সাহায্য করো আল্লাহ তুমি তাদেরকে ধৈর্য সহকারে শক্তি দাও তাদের পরিবারের প্রতি রহম করো আল্লাহ তুমি মজলিমদেরকে মুক্তি দাও সারারাত মিলাপ করছে সারারাত কান্নাকাটি করছে সারারাত তাহাজারি করছে চিৎকার চেচামেচি করছে এগুলো সহ্য করার মত নয় আল্লাহ যে আমাকে এখন মানসিকভাবে সুস্থ রেখেছে কিভাবে এটা আল্লাহর রহমত আমি মানসিকভাবে মানুষ হয়ে যাইনি প্রতি রাত ক্রসফারের আতঙ্ক নিয়ে একটা মানুষ যদি দিনের পর দিন বছর পর বছর আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ এটা যদি আমার শেষ নামাজ হয় আজকে যদি আমার মৃত্যু হয় আমাকে শহীদের যদি আমার লাশ অক্ষত অবস্থায় আমার পরিবারের কাছে পরিচিতি আত্মী সন্তানের কাছে মানুষের অনুভূতি কি হবে
পৃথিবীর সমস্ত কবি সাহিত্যিক মিলে সারাজীবন লেখক শেষ করতে পারবে না আমি আমার ভাষায় প্রকাশ করতে পারবো না এত কিছুর মধ্যে আমি নিরাশ হইনি কোরআনে আল্লাহ বলেছে তোমরা আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয় না হতাশা এসেছে বিষন্নতা এসেছে দিনের পর খাবার খায়নি মন ভেঙে একেবারে চুরমার হয়ে গেছে আমি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হইনি আল্লাহর সাহায্য থেকে নিরাশ হয়নি আল্লাহ আপনাদের দোয়ায় আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন এবং আল্লাহ শক্তি দেওয়ার ফলেই এই ছাত্র জনতার এই গণবিপ্লবের মাধ্যমে যে বিজয় অর্জন হয়েছে এরপরে আমাকে তারা মুক্তি দিতে বাধ্য হয়েছে এ প্রসঙ্গে আমি একটা কথা একটু গুরুত্বপূর্ণ গুরুত্বের সাথে বলতে চাই 2021
সালের মে মাসের মানিক 22 তারিখে যে একজন আগে পিছে হতে পারে তাদের একজন কর্মকর্তা আমাকে আসলো আমাকে এসে আমাকে বলল যে আপনি একটা লিখিত দরখাস্ত করেন যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হবো না আমি এই দেশে থাকবো না আমি স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে চাই আপনারা আমাকে মুক্তি দেন আমি বিদেশে চলে যাব আমি তাদেরকে বললাম আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আপনারা অবৈধভাবে আমাকে অপহরণ করেছেন অবৈধভাবে আটক করে করেছেন আপনারা আমাকে এখানে যে আটকে রেখেছেন জুলুম করছেন নির্যাতন করছেন আমি এটা তো মানি না মানবো না মিটিং মিছিল করতে পারছি না আমি এটার প্রতিবাদে এই যে আপনারা দেখতে
পাচ্ছেন আমি বড় চুল রেখেছি আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ আপনারা যখন মৌন প্রতিবাদ দেখেন মিটিং মিছিল হয় না শুধু ব্ল্যাক হাতে নিয়ে যায় আমি বলেছি এটা আমার মৌন প্রতিবাদ যতবার এটা দেখবেন আপনাদের যেন মনে হয় আপনারা আমাকে অবৈধভাবে অপহরণ করেছেন অবৈধভাবে আটক রাখছেন আপনারা আমার জুলুম করছেন হারাম কাজ করেছেন এই কথাগুলো যেন আপনাদের বুকে বাঁধে এ আমার মৌন প্রতিবাদ তো আমি স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমার এটা আমার ব্যক্তিগত ইচ্ছা আমি রাজনীতি করবো কি করবো না আমি দেশে থাকবোই থাকবো না আমার মুশলেকা দিয়ে আমি মুক্তি পেতে চাই না আমার আল্লাহ আমাকে এই সৎ সাহসটুকু দিয়েছিলেন
আমি এটার দৃঢ়তার সাথে বলেছি তারপরে আমাকে আর কিছু বলেনি জুলাই মাসের এখন শেষ দিকে আসি আমি যেখানে ছিলাম সেখানটায় আমি প্রতিদিন প্লেন উঠার আওয়াজ পেতাম দৈনিক আপনার যে আমাদের ডোমেস্টিক ফ্লাইট যেটা বলা অভ্যন্তরীণ ওটার আওয়াজে প্লেনগুলো একরকম আর যেগুলো বোইং আন্তর্জাতিক বিভিন্ন ওগুলোর আওয়াজে দুই রকমের আওয়াজে পার্থক্য বুঝতে পারতাম তো টোটাল দিনে 20 থেকে 22 টা প্লেনের আওয়াজ পেতাম জুলাই মাসের মাঝামাঝি থেকে আমি দেখলাম প্লেনের আওয়াজ কমে গেল তো আমি ধারণা করলাম হয়তো বাইরে কোন আন্দোলন টোলন হচ্ছে সাধারণত আমাদের কাছে লাগাতার হরতাল হলে তখন টেনে চলাচল আমি এই ধরনের একটা আলোচনা যে রাজনৈতিক হয়তো লাগাতার
হরতাল হচ্ছে বা এই ধরনের কিছু একটা আমাদের দেশের ছাত্র জনতা যে কি এত বিপ্লব ঘটিয়ে দিবে এটা আমি কল্পনাও করতে পারিনি আমি আই এম প্রাউড অফ দ্যাট আমি আপনাদের কাছে গর্বিতভাবে গর্বের সাথে বলতে চাই যে আমি এই তরুণ ছাত্রদের ব্যাপারে গোর্ড বৈধ বোধ করছি যে আমরা দেখিয়ে দিয়েছি বিশ্বের কাছে আমরা কি করতে পারি তো আমার কল্পনাও করতে পারিনি যে তারা এত বিশাল কিছু একটা অর্জন করতে পারবে কিন্তু আমার মনে হচ্ছিল কিছু একটা করতে হচ্ছে কিছু একটা হচ্ছে আমি দুইজনের জিজ্ঞাসাবাদ করার চেষ্টা করছি বাট আমি আমার সাথে কথা ছিল যারা রুমে আসবে প্রয়োজনীয় একটা কথাও বলবেন
না আমি একটু দুইটা মাঝে মাঝে তাদেরকে তারা অনেকে আমার আছে আমি কোরআন হাদিস পড়ি আমার কোরআন হাদিসের বিভিন্ন মসলা মাসায়েল জানতে যেত নামাজের বিভিন্ন বিষয় জানতে যেত এগুলো নিয়ে কথা বললে আমার সিসি ক্যামেরা দেখে হাজির হয়ে যেত আপনি কথা বলছেন কেন প্রয়োজনীয় কথা বলছেন কেন তো আমি বলছি যে আমি কোন আজেবাজে কথা বলছি না আমার জিজ্ঞাসাবাদের সময় আমাকে বলছিল যে আপনি যারা ডিউটি তাদের আজেবাজে কথা বলবেন না আমি তাদেরকে বলতাম যে আপনাদের কর্মকর্তারা আমাকে অবৈধভাবে অপরণ করেছে অবহিত আটক করে রেখেছে এটা হারাম কাজ করে জুলুম করছে এটা আমি যারা আমাকে রুম থেকে ডিউটি টরে নিয়ে
যেত খাবার দিত তাদেরকে মাঝে মাঝে বলতাম তারা এগুলো উপস্থিত কর্তৃপক্ষ জানার পরে আমাদের অফিসাররা বলেছিল তারা জিজ্ঞাসাবাদের সময় আপনি তাদের সাথে আজেবাজে কথা বলেন কেন তো আমি তাদের দৃঢ়তা বলেছি আপনারা বাংলাদেশ সেনাবাহিনী জিজ্ঞাসা করে আসেন আমি বাংলাদেশ সেনাবাহিতা সেনাবাহিনীতে একটা আদর্শ সেনা কর্মকর্তা দৃষ্টান্ত স্থাপন করার সৌভাগ্য আল্লাহ আমাকে সেই সুযোগ দিয়েছেন আজমি কোন আজেবাজে কথা বলে না আপনারা বলেন আমি কি একটা বাক্য বলেন আমি কি আজেবাজে তাড়াতাড়ি এই কথা বলতে পারছেন মুখ দিয়ে উচ্চারণ করতে পারছেন না আমরা অবৈধ কাজ করেছি অপহরণ কাজ করেছি এগুলো মুক্তি বলতে পারে খালি বলে আজেবাজে কথা বলবেন না আমি বললাম
আমি কোন আজেবাজে কথা বলি না যা বলি আমি প্রয়োজনে কথা বলি ওই সুপার ভাইয়া আইসা বলে যে আপনি প্রয়োজন কথা বলবেন না আমি বললাম আপনার প্রয়োজন আর আমার প্রয়োজন তো এক না আমি তাদেরকে আল্লাহর রাসূলের কথা বলি আমি আল্লাহর রাসূলের কথা বলেই যাব আমার যদি মৃত্যু হয় তাও আমি বলে যাব আপনি যা পারেন করেন তারপরে শুধু বললেন না আপনি কথা বলেন না উপর করতে জানলে অসুবিধা হবে তো আমি সময় শুধু তারা জিজ্ঞাসা করতো বলতাম অনেক সময় আমার মন ভালো থাকবে আমি নিজে থেকেই বলতাম তো জুন মাসের এই জুলাই মাসের পাঁচ তারিখে যে বিপ্লব হয়ে গেছে
এটা তো আমি জানিনা আমি আমাকে পাঁচ তারিখ সাড়ে দশটার সময় এসে বলল যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হবে ডাক্তার প্রথম দিকে সকালের দিকে আসতেন আমি তো ডাক্তারকে বললাম যে সকালের দিকে তো আমি ফজরের নামাজ তাহাজ্জুদ পড়ে ফজর পড়ে ঘুমাই আমার যদি দুইটার দিকে আসেন আমাদের সুবিধা হয় তারপর তিনি দুইটার দিকে আসতেন এবং তিনি 30শে জুলাই আমার যতটুকু মনে করি শেষ দেখে গেছেন তার মানে এই কয়দিন আগে আমাকে দেখে গেল পাঁচ দিন আগে ডাক্তার দেখে গেল আমার তো পরীক্ষা গেল এবং রিপোর্ট আমার জানো সব রিপোর্ট নরমাল আছে তো এখন ডাক্তারের কাছে 10:30 টার সময় কোথায়
নিয়ে যাবেন বলেন আপনাকে ডাক্তার কাছে যেতে হবে বলে আমাকে আমার রুম থেকে চোখ হাত দিতে মুখোশ করিয়ে একটা গাড়িতে করে এই এক দেড় মিনিট গাড়ি চালিয়ে ওখানে আশেপাশে কোন আরেকটা রুমে নিয়ে গেল এখন আমি ধারণা করি আমি ধারণা করি যে জেনারেল হাসান নাসিরের নেতৃত্বে কিছু সংখ্যক সামরিক অফিসার কর্নেল হাসিনের মত সাহসী সামরিক অফিসার হাসানের সাহায্যে এসব অফিসার বোধহয় ওই কচু ক্ষেতের যে ডিজিএফআই আছে ওই অফিসের সামনে গিয়ে তারা চিৎকার চেচামেচি করেছে আমরা আজমিকে চাই আজমিকে চাই তখন তারা তাদের 24 ঘন্টা সময় নিয়েছে এই ধরনের একটা কিছু সম্ভবত আমি যথা শুনতে পেরেছি বাইরে এসে ওই জন্য
তারা যদি ঢুকে পড়ে এবং ওই রুমগুলোতে আমার সার্চ করে এজন্য তারা আমাকে ওদিকে সরিয়ে আরেকখানে নিয়ে গেল পাঁচ তারিখ রাতের কথা বলছি আমি 10:30 টায় তারপরে ওখান থেকে আমাকে রাত্রে 2:30টা তিন টার দিকে বলল আপনাকে আমরা হাসপাতালে নিয়ে যাব তো আমি বললাম গত আট বছর থেকে কে আমি আপনাদেরকে বলছি আমার দাঁত ভেঙে গেছে আমার একটা দুটা দাঁত ভেঙে গেছে আমার কানের সমস্যা হচ্ছে আমার চোখে চশমা যেটা দেখছেন আমি মুক্তির পরে ডাক্তারের দিকে চশমা নিয়েছি কিছুদিন পরে আমি চশমা পড়তে পারতাম না আমি বলতাম আমার চোখের চিকিৎসা তাহলে স্পষ্টভাবে চোখে চিকিৎসা হবে না দাঁতের চিকিৎসা হবে না
কানের চিকিৎসা হবে না এখানে রেখে যা করা যায় করা যাবে উনাখানে যারা ডাক্তার ছিল উনারা মেডিকেল স্পেশালিস্ট ছিলেন আমার প্রথমে যাওয়ার পর যখন চোখ বান্ধ এখানে আমার ঘা হয়ে গেল তো একটা ওষুধ দিলেন পরে এটা পুরা মুখ ঘা ছড়িয়ে গেল যাই হোক পরবর্তীতে ওষুধ আমরা ওই মুখে এখনো চারিদিকে অনেক সমস্যা রয়ে গেছে চামড়ায় হাতে পায়ে চামড়া নানানোর সমস্যা হয়েছে তো আমি বললাম যে এত আট বছর ধরে আমি বলছি আপনাদের কাছে আমাকে হাসপাতালে নিয়ে আপনারা হাসপাতালে নিয়ে যেতেন না এখন রাত তিন টার সময় আপনারা হাসপাতালে নিয়ে যেতে কি কথা তো বলে না যেতে হবে তো তাহলে
যেতে হবে বলে তার কিছু উপায় নিয়ে চোখ হাত বেঁধে আবার মুখোশ পড়ে এম্বুলেন্সে করে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে রাত পৌনে টার দিকে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে আর শেষ নাই তো আমি বললাম যে ঢাকা শহরে কোন হাসপাতাল তো এত দূরে না আপনারা কোথায় আসলে নিয়ে যাচ্ছেন নতুন কোন জবাব দিল না তারপরে রাস্তা ভাঙ্গাচোড়া তো আমি বললাম যে ঢাকা শহরের রাস্তা তো এত ভাঙ্গাচড়া না আপনারা কি আমাকে কোথাও গ্রামের দিকে নিয়ে যাচ্ছেন নাকি তার কোন জবাব দিল না আমাকে নতুন একখানে নিয়ে গেল নিয়ে গিয়ে ওই ওরকম বন্দি সলার মত একটা বন্দি ছিল এটাতে অবশ্য এটাচ টয়লেট ছিল ছোট
রুম একটা খাট একটা টেবিল ছিল তো আমাকে বলল আপনি এখানে থাকেন না তখন ওখানে রুমে একটা ঘড়ি ছিল ঘড়িতে দেখলাম তখন সকাল প্রায় পৌনে ছয়টা তো প্রায় তিন ঘন্টার মত ড্রাইভ করে তারা আমাকে নিয়ে গেল এবং আমার ধারণা ঢাকার বাইরে কোন একখানে নিয়ে গেছে এবং আমি যতটুকু অনুমান করতে পারি এখন যেটা অনুমান করছি রাস্তাঘাটে যেভাবে ছাত্ররা রাস্তাঘাটে গাড়ি চেক করছিল তারা আমাকে পাকা রাস্তা দিয়ে নিতে সাহস করেনি তারা আমাকে গ্রামের রাস্তা দিয়ে নিয়ে গেছে এটা এখন আমি অনুমান করে বলছি তো আমাকে ওখানে না বলল আপনি এখানে থাকেন আমি বললাম আপনারা হাসপাতালে কথা বলে এখানে কোথায়
নিয়ে আসলেন বন্দি আরেক বন্দিখানায় থাকেন আমাকে পরে জানানো হবে তো এটা ছয় তারিখ সকালের কথা বলছি 6 তারিখ আমাকে বলল আপনাকে আজকে রাত্রে মুক্তি দেওয়া হতে পারে একজন বলল আমাকে আপনি কাপড়ের সাইজ বলেন তো আমি বললাম তো আমি সাধারণত গার্মেন্টের কাপড় পরিনি আমি সাইজ বলতে পারবো না তো তারা একটা কাপড় নিয়ে আসলো আমাকে দেখালো যে আমি যে কাপড়টা আপনি প্রথম দেখেছেন আমি প্রথম মুক্তি পরে যে একটা প্যান্ট শার্ট গাঞ্জি পড়েছিলাম ওই কাপড়গুলো ওটা পড়ে দেখলাম ঠিক আছে তো বলল আমরা রাত্রে 2:30 তিন টার দিকে আপনাকে নিয়ে যাব তো পৌনে তিন টার দিকে এসে বলল যে
আমরা আজকে কোন একটা বিশেষ অসুবিধার কারণে নিতে পারছি না আপনার কালকে মুক্তি হবে হ্যাঁ তোমার অপেক্ষা করা ছাড়া তো কোন উপায় নেই আমি বাইরের কোন জগতের কোন খবরই নাই আমার কাছে পরের দিন সকালবেলা দুপুরে আমাকে এসে বলল আজকে রাত নয় টার দিকে আপনাকে নিয়ে যাব আমি সাধারণত 9:30 দিকে ভাত খেতাম বলল রাত নয় টার দিকে আপনি নিয়ে যাওয়া হবে আপনাকে আটটার দিকে ভাত দিয়ে দিব এর মধ্যে আপনার খাবার টাবার খেয়ে রেডি হয়ে যাবেন তো আমি সেই অনুযায়ী রেডি হয়ে গেলাম তখন তো আমি কোথায় নিয়ে যায় আবার কোথায় নিয়ে মেরে ফেলে কিন্তু আমি তো কোন কিছু
সবকিছু অনিশ্চয়তার মধ্যে আমাকে এগুলি ভাওতা দিয়ে আমাকে কোথাও নিয়ে ঘুম করে মেরে ফেলবে লাশ কোথায় ফেলে রাখবে এই আশঙ্কায় কখন থেকে খাবারও মুখে আসে না যাই হোক সামান্য কিছু খেয়ে আমি রেডি হয়ে থাকলাম তার সময়টা নিয়ে রওনা হলো প্রায় আড়াই ঘন্টার মধ্যে গাড়ি চালিয়ে আমাকে সেই টাঙ্গাইল যমুনার রাস্তায় এলেঙ্গায় রাস্তার পাশে নিয়ে আমাকে চোখ হাত বেঁধে ছেড়ে দিল আমাকে কিছু টাকা দিল আপনার বাস ভাড়া তো আমি বললাম এটা কোথায় বলল ওই যে সামনে বাস স্ট্যান্ড আছে ওইদিকে পিছন দিক থেকে গাড়ি আসবে আপনি বাস স্ট্যান্ডে গেলে দেখতে পারেন খুব আমাকে কিছু টাকা ভাড়া দিয়ে দিল বলল
আপনি আপনি এখন মুক্ত আপনি যেতে পারেন জিজ্ঞাসা করলাম রাত কটা বাজে তখন রাত পৌনে বারোটা তো তারপরে আমি গাড়ি থেকে নেমে আমার এইভাবে আমি প্রকাশ করতে পারবো না আমি আকাশের দিকে তাকিয়ে চিৎকার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তুমি রহমানির রাহিম তুমি কারিম আল্লাহ আমি তো আট বছর পরে তোমার আকাশ দেখছি তোমার তারা দেখছি তোমার মেঘ দেখছি তোমার চাঁদ দেখছি আল্লাহ মাটির দিকে তাকিয়ে বলল আল্লাহ তোমার মাটির আমি তুমি আমার সে মাটি দেখাচ্ছ আট বছর পরে আমি বেগে উত্তেজনায় কতক্ষণ পর্যন্ত যখন আমি বলেছি বলতে পারবো না তখন হঠাৎ করে মাথা চোখ মুখ অন্ধকার হয়ে আসলো আমি গাড়ি
থেকে নামিয়ে দাঁড়িয়ে ছিলাম আমার চিপে নিয়ে গেছে ডানে একজন বসা বামে একজন বসা তো আমি বললাম আমার মাথা ঘুরে আছে আমি একটু বসতে পারি বলে আচ্ছা বসেন বসলাম কিছুক্ষণ পরে বললাম ঠিক আছে আমি যেতে পারবো তো আমি নামলাম আমার বামে যেয়ে বসে ছিল সে আমাকে হাতে টাকা দিল আপনি টাকা নেন তো আমি বললাম এখানে ঢাকার ভাড়া কত বলে জানিনা ঠিক এখানে কত টাকা 5000 টাকা তো আমি বললাম আমি আপনাদের টাকার মুখোপক্ষী নেই আল্লাহ আপনাকে আপনাদের টাকার মুখোমুখী করেনি আমার টাকার দরকার নেই আমার এখান থেকে ঢাকার ভাড়া যতটুকু শুধু ততটুকু ভাড়া দেন বলল না আপনি নিয়ে
যান আপনি না যা করেন করেন আপনি দান করেন করেন আমাদেরকে টাকা আপনাকে দিতে হবে তাদের সাথে এক সেকেন্ড কথা বলার মত আমার রুচি ছিল না আমি তারা আমাকে নামিয়ে দিয়ে চলে গেল সবাই মুহুশ করা ছিল যার ফলে দেখার কোন সুযোগ নেই আমি খুব সংক্ষেপে বাকি শেষ করে দিচ্ছি একটু এলোমেলো ছিল উঁচু নিচু ছিল আমি ঠিকমত হাঁটতে পারছিলাম না আবেগে উত্তেজনায় রাস্তা উঁচু নিচে দুর্বলতার সময় হাঁটতে পারছিলাম না এর মধ্যে হঠাৎ করে দেখলাম একটা পিছুতে দাঁড়িয়ে এসে ওই সামনে বাস টেনে দাঁড়ালো আমার তখন মানে মনে হয় যেন আমি পারলে উড়ে গিয়ে ঝাঁপিয়ে বাসের মধ্যে উঠি কিভাবে
যে আমি 100 গজের মত রাস্তা দৌড়ে ওই অবস্থায় পার হয়েছি আমি এখন কল্পনা করতে পারি না দৌড়ে গিয়ে জিজ্ঞাসা করলাম আপনি কি ঢাকা যাবেন আমরা ঢাকা যাব চিটাগাং যাব আপনি ঢাকা কোথায় যাবেন আমি বললাম আমাকে টেকনিক্যাল মোড়ে যদি নামিয়ে দেবেন বা বাপ তৈরি টেকনিক্যাল মোডে নামাবো আপনি উঠেন সো আমি বাসে উঠলাম উঠে পিছনের দিকে গিয়ে একজনের কাছে বললাম যে আমার তো মোবাইল নাম্বার না আমার দুইটা নাম্বার ফোন নাম্বার আমার জানা ছিল আমার স্টিম নাম্বার আর আমার সাথে সাথে ভাইয়ের নাম্বার এই নাম্বার দুটা মনে ছিল আমি দুজনকে ফোন করে বললাম তারা আরো লোকজনকে নিয়ে তারা ওখান
থেকে টেকনিক্যাল মোডে এসে আমাকে ওখানে নামিয়ে নিল তারপরে তো ওখান থেকে আমি প্রথমে হাতটা নিয়ে আমাকে কিছুটা পড়ে আমি সাত তারিখ রাতের কথা বলছি এটা আট তারিখ ভোর নাগাত আমি বাসায় গিয়ে পৌঁছালাম ওই সাত তারিখ সাত আট তারিখ রাতে সারারাত ঘুম নাই আট নয় তারিখেও আমার সারারাত ঘুমও নাই আত্মীয়-স্বজন সব আসছে নয় তারিখ রাতে আমি অজ্ঞান হয়ে গেলাম তারপর আমাকে হাসপাতালে নিয়ে আসা হলো আমি তখন থেকে চিকিৎসা নিয়েছি আমার শরীরে নানা রকমের সমস্যা বড় খুব বেশি সমস্যা না হলে নানা রকমের সমস্যায় ভুগছি এগুলো চিকিৎসা চলছে আমি চিকিৎসার কারণে আপনাদের কাছে আসতে বিলম্ব হলো আমার আমার
মোটামুটি এই ছিল আমার বন্দি জীবনের দশার কথা আমি আমার বাকি খুব সংক্ষিপ্ত ভাবে শেষ করবো আমি এখানে বলতে চাই আমার মূল দুটা কারণে তারা আমাকে ধরে রেখেছে এক আমার প্রিয় পৈত্রিক পরিচয় আমার পারিবারিক পরিচয় দুই আমি ভারত বিরোধী এবং এটা স্পষ্ট যে আমি বিদেশী চক্রের গভীর ষড়যন্ত্র শিকার হিসেবে তারা আমাকে আটকে রেখেছিল মুক্তির সিদ্ধান্ত দেওয়ার পরেও বিদেশী প্রভুদের হুকুমে আমাকে আটকে রাখা হয়েছিল আমি আমার নিজের ঢোল পিটাতে চাই না কিন্তু আমার বরখাস্ত কাহিনী আপনাদেরকে না বললে আপনারা বুঝবেন না আমাকে এই সরকার যখন 96 থেকে 2000 এই গত বিগত সরকার এর আগে 96 থেকে 2001 আমার
বাংলাদেশ সেনাবাহিনীর মিলিটারি একাডেমি প্রশিক্ষণ ওখান থেকে আমার যে রেজাল্ট আল্লাহ আমাকে আল্লাহর দয়া দোয়া করে দিয়েছে আমার জানামতে বাংলাদেশ সেনাবাহিনী এই রেজাল্টকে ভঙ্গ করতে পারিনি আমার চাচ চাকরি জীবনে আমরা যে রেজাল্ট করেছি আমার জানা নেই কেউ আমার থেকে ভালো রেজাল্ট এরকম করেছে কিনা আমি মাফ করবেন আমি কখনো আত্মপ্রচার করি না প্রশংসা বলছি 96 থেকে 2001 ক্ষমতা থাকাকালীন আমার সম্পূর্ণ সময় আমার এই বিগত সরকার আমার লেফট হ্যান্ড কর্নেল থেকে কর্নেল র্যাংকে মেজর থেকে লেফটেন্ট কর্নেল র্যাংকে প্রমোশন আটকে রেখেছিল আমাকে 2001 এ বিএনপি ক্ষমতায় আসার পরে 2002 এ আমি লেফট হ্যান্ড কর্নেল রং পদ প্রমোশন পাই এবং
1998 সালে আমার বাবা একদিনের জন্য আমার স্ত্রী অসুস্থ আমি অসুস্থ আমার 90 আট মাসের ছিল অসুস্থ আমার বাবার চটের প্রোগ্রাম ছিল তো আমার মা আমার বাবার সাথে গিয়েছিলেন যে আমার মাকে বাসা নামিয়ে রেখে সকালে চলে যাবেন এর মধ্যে সকালবেলা জেনারেল জিওসির অফিস থেকে আমাকে জিওসির প্রধান স্টাফ অফিস আমাকে ফোনে ডাকিয়ে নিল আমি গেলাম আমাকে বলল তোমার বাবা তোমার বাসায় থাকতে পারবে না তো আমি বললাম স্যার এটা সামরিক বাহিনীর কোন আইনে এমন আইন আছে তো বলে এটা সেনাপ্রধানের আইন সেনাপ্রধান তখন জেনারেল মুস্তাফিজ সাবেক প্রধানমন্ত্রীর ফুফা সম্ভবত এলপিআর থেকে এনে উনাকে সেনাপ্রধান বানানো হয়েছিল তো আমি বললাম
যে স্যার আমি জিওসির সাথে সাথে দেখা করতে চাই তখন বললেন জিওসিও খুব রাগ হয়ে আছেন তুমি দেখা করলে ভালো হবে না খারাপ হবে তো আমি জিজ্ঞাসা করলাম স্যার আপনি কি আপনার বাবাকে বলতে পারবেন যে বাসায় থাকতে পারবা না কোন বাবা বলেন তার সন্তানকে যদি কুসন্তান না হয় কোন বাবা তার বাবাকে বলবে যে তুমি আমার বাসায় থাকতে পারবা না আমার বাবা আদারওয়াইজ প্রোগ্রাম ছিল উনি সকালবেলা চলে যাবেন উনি রেডি হয়ে গেছেন কিন্তু আমাকে কেন ডেকেছিল জানার জন্য অপেক্ষা করছিলেন আমি বাসায় ফিরে গিয়ে আমাকে নাস্তা খেতে দেন আমি নাস্তা প্লেট এর ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম উনি আমাকে
বলছে তুমি মাইন্ড করো না কষ্ট আমি বললাম যে আপনারা আমাকে চাকু দিয়ে হাত কাটছেন আর বলছে ব্যথা পেয়েছো না এটা তামাশা একটা যাই হোক আমি বাসায় চলে আসলাম জিওসির সাথে আর দেখা করলাম না তারা বলে আমি বাবাকে বলতে পারছি না খালি কাঁদছিলাম আর কাঁদছিলাম যাই হোক বাবা চলে গেলেন এরপরে তো আমাকে ওখান থেকে পরের দিনই আমাকে শুক্রবার দিন পর্যন্ত কোন মুখ হয় না আমার পার্বতের জন্য পাঠিয়ে দেওয়া হলো এরপরের দিন আমাকে কিভাবে যে ওখান থেকে অপমান করে বিদায় দেওয়া হলো রং করে পাঠিয়ে দেওয়া হলো এরপরে 2009 সালে একদিনের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর একজন ফিরিয়া জেনারেলের বিদায়
সংবর্ধনা বিদায় অনুষ্ঠান অনেক জাগজমকপূর্ণ আমাকে একদিনের মধ্যে আমার চাকরি দেখি নাই আমি যত অফিসারকে জিজ্ঞাসা করি এখানে রাত্রে বেলা নৈশব আপনারা আমার একটা ড্রেস দেখে দেখতে পারেন সাদা পোশাক পরে ওরকম পোশাক পরে প্যান্ট বার্ডি বাজে অনেক জাগিরি মনে হয় আমাকে দূর বেলা ইউনিফর্ম পরে লাঞ্চে জাস্ট আনুষ্ঠানিক ভাবে একটা পার্টি করে আমাকে বিদায় দেওয়া হয়েছে একদিনের মধ্যে এবং আমাকে বলা হয়েছে যে আমাকে ওই রাত্রেই ক্যান্টনমেন্ট ত্যাগ করতে হবে অথচ একজন অফিসার হিসেবে আমি এই কোন ধরনের ক্ষেত্রে আমাকে ঢাকার লজিস্টিক এরিয়া হেডকার্টার আমাকে সংযুক্ত করা হয়েছে সংযুক্ত সময় সবসময় কারণ দেখা যায় কোন কারণ ছাড়া আমাকে সংযুক্ত
করা হয়েছে এবং আমাকে ওই সময় আমি মোট 12 দিন প্রাপ্য ছিলাম আমাকে একদিনের মধ্যে রাতের মধ্যে ওখান থেকে ত্যাগ করতে বাধ্য করা হয়েছে আমি ঢাকায় এসছি আমাকে একটা এমন গাড়ি দিয়েছে যে গাড়ি আমি চাকরি জীবনের একজন সেকেন্ড লেফটেন্ট সেই গাড়ি ব্যবহার করে একটা ভালো গাড়ি দিয়েছে আমার আগে ওখানে এক যে একটা কারো গাড়ি দিচ্ছে এবং আমাকে হুকুম করা হয়েছে যে আমি গাড়ি নিয়ে আমি বাসা থেকে যাওয়ার কোন বাসা পর্যন্ত গাড়ি নিয়ে নিতে পারবো না একজন ব্রিগেড আমি আজমি আমার কাছে কোন অপশন নাই আমি সেনাবাহিনী ইউনিফর্ম করবার বিষয় আমার আমার ইউনিফর্ম করে গাড়ি পাঠাতে দুই তিন
থ্যাংক ইউ উনি অপমানিত করেছেন আমার বুক ফেটে যেত আমি আজমি হিসেবে নয় আমার সেনাবাহিনী এভাবে অপমানিত হচ্ছে যেন আমাকে 24শে জুন 2009 আমাকে একটা চিঠি দেওয়া হলো যে 23শে জুন 2009 তারিখে সরকারি একটা প্রজ্ঞাপনে এক লাইনের চিঠিতে আমাকে বরখাস্ত করা হয়েছে শাস্তি একটা অনেক বড় ধরনের শাস্তি সেনাবাহিনীর অফিসাররা অপরাধ করলে নয় দল সঙ্গে শাস্তি হয় সবচেয়ে বড় মৃত্যুদণ্ড যেটা সাধারণত বিদ্রোহী হয় তারপর কারাদণ্ড তারপর বরকাস্ত এরপরে নিচে আরো অনেক সাধারণত একটা অপরাধ সংগঠন হতে হয় একটা তদন্ত হয় তদন্তে প্রমাণিত হলে কোর্ট মার্শাল হয় কোর্ট মার্শাল করে তারপরে কোর্ট মার্শাল তাকে হয় র্যাংক ডাউন করতে পারে
সিনিয়ারি ডাউন করতে পারে বরখাস্ত করে না আমাকে কোন অপরাধ ছাড়া কোন তদন্ত ছাড়া কোন কিছু ছাড়া এক চিঠি দিয়ে নদীর বিহীন বিহীন পৃথিবীর ইতিহাস এরকম নেই আমাকে চাকরি থেকে আমার এই 30 বছরের বর্ণ চাকরি আমার সমস্ত পেনশনের সুযোগ সমস্ত সুযোগ বন্ধ করে আমাকে সে চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া হলো আমার র্যাংক খরন করা হলো পেনশনের সমস্ত সুযোগ বন্ধ করা হলো এবং তার কিছুদিন পরে চিঠি দিয়ে আমাকে সকল সেনাবাহি প্রবেশ নিষিদ্ধ করে আমাকে অবাঞ্চিত ঘোষণা করা হলো আমি জেনারেল ওয়াকারের প্রতি কৃতজ্ঞতা জানাই জেনারেল ওয়াকার এটাকে ওই আদেশটাকে বাতিল করে আমাকে সেনাবাহিনী অবাঞ্চিত ঘোষণা বাতিল করে গতকালকে
আমাকে একজন জেনারেল যে ব্যক্তিগত চিঠি পাঠিয়েছে যে স্যার আপনাকে অবাঞ্চিত ঘোষণা প্রত্যাহার করলাম স্যার আপনি আমার সাথে একটু খেয়ে যান একটু চা খেয়ে যান কফি খেয়ে যান স্যার প্রথম লাঞ্চ কথা বলবো না কফি খেয়ে কালকে প্রেস কনফারেন্সে আমি করতে তাহলে স্যার লাঞ্চ করেন আমি লাঞ্চ করবো না আমি প্রেস কনফারেন্সের পরে আমি আসবো ইনশাল্লাহ তো আমি জেনারেল ওয়াকারের কাছে কৃতজ্ঞ আমার মিরপুর ডিএসএস আমার প্লট পেয়েছিলাম 2014 সালে আমি নির্মাণের জন্য প্ল্যান পাশে কাজ শুরু করেছি এক লাইনে চিঠি সকল কার্যক্রম স্থগিত করে আমার কার্যক্রম বন্ধ করে রাখা হয়েছে জেনারেলের কাছে আমি কৃতজ্ঞ নিয়ে আবার এটা কার্যক্রম শুরু
করার অনুমতি দিয়েছে এখন আপনাদের কাছে আমি অনেক সময় নিয়ে ফেলেছি আমি দুঃখিত যে আমি কথাগুলি গুছিয়ে গুছিয়ে পড়তেছি না এত বছর পরে কথাগুলি গুছিয়ে বলতে পারছি না তো আমি উপসংহারে চলে যাচ্ছি আমি আর বেশি কথা বলা যাচ্ছি না এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জুলাই 2024 এ ছাত্র জনতার সকল বিপ্লব শিক্ত নতুন বাংলাদেশ আমাদের জন্য বিপুল সম্ভাবনার নতুন দ্বার খুলে দিয়েছে বর্তমান সরকারের প্রতি আমার কয়েকটা আবেদন আছে এক নম্বর সকল ঘুম খুন হত্যা ধর্ষণ রাহাজানি জুলুম নির্যাতন নিপীড়নের দোষীদের বিরুদ্ধে আইনক ব্যবস্থা গ্রহণ করুন ভবিষ্যতে যেন আর এ ধরনের কোন ব্যবস্থা না হয় তার প্রতিকার করুন
তার জন্য প্রচার আইন প্রতিকরণ আর কোন বাবা-মার বুক যেন খালি না হয়ে যায় আমার দুই পৌনে তিন বছর হযরত ইউসুফ আলাইহিস সালাম যখন তার ভাইরা কুয়াতে ফেলে দিল ইয়াকুব আলাইহিস সালাম কানতে কানতে কন্ধ হয়ে গেছেন আমার মা আমার জন্য তিনটা বছর কাঁদতে কাঁদতে আমাকে নাগকে দেখে চলে গেছে এই জালেমরা আমার বাবা মারা গেছে আমার বড় পাঁচ ভাই কাটতে দেয়নি আমার মা মারা গিয়েছে ছয় ছোট ছেলে একজনও সামনে ছিল না আমি মায়ের অন্ধর লাঠি ছিলাম আমার জন্য কান থেকে ধাকার করে আমার মা চলে গিয়েছে আমি কাটতে যাইনি আর যেন কোন মায়ের বুকে খালি না হয় আর
যেন মায়ের কোন কান্না হয় আপনারা দয়া করে ব্যবস্থা করেন আল্লাহ আপনারা দয়া করে সুশাসন আইনের শাসন পাক স্বাধীনতা স্বাধীন নির্ভর যার ব্যবস্থা সুদীর মানব মানবাধিকার সুনিশ্চিত করে সুখী বাংলাদেশ সার্বভৌম বাংলাদেশ গড়ে তুলেন আমার এটা দোয়া আমি এখানে আরেকটু বলতে চাই যে আমাদের সংবিধান এটা 1972 সালে রচিত হয়েছে 1970 সালে আওয়ামী লীগ জনগণের কাছ থেকে ম্যান্ডেট নিয়েছিল পাকিস্তানের সংবিধানের অধীনে পাকিস্তান রাষ্ট্রপতি জনগণ স্বাধীন বাংলাদেশের স্বাধীন সংবিধান রচনা করে নয় তারা 1972 সালে পাকিস্তানের যুদ্ধ চাপিয়ে দিয়েছে আমরা যুদ্ধ করে স্বাধীন হয়েছি আলহামদুলিল্লাহ কিন্তু তারা জনগণের কাছ থেকে নতুন সংবিধানের প্রণয়নের কোন ম্যান্ডেট নেয়নি সুতরাং এই সংবিধান আমার
দৃষ্টিতে বৈধ নয় একটা নতুন ভাবে কমিটি করে নতুন সংবিধান প্রণয়ন কমিটি করে একটা নতুন সংবিধান করে এটা বাতিল করা হোক এবং এটাতে যত মানবিক কথা আছে সব যেমন সেনাবাহিনীর আইনের আশ্রয় নেওয়ার কোন অধিকার নাই এগুলি সহ যত আপনার একটা যথাযথ পদক্ষেপ নিয়ে এক নতুন সংবাদ তৈরি করে আমাদের জাতীয় সংগীত আমি আপনাদের নিশ্চয়ই আকর্ষণ করতে চাই 1900 বঙ্গ পাঁচ এর বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ লিখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সংগীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সংগীত আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না
ভারতের পশ্চিমবঙ্গের অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের আপনারা বলেন আমরা স্বাধীন বাংলাদেশে স্বাধীন বাংলাদেশ থাকতে চাই এই জাতীয় সংঘের আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপন্থী আমি জোর দাবি জানাচ্ছি নতুন জাতীয় আমাদের নতুন জাতীয় সংগীত আমাদের তৈরি করা হোক এবং এই মিথ্যার উপরে কোন জাতির ইতিহাস প্রতিষ্ঠিত হতে পারে না একজন মুখের কথার উপরে কোন ব্যক্তির যদি জাতির ইতিহাস আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহর একত্বে আল্লাহর পূর্ণত্বে আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করতে হবে না হলে জাহান্নামে যেতে হবে আল্লাহর একত্ব পূর্ণত অস্তিত্ব বিশ্বাস আল্লাহ শত শত আয়াত নাযিল করেছেন রসূল যখন আনসারদের হাতে শপথ নিয়েছেন তাদেরকে বলেছেন আমার যেকোনো ন্যায়সংগত আইন তোমরা
মানবে রসূল জানতেন উনি কোন অন্যায় আজাদ দিবে না আনসাররাও জানতো আমরা কোন তিনি অন্যায় দিবে না তারপরও এটা উনি রসূল বলেছেন আর একজন শেখ মুজিব সাহেব উনি তিন লক্ষ বলতে গিয়ে তিন মিলিয়ন বলেছেন এবং এটাই 30 লক্ষ হয়ে গেছে একটা জরিপ ছাড়া কোন রকমের কোন কিছুর সাথে 30 লক্ষ মা-বোনের শহীদ বলে তারা মানুষের আবেগকে কাজে লাগিয়ে মানুষকে প্রতারণা করেছে আমি সরকারের কাছে আবেদন জানাই আপনারা জরিপ করে বের করেন একচুয়ালি 30 লক্ষ হোক 30 তিন কোটি হোক আপনারা বের করেন আমার জানামতে এটা 2 লক্ষ 86 হাজার একটা জরিপ হয়েছিল এটা 2 লক্ষ 86 হাজার ছিল দেখে
তারা প্রচার করতে প্রচার করেনি ওই 3 লক্ষ টাকা 30 লক্ষ বানিয়ে তারে দুই লক্ষ মা-বান্ধব এখনো সময় আছে এখনো সেই 72 লোকজন বেঁচে আছে আপনারা সারাদেশে একটা জরিপ করে এই 3 লক্ষ না 30 লক্ষ দুই লক্ষ মানুষ শহীদ হয়েছে জাতিকে সত্য ইতিহাস জানতে দিন আমাদের নতুন প্রজন্মকে মিথ্যার উপরে আপনারা জাতিকে গড়ে তুলতে দিবেন না দয়া করে আল্লাহর ওয়াস্তে আপনার প্রেমিক হন একটা সত্যিকারের জরিপ করে এটা ব্যবস্থা করেন আমি আমার বক্তব্য আর এক মিনিট বলে শেষ করতে চাই আমরা বাংলাদেশে ধর্মগোত্র বর্ণনা নির্বিশেষে সবাই বাংলাদেশী একটা স্বার্থান্বেশী মহল বিভিন্ন ধর্মদের ধর্মপাশালয় বা তাদের এলাকায় গিয়ে আক্রমণ চালিয়ে
বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুন্ন করার চেষ্টা করছে হিন্দু খ্রিস্ট বৌদ্ধ চাকমা মার্মা নিবেশক আমরা সবাই বাংলাদেশী আমরা সবাই বাংলাদেশী উদ্দেশ্যিত হলে আমরা বাংলাদেশী আমাদের পরিচয় একটাই আমরা বাংলাদেশী আমরা ঐক্যবদ্ধভাবে একটা সুমগত জাতি গড়ে তুলতে চাই এবং আমি অন্য ধর্মে বিশ্বাস না করতে পারি আমি জান দিতে প্রস্তুত আছি যেন অন্য ধর্ম মহিলারা তাদের ধর্মীয় উপাসনা যথাযথভাবে করতে পারে আমরা সবাইকে ঐক্যবদ্ধভাবে যার যার ধর্ম শেষে পালন করবে আমরা সবাই বাংলাদেশী আমরা হাতে হাত মিলে আসুন এদেরকে শক্তভাবে দমন করে আমরা আমাদের স্বাধীন সমৃদ্ধশালী বাংলাদেশী মনে করি আমাদের স্বপ্নের বাংলাদেশ আমাদের প্রাণ দিয়ে বহুপ্রাণের বিনিময়ে এই অর্জিত বাংলাদেশ নতুন দ্বিতীয় বাংলাদেশ
স্বাধীনতার যে শহীদ এবং বৃহত্ত্বপূর্ণ যারা কাজ করে তাদেরকে যথাযথ খেতাব দিয়ে পুরস্কৃত করে আমাদের যার যার দায়িত্ব পালন করে আমরা একটা সুখী সমৃদ্ধ আমাদের প্রাণের বাংলাদেশ সুখের বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলি এই আবেদন রাখি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমি দুঃখিত আপনাদের কাছে অনেক বেশি সময় নিয়ে ফেলাম আমার এত লম্বা সময় না ছিল না কিন্তু আমি আমার আবেগ ধরে রাখতে পারিনি আপনাদের সামনে আট বছর কথা বলতে পারিনি আমার মুখ বন্ধ ছিল আপনারা ক্ষমা করবেন যদি আপনাদের বেশি সময় নিয়ে থাকি আপনাদের যদি কোন প্রশ্ন থাকে আপনারা এখন করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম আচ্ছা আছে ওরা
একজন একজন করে ফ্লোর দেওয়া হচ্ছে আমি প্রশ্নটা পরিষ্কার শুনতে পাবো তো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমি আপনার এই আপনার প্রতি অন্যায় করা হয়েছে এটা আমি সাংবাদিকদের পক্ষ থেকে এটা আমরা প্রতিবাদ করছি আপনার প্রতি সমবেদনা জানাচ্ছি আপনার প্রস্তুত এবং কথা আসছে না প্রশ্ন আপনার প্রশ্নটা করেন প্রশ্ন আছে আমি আপনি আপনার কথা শুনতে পাচ্ছি [মিউজিক] না আপনাকে যে এই অন্যায় ভাবে আটক করা হলো এবং দীর্ঘদিন আপনি এই অবস্থায় ছিলেন তো আমার প্রশ্ন হচ্ছে যে আপনি কেন আপনার [মিউজিক] মানে আপনার কথাটা আসছে না ক্রস ছিল কিন্তু এটা আমরা [মিউজিক] কিভাবে ডিস্টার্ব করছি না আমার শেষ প্রশ্ন হচ্ছে আপনি
বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আপনার প্রস্তাব সেনাবাহিনী আপনি মানসিকভাবে নির্ধারিত হয়েছেন এবং সেখানে আপনাকে পদোন্নতি এবং আর্থিকভাবে বঞ্চিত করা হয়েছে সেনাবাহিনীর কাছে আপনার কি প্রত্যাশা ধন্যবাদ আচ্ছা ধন্যবাদ আপনার নামটা সম্ভবত সাদি বলেছিলেন সাদি সাহেব ধন্যবাদ আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন আমি আপনাদের কাছে একটা একটা কথা স্পষ্টভাবে বলে দিতে চাই সেনাবাহিনী এদেশের ঐক্যের প্রতীক এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতীক সেনাবাহিনী এদেশের সেনাবাহিনী এবং দেশপ্রেমিক সেনাবাহিনী আমার সাথে যে সমস্ত অন্যায় অবিচার করা হয়েছে সেনাবাহিনীর কোন আইনের বলে করা হয়নি এগুলি কিছু অসাধ্য অফিসার কিছু স্বার্থসি অফিসার কিছু বিদ্বেষপূর্ণ মনোভাবপূর্ণ অফিসার আমাকে বিভিন্ন সময় বিভিন্ন রকম ভাবে ভুগিয়েছে আমার পৈত্রিক পরিচয়ের
কারণে আমার ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আমার সেনাবাহিনী আপনারা ভুল বুঝবেন না প্লিজ আপনারা আমার সেনাবাহিনীকে দোষ দিবেন না আমার সেনাবাহিনী আমার প্রাণের সংগঠন আপনারা সেনাবাহিনীকে ভুল বুঝলে আমি কষ্ট পাবো সেনাবাহিনীর কোন দোষ নেই এটা ব্যক্তি দোষ আমাদের দেশ আমরা ব্যক্তিস্বার্থের উর্ধে অনেকেই উঠতে পারি না তো ব্যক্তি স্বার্থ বিদ্বেষ এগুলোর অনেক আমরা উঠতে পারি না এই কারণে কিছু কিছু ব্যক্তি আমার প্রতি অন্যায় করেছে জুলুম করেছে এগুলো তাদের ব্যক্তিগত দোষ সেনাবাহিনীর কোন দোষ নেই এবং বর্তমান সেনাবাহিনীর প্রধান উনি আমাকে দেখা করেছেন এবং আমাকে উনি দাওয়াত দিয়েছেন উনার কাছে যাওয়ার জন্য আমি হয়তো ইনশাল্লাহ কিছুক্ষণ পরে উনার সাথে
আপনাদের শেষ করে যাব উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন আমার সাথে যা যা অন্যায় সবকিছুর উনি প্রতিকার করবেন যেমন আমি অলরেডি আপনি উদাহরণ দিয়ে আমাকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছিল উনি এটা প্রত্যাহার করে অলরেডি চিঠি দিয়ে একজন জেনারেলকে পাঠিয়েছেন লেফটেনেন্ট জেনারেলকে পাঠিয়েছেন হাতে হাতে আমার কাছে গতকালকে হ্যান্ডে হস্তান্তর করা হয়েছে উনি আমাকে যে ঘুম করেছিল কারা করেছিল এর জন্য উনি একজন লেফটেনেন্ট জেনারেল র্যাংকের অফিসারকে চেয়ারম্যান করে একজন মেজর জেনারেল র্যাংক এবং তিনজন ব্রিগেড জেনারেল র্যাংকের অফিসারকে যে একটা কমিটি করে শুধুমাত্র আমার ব্যাপারটা তদন্ত করার জন্য উনি কমিটি করে দিয়েছেন এটার জন্য আমি উনার কাছে কৃতজ্ঞ আমার বিল্ডিং নির্মাণ
স্থগিত ছিল ওটার জন্য উনি পারমিশন অলরেডি দিয়ে দিয়েছেন কাজ ইনশাল্লাহ শিগরে শুরু হয়ে যাবে এটার জন্য আমি উনার কাছে কৃতজ্ঞ উনি আমার পেনশনের ব্যাপারে উনি আমাকে আশ্বাস দিয়েছেন উনার পক্ষে সর্বাত্র যা কিছু সম্ভব করা উনি করবেন এবং আমি উনাকে বলেছি যে আমি ব্রিগেডিয়ার জেনারেল র্যাংকে অবসরপ্রাপ্ত আমি গ্রহণ করবো না আমি বিরোধী ব্যাংকে যে আমাকে বরখাস্ত করা হয়েছে আমি সেই বরখাস্তের আদেশ প্রত্যাহার করতে হবে তৃতীয়ত আমাকে তাকে পুনর্বল দেখাতে হবে তৃতীয়ত আমি আমার ব্যাচে আমি প্রথমে স্থানান্তর করে ফেলেছি সমস্ত রেকর্ড রেজাল্ট আমার তাদের কাছে আছে আমার ব্যাচমেটরা যারা 50 মেধা তালিকা 50 তম তারা যে মেজর
জেনারেল লেফটেনেন্ট জেনারেল হয়েছে তো আমার ব্যাটসম্যানরা যেদিন মেজর জেনারেল র্যাংক প্রমোশন হয়েছে সেদিন আমার মেজর র্যাংক প্রমোশন দেখাতে হবে আমার ব্যাটসম্যানের যে লেফটেন্ট র্যাংকে প্রদন্নতি হয়েছে আমাকে সেইদিন লেফটেন্ট র্যাংকে পদন্তি দেখাতে হবে এবং আমার সরকারি চাকরির সম্পূর্ণ সময়সীমা যে 59 বছর এক বছর এলপিআর সহ আমাকে পূর্ণ সময়ের সকল সুবিধা সুবিধা সহ আমাকে অবশ্য দেখাতে হবে আমি এর থেকে কম কোন কিছু গ্রহণ করবো না এর থেকে যদি এরকম না করা হয় তাহলে আমি আইনে আশ্রয় নিব এবং উনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছেন যে উনি উনার সাধ্যের মধ্যে থাকলে উনি এটা করবেন উনার সাধ্যের মধ্যে না থাকলে উনি প্রয়োজনে
উনি এই তত সরকারের সাথে কথা বলে উনি এটা ব্যবস্থা করবেন এই ধরনের আমাকে উনি প্রতিশ্রুতি দিয়েছেন এবং আশা করি আমি জেনারেল ওয়াকারকে ব্যক্তিগতভাবে অত্যন্ত স্নেহ করি সে আমার ছাত্র ছিল আমি তাকে ভালোবাসি সে একটা ভালো মানুষ এবং দেশপ্রেমিক মানুষ না হলে আজকে যে ভূমিকাটাকে সে পালন করেছে এটা করতো না এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি নিজে প্রতিশ্রুতি দিয়েছে সে প্রতিশ্রুতি পালন করবেন তবে আশাবাদী ইনশাল্লাহ আপনারা দোয়া করেন আমার প্রত্যাশা যেন পূরণ হয় উনি যেন উনার দায়িত্ব পালন করে আমাকে আমার যে ক্ষতিপূরণ হয়েছে এই ক্ষতিপূরণগুলি উনি করে দিতে পারেন ধন্যবাদ জি ভাই নেক্সট প্রশ্ন করেন নেক্সট প্রশ্নটা
করেন নেক্সট প্রশ্নটা করেন জি নেক্সট নেক্সট প্রশ্নটা করেন এখানে [মিউজিক] করেন কি বুঝতে পারছেন এখান থেকে সাউন্ড আসে না সাউন্ড আসে আমার তো অনেক একটু হেয়ারিং প্রবলেম আছে তো জি প্রশ্ন করেন শুনতে পাচ্ছি [মিউজিক] আমরা সেটা আসলে সাউন্ড আসতেছে নাম কোন জানি সেটা আর দ্বিতীয়ত আপনাকে নতুন জীবনে ফিরে আসার জন্য স্বাগত আমার দুটো প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে স্বাধীনতার যুদ্ধে শহীদদের নিয়ে আপনি আজকে একটু জরিপের কথা উল্লেখ করেছেন তা আমরা 30 লাখ বলে এতদিন যেটা জানতাম জরিপ আপনি যে সংখ্যাটা উল্লেখ করেছেন সেটা আমার প্রশ্ন হচ্ছে আসলে আপনি তো মুক্তিযুদ্ধ দেখেছেন কিংবা সে সম্পর্কে আপনারা জানতেন আসলে
আপনার মন্তব্য কি সেখানে শহীদের সংখ্যা কত এক দ্বিতীয় বিষয় দ্বিতীয় প্রশ্ন হচ্ছে গিয়ে আপনার বাবাকে মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত করে শাস্তি দেওয়া হয়েছে তার সম্পর্কটা আসলে ক্লিয়ার করতেন তার তিনি যেখানে তাকে অভিযুক্ত করা হয়েছে তার যে অপরাধ সে বিষয়ে আপনার কাছে জানতে চাই আচ্ছা এক প্রশ্নের প্রথম প্রশ্নটা একটু আবার পরিষ্কার করে বলেন 30 লক্ষ শহীদের ব্যাপারে কি বলতে চান আপনার মন্তব্য সংখ্যা স্বাধীনতা যুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে আপনি যে মানে ইনভালভেশনটা যেটা দিলেন জরিপের সংখ্যা আমার প্রশ্ন হচ্ছে আপনার মতে স্বাধীনতা যুদ্ধের শহীদের সংখ্যা কত ছিল সেটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন এটা এটা তো জরিপ ছাড়া বলা
সম্ভব নয় ভাই এটা আপনার 10ই জানুয়ারি শেখ সাহেব যখন এসে ঢাকায় নামলেন তখন বিবিসির সাংবাদিক ডেভিড ফ্রস্টের কাছে বলেছে এবং উনি স্পষ্ট বলেছেন ডেভিড সাক্ষাৎ নিয়েছে এবং আপনি উনি স্পষ্ট বলেছেন আপনারা দেখেন আপনি 266 স্বাধীনতা এবং নুরুল কাদের বইয়ে পাবেন আপনারা যে উনি স্পষ্ট বলেছেন একটা জরিপ হচ্ছে তখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আপনার অনুমান কত তো শেখ সাহেব তো 10 তারিখে মুক্তি পেয়ে লন্ডনে ভারত থেকে হয়ে ঢাকায় এসেছেন উনার তো তখন অনুমান করার কোন সুযোগ ছিল উনি তো জানতেন দেশে কি হয়েছে তো উনাকে কেউ একজন বলেছে 3 লাখ উনি আমি যতটুকু জেনেছি এবং উনি
তিন লাখ টাকে মানে বাংলায় যেমন লাখের পরে হাজারের পরে লাখ উনি থাউজন্ড এর পরে মিলিয়নের মধ্যে যে পার্থক্য হাজারের পরে লাখের দুইটা শূন্য আর থাউজন্ড এর পরে মিলিয়নের মধ্যে তিনটা শূন্য এইটা উনার জানা ছিল না এই কারণে উনি থ্রি মিলিয়ন বলেছেন তিন লাখ টাকায় সেইভাবে 30 লাখ হয়ে গেছে এটা তিন লাখটা সঠিক সংখ্যা নিয়ে কিনা পাঁচ লাখ হোক 10 লাখ হোক একটা সঠিক জরিপ হতে হবে জরিপ না হয়ে একজন ব্যক্তির কথার উপরে একটা দেশের ইতিহাস তৈরি হতে পারে না তিনি যেই হোক আল্লাহর কথার উপরে আল্লাহর নিজের প্রয়োজন যে আল্লাহ এতগুলো প্রমাণ দিতে পারে রসূল যদি
এরকম কথা বলতে পারে তাহলে একজন ব্যক্তি আমি উনার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কথা বলতে চাই না আপনারা উনার আত্মজীবনে পড়লে অনেক কিছু জানতে পারবেন শেখ সাহেবের অসমাপ্ত অসমাপ্ত আত্মজীবনের বইটা পড়ে দেখেন আপনি উনি লিখেছেন উনি 22 বছরে থার্ড ডিভিশনে ম্যাট্রিক পাশ করেছেন এগুলো উনার নিজের লেখা আমার কথা না আপনারা পড়ে দেখেন যাই হোক উনি তিন লাখ বলতে গিয়ে থ্রি মিলিয়ন বলেছেন ওইটা 30 লাখ হয়েছে 3 লাখ হোক 30 লাখ হোক তিন কোটি হোক একটা জরিপ ছাড়া এ ধরনের কোন সংখ্যা প্রতিষ্ঠিত হতে পারে না সেটা স্পষ্ট সুতরাং আমার উত্তরে আর কোন এখানে সন্দেহ থাকার অবকাশ নাই
এটা জরিপ হবে এখনো 71 এর প্রজন্মের বহুত লোক আছে ওখানে তখন বেঁচে ছিল সারা বাংলাদেশে একটা আনুষ্ঠানিক জরিপ হয়ে এটা সরকার প্রবেশ করবে আপনার দ্বিতীয় প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আপনিই বলে দিয়েছেন এটা অপবাদ তো আমার তো আর কিছু বলার থাকে না উনি যদি কোন অপরাধ করে থাকতেন আপনারা যারা ট্রাইবুনালে আমি উনার পক্ষে সাক্ষী দিয়েছি তারা 16 17 জন সাক্ষী দিয়েছে ট্রাইবুনালের চেয়ারম্যান খোলা আদালতে বলেছে যে সরকার পক্ষ উনার বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণ করতে পারেনি আমি বিস্মিত যে একজন বিচারক এই কথা বলার পরে উনি বলেছেন যে উনি নিজে ক্ষতিয়ে দেখেছেন বিচারক কি কোনদিন অভিযোগ আসলেই তাকে
মানে শাস্তি দিতে হবে এটা বিচারকের কাজ নাকি বাদীপক্ষ প্রমাণ করতে পারলে বিচারকের কাজ আমি আপনার কাছে প্রশ্ন রাখছি বিচারকের কাজ হলো বাদীপক্ষ যদি প্রমাণ করতে পারে যদি বাদীপক্ষ প্রমাণ করতে পারে তাহলে প্রমাণ হিসেবে রায় দিবে না হলে খালাস দিবে উনি খোলা আদালতে যারা ছিল আপনি জিজ্ঞাসা করে দেখতেছেন খোলা আদালতে বলেছেন বাদীর পক্ষে কিছু প্রমাণ করতে পারেনি উনার উনার অভিযোগ প্রমাণিত হয়নি কিন্তু উনি এটাও বলেছেন যে উনারা তদন্ত করে দেখেছেন কি তদন্ত করেছেন না করেছেন এটা কোন পরিষ্কার নয় আমাদের কাছে তো এটার উপর উনি রায় দেওয়া তো একটা হাস্যকর এটা প্রফেশনের ট্রাইবুনাল এটার মধ্যে শুধু ইন্টারন্যাশনাল
ক্রাইমস ট্রাইবুনালের মধ্যে শুধু ইন্টারন্যাশনাল শব্দটাই ইন্টারন্যাশনাল আর কোন কিছু ইন্টারন্যাশনাল নয় আপনার ট্রাইবুনালের প্রথম চেয়ারম্যান ছিল যে নাসিম সাহেব সম্ভবত নামটা যদি ভুল না করে থাকি উনি যে স্ট্রাইক কেলেংকারী করেছে এটা আপনারা জানেন এবং উনি 91 সালের যখন জামাত বিএনপি কে সমর্থন দিল আওয়ামী লীগ তিনটা মন্ত্রী সাতটা মহিলা এমপি পদ অফার করার পরেও তাদেরকে সমর্থন না দিয়ে জামাত বিএনকে সমর্থন দিল তারপরে তারা আওয়ামী তাদের বি টিম দিয়ে তারা ঘাতক কমিটিকে প্রতিক বিচার করলে তারা রায় করলো তখনও কিন্তু তারা উনাকে যুদ্ধ করে দিতে পারেনি তারা ঘাতক বলেছে সারাজীবন তারা ঘাতকই বলেছে হঠাৎ করে তারা 1971 এর
30 বছর পরে কেন তারা এই মুক্তি ইয়ার নাম দিল যুদ্ধের নাম দিল আমি যাই যুদ্ধ বিচার হোক আপনারা কেন 195 জন যুদ্ধ অপরাধ মুক্তিতে ছেড়ে দিলেন শেখ সাহেব যারা পাকিস্তানের অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলেন শেখ সাহেব তাদেরকে দালাল লাইন করেছিলেন কয়েকজনের বিচার করার পরে কোন শাখ রহমান না উনি বাতিল নিজেই করে দিয়ে গেছেন তারপর স্বাধীনতা এটার পর কি ধরনের তামাশা আমি তো মনে করি এখানে বিদেশে চক্রের ষড়যন্ত্র আছে আর উনার বিরুদ্ধে তথ্য প্রচারণা করার পরে উনার যেই বর্ণাঢ্য জানাজা হয়েছে এদেশের মানুষ যে উনাকে রাজকীয়ভাবে বিদায় করে দিয়েছে এটা প্রমাণ করেছে এদেশে উনি ইতিহাসের মুকুঠহীন রাজা আমি
দৃঢ়ভাবে বলতে চাই উনি ইতিহাসে বাংলাদেশের না শুধু উনি একজন সর্বকালের আমি বলবো না বিবিসি জরিপ করেছে সর্বকালের এটা তো তার তামাশা সর্বকালের ভবিষ্যতের কথা তারা জানে কেমনে অদৃশ্যের মালিক শুধু আল্লাহ গায়েব ভবিষ্যতের আল্লাহ সুতরাং বিবিসি সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ জরিপ করেছেন এটা হাস্যকর তারা ভবিষ্যতের কথা বলতে পারে না আজকে থেকে 100 বছর পরে কোন ভালো বাঙালি হবে কিনা তো বিবিসি তো বলছেন কি করে এই ধরনের টাইটেল দিয়ে তামাশা করে আমি জানিনা কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বাঙালি উনি একজন মেধাবী বিচার স্কুলে পরবর্ত ফাস্ট হয়েছেন এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত উনি মেধা তালিকায়
পাশ করেছেন উনি ডাকসুর জিএস ছিলেন উনি ফুটবল ভিপি ছিলেন উনি রাষ্ট্রভাষা পাকিস্তান সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে উনি প্রথম ব্যক্তি ডাকসুর জিএস হিসেবে উনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কাছে লিয়াকত আলী ঢাকা জিমনেশিয়া ঢাকা ইউনিভার্সিটি বিশ্ববিদ্যালয় জিমনেশিয়ামের মাঠে ছাত্র জননেতার তুমূল করার জন্য এই উনি মেমোরেন্ডাম পেশ করেছেন উনি ভাষা আন্দোলন করতে গিয়ে 52 সালে জেল খেটেছেন 48 সালে জেল খেটেছেন 55 সালে উনাকে জেলখানা করা হয়েছে উনাকে চাকরি দিয়ে বহিষ্কার করা হয়েছে তো উনার অবদান এই দেশের গণতন্ত্র উনি যদি 1951 সালে 91 সালে আপনার বিএনপি জামাত জামাত যদি বিএনপি আওয়ামী কাউকে মানে কোন সমর্থন না দিত তাহলে এদেশের গণতন্ত্র ক্রাইসিস হয়েছে
এই গণতান্ত্রিক উত্তরণের জন্য উনি বিনা শর্তে বিএনপিকে সমর্থন দিয়েছেন অধ্যাপক গোলাম আজমের অবদানে দেশের রাজনীতিতে একদিন মানুষ এখন না বসলে বুঝবে এই উনি ইতিহাসে শুধু সর্বশ্রেষ্ঠ বাংলাদেশের নাম উনি সর্বশ্রেষ্ঠ বাংলাদেশী উনার মত মেধাবী উনার মত দূরদর্শী উনার মত প্রাজ্ঞ এই দেশে আমরা অভাগা জাতি আমার বাবা বলে বলছেন আমরা অভাগা জাতি যে চোর বাটপার গুন্ডা বদমাশ এদেশ লুটপাট করেছে এদেশ রাজনীতি করেছে এদেশ ক্ষমতায় থেকেছে উনার মত একজন সৎ খাঁটি দেশপ্রেমিক ব্যক্তি এদেশের মানে মানুষ আমরা সেবা পেলাম না উনার আপনি নিজেই উত্তর দিয়েছেন এগুলো সব অপবাদ যারা উনার প্রতি অপবাদ পড়েছে উনার জানাজা উনার এদেশের ইতিহাস পৃথিবীতে
সারা পৃথিবীতে প্রায় 4000 জানাজা কাবা শরীফের মধ্যে 100 এর মত জানাজা হয়েছে এদেশের ইতিহাসে কেন পৃথিবীর ইতিহাসে এত বড় জানাজা হয়েছে কিনা আমি জানিনা উনার লাস্ট নিয়ে যে বর্ণাঢ্য র্যালি হয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম বড় র্যালি হয়েছে কিনা আমি জানিনা এটার মাধ্যমে যারা উনার বিরুদ্ধে তাদের গালে একটা জুতার বাড়ি লাগানো উচিত কথা তাদের মুখ খোলা কথা না উনার বিরুদ্ধে উনার মানবিতা বিরোধী অপবাদগুলো তো অপবাদ আপনিই বলেছেন উনি উনি কোন মানবতা বিরোধী অপবাদ করেন নাই আমি দৃঢ়ভাবে এটা তো প্রসিকিউশনের প্রফেশনের ট্রাইবুলের চেয়ারম্যান নিজে খোদা বলেছে যে প্রসিকিউশন প্রমাণ করতে পারেননি এরপর আর কথা থাকে কিনা এটা নিয়ে
এটা নিয়ে আর কোন কথা থাকার কোন অবকাশ নাই আমরা তো সুপ্রিম কোর্টে গিয়েছিলাম এর আগে উনি আল্লাহ উনাকে নিয়ে গেছেন সুপ্রিম কোর্টে যদি ন্যায়বিচার হতো আমি শতভাগ গ্যারান্টি দিয়ে বলছি উনার বিরুদ্ধে একটা প্রমাণ নাই উনার বিরুদ্ধে নাগরিকত্ব মামলায় সরকার পক্ষ ও হেরে গিয়ে আপিল বিবাস আপিল বিগার পাঁচজন বিচারপতি সর্বসম্মতভাবে আমি উনাকে বলেছি উনার বিরুদ্ধে কোন মানবিক অবতার কোন অপমান নেই উনি সর্বসম্মতভাবে উনার পক্ষে রায় দিয়ে উনি নাগরিক হয়েছেন এদেশের নাগরিকত্ব ফিরে পেয়েছেন 23 বছর জুলুম করে উনার নাগরিকত্ব হরণ করে রাখা হয়েছিল জনগণের নেতাকে জনগণের দূরে রাখা হয়েছিল ওই যে পাঁচজন বিচারপতি তারা এই দেশের বিচার
বিভাগের সব উজ্জ্বল নক্ষত্র আপনারা খোঁজ নিয়ে দেখেন চারজন বিচারপতি প্রধান বিচারপতি হয়েছে আরেকজন বয়সের জননে সম্ভবত এর আগে উনারা রিটায়ারমেন্ট করেছেন তারা সর্বসম্মত রায় দিয়েছেন যে উনার উনি একজন খাট্টিকার দেশপনার বিরুদ্ধে কোন অপবাদ নেই কোন অপরাধের অভিযোগ নেই উনি পাকিস্তান সরকারের সাথে অখন্ড পাকিস্তানের পক্ষে ছিলেন অখন্ড পাকিস্তানের পক্ষ থাকা কোন অপরাধ নয় এটা রাজনৈতিক সিদ্ধান্ত 1947 সালে ফরজুল সোর্দির মত ব্যক্তিরা এদেশে প্রধানমন্ত্রী হয়েছেন উনারাও এই পাকিস্তানের পক্ষে ছিলেন না উনারা এই টু নেশন থিওরি যেটা পাকিস্তান ভারত উনারা চেয়েছিলেন বাংলাদেশ পাকিস্তান ভারত তিনটা রাষ্ট্র হবে তো যেটা লাহোর রেজুলেশনের মানে লাহোর প্রস্তাবে ফজরুল হক পেশেন 1940
সালে তারপরে উনারা এদেশের প্রদেশ মানে মুখ্যমন্ত্রী হয়েছেন তো উনারা রাজনৈতিক সিদ্ধান্ত যে ভিন্ন কথা অধ্যাপক কোন মানবতা বের হচ্ছে সেটা নয় আমি আপনাদেরকে সময়ের অভাবে দিচ্ছি না উনি আওয়ামী লীগ বিএনপি নির্বিশেষে উনি লোকজনকে আশ্রয় দিয়েছেন উনার যারা ছুটে এসেছে আমি একজনেরও দেই শেখ সাহেবের আপন ভগ্নিপতি আমার নামটা মনে উনার ভাই জাস্ট ভগ্নিপতির ভাই থেকে এটা youtube এ আপনারা সার্চ দিলে পাবেন সাইফুদ্দিন চৌধুরী সূর্য উনি নিজে এটা একটা উনার ভিডিও আছে যে উনি আমাদের উনার উনাকে ধরে নিয়ে গেছিল পাকিস্তান আর্মি উনার স্ত্রী আমার বাসায় এসে আমার বাবাকে বলেছেন আমার বাবা সাথে সাথে পাকিস্তান সেনা কর্তৃপক্ষের সাথে
যোগাযোগ করেছে উনাকে পাখরা টিকটক লন্ডের সামনে উনাকে গাড়িতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে যে কোন গোলাম আজম তোর নামে সুপারিশ করেছে আমি তোকে ছেড়ে দিলাম উনি ওখান থেকে আমাদের বাসায