
আপনারা সবাই হিরো মাহমুদুর রহমান আজকে জেলে গেছেন আমি গেছি কিন্তু আমার সঙ্গে আমার সহকর্মী সহযোগী যে সাংবাদিক আছেন আপনাদের মতন তারাও কিন্তু বিপদে পড়েছেন তাদেরও মাইনে বিপদ তাদেরও পরিবারের বিপদ তাদের কথা আপনারা দেখুন আপনার হিরো বানানোর এই ম্যানিয়া থেকে বেরিয়ে যান হিরোইন আপনারা দেখেছেন শেখ হাসিনাকে গণমাধ্যমের স্বাধীনতা এটা করবেন না গণমাধ্যমেরও কি সংস্কার প্রয়োজন হ্যাঁ গণমাধ্যমের বিচার বিভাগের সংস্কারের কথা বলেছেন আমি বিচার বিভাগের সংস্কার গণমাধ্যমের বিষয়ে আমল সংস্কার করতে হবে আমল সংস্কার একই দেশে দুই রকম বিচার আমি মেজবা সাহেবকে এবং তার যারা আছেন সকলকে অনেক অনেক ধন্যবাদ বহু কষ্ট করে আমার স্বামীর এই কেসটা অনেক
অনেক ভাবে সাহায্য করেছেন যাতে উনি আজকে ফ্রি অনেক ধন্যবাদ আপনাকে এবং উনার আগে সানাউল্লাহ মিয়া ছিলেন আমার কেস করেছেন তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি আপনারা সবাই দেখেছেন বা শুনেছেন পোস্টার পড়েছেন মুক্তির মন্দির সোফান হতলে কত প্রাণ হলো বলে দেন লেখা আছে অষ্টজলে যারা স্বর্গত তারা এখনো জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি সবার মনে রাখতে হবে সবারই কাছে এই জন্মভূমি প্রিয় আমরা জীবিত আছি যারা এবং যারা আহত তারা সবাই বিশেষ করে যারা আহত হয়েছেন তাদের দিকে আপনারা নজর দিন তাদের পরিবারের দিকে নজর দিন যারা মারা গেছেন তাদেরকে তো ফিরিয়ে আনতে পারবেন না আর দয়া করে ঢাকা শহর সংস্কার
করতে গিয়ে খুনি হাসিনা লেখাগুলো মুছে ফেলবেন না ওগুলো থাকুক সেগুলোই তার শাস্তি আমি তার মৃত্যু চাই না কারণ আমি মৃত্যুদণ্ডের বিরুদ্ধে কিন্তু আমি চাই যে তিনি দেখে যান তাকে কত মানুষ ঘৃণা করে তাকে তিনি শুধু বিচারককে খুন করেননি তিনি তার ছেলেকেও খুন করেছেন তার পিতাকেও খুন করেছেন পার্টিকেও খুন করেছেন পার্টির সভা যারা কাজ করেন নিবেদ্য প্রাণ অনেক কর্মী আছেন যারা দেশকে ভালোবাসেন আওয়ামী লীগের মধ্যেও আছে আমি তাদের সবাইকে অনুরোধ করছি আপনারা ভেবে দেখুন গত 15 বছরে উনি কি করেছেন কেন আমার শাস্তি হয়েছিল কেন আমাকে জেলে থাকতো উত্তর হাসিনাকে দিতে হবে আমি চাই স্টেডিয়াম খালি করে
আমি আর হাসিনা সামনাসামনি দাঁড়াবো আমি তাকে প্রশ্ন করবো তিনি আমাকে প্রশ্ন চ্যালেঞ্জ হাসিনাকে আসুন আসুন আসুন দেখি আপনি যে সবাইকে এইট পাস বলেন আপনি কি নিজে ম্যাট্রিক পাশ করেছেন সার্টিফিকেট দেখান আমি জানতে চাই তিনি কি পাস তার বংশগত মর্যাদা কি কি পাস তিনি সবাইকে খুন করেছেন আগে একটু বললাম তিনি তার পিতার সবচেয়ে বড় মৃত্যুর সবচেয়ে বড় বেনিফিশিয়ারি এবং সেজন্য তিনি হয়তো তার পিতাকে খুন করার এখন বলা হচ্ছে আমেরিকা পাঁচ বছর আগে পরিকল্পনা করেছিল তাহলে তিনি তার আরো অনেক আগে থেকে পরিকল্পনা করেছিলেন তার পিতাকে কি করে খুন করা যায় তিনিই খুন করেছেন তিনি তার ছেলেকে খুন
করেছেন আপনি কি মনে করেন জয় এখানে আসে ইলেকশনে জিতবে জিতবে না তাহলে তার ছেলেরও রাজনৈতিক ভবিষ্যৎ তিনি নষ্ট করেছেন এগুলো সবাইকে বুঝতে হবে তিনি বেঁচে থাকুন বেঁচে থেকে সুস্থ থাকুন সুস্থ থেকে তিনি দেয়াল লেখুন দেখুন পড়ুন যদি তিনি পড়তে জানেন ধন্যবাদ শিক্ষার্থীরা এটা খুব ইম্পর্টেন্ট এটা খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট সবচেয়ে ইম্পর্টেন্ট প্রশ্ন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ম্যান কেন ইয়াং ম্যান আলোচনা করেছে আমি অবাক হচ্ছি এখানে আমার সমালোচনা করতেই হবে যে ডক্টর ইউনুস সাহেব যখন জাতিসংঘের বক্তৃতা দিয়েছেন সেই বিষয়ে সেখানে দুটি কথা বলার সত্ত্বেও প্রয়োজন ছিল আপনারা জানেন গত আন্দোলন কোন রাষ্ট্রভাষা করার জন্য
হয়নি কাউকে মুক্তি দেওয়ার জন্য আন্দোলন হয়নি হয়েছে যারা মেরিটোরিয়াস ছেলেপেলে যারা তারা মেরিট নিয়ে তারা চাকরি পাচ্ছে না তার কারণ চাকরিও নেই দুটো কারণ অর্থাৎ মেরিট এবং চাকরি এই মেরিট এবং চাকরি যাতে ছেলেপেলেদের হয় সেদিকে দেখতে হবে এবং অবিলম্বে অবিলম্বে খাল সংস্কার নদী সংসার পুলিশ সংসার সবকিছুর মধ্যে ছাত্র যুব সমাজকে জড়িয়ে দিতে হবে আমি তো দেখলাম না এই দেড় মাসে কেউ করলো যারা আন্দোলন করলো তারা কোথায় গেল তাদের তো কোথায় আমি দেখছি না তাদেরকে কাজ দিতে হবে কাজের জন্য তারা আন্দোলন করেছে তাদের কাজের বলতে হবে আমি এক মাসের মধ্যে এতগুলো কাজ সৃষ্টি করব প্রতি মাসে
আপনাদের উচিত আমাকে ইন্টারভিউ না করে উপদেষ্টা পরিষদের যারা আছেন তাদেরকে ইন্টারভিউ করেন যে আপনারা গত এক মাসে কত লোকের চাকরি দিয়েছেন কারণ তাদের এই আন্দোলনের এই চাকরি মেধার বিনিময়ে চাকরি এটার জন্যই আন্দোলনটা হয়েছিল এবং সেজন্য আপনারা ক্ষমতা আছেন তাদের ম্যান্ডেট কি আমি তো বলতেই পারি আপনারা অবৈধভাবে আছেন আমাকে কেন এখানে আসতে হবে তারা কি করে কেন ওখানে বসে আছেন তাদের বলতে হবে হ্যাঁ আমরা আছি যোগ্যতার ভিত্তিতে আমরা ছেলেপেলে 1000 ছেলেকে এই মাসে চাকরি দিয়েছি 1000 সাংবাদিককে এই মাসে চাকরি এবং ট্রেনিং দিয়েছি এগুলো আপনাকে বলতে হবে ছেলেপেলেদের তরুণদের আপনারা চাকরির ব্যবস্থা নিশ্চিত করুন আবার আমি এই
হাত দেখালাম এই যে এই যে এই যে পিনাকি যেমন বলে জয় বাংলা সবাইকে করবে আমি 100 হব তার মধ্যে এটা থাকবো থ্যাংক ইউ [মিউজিক]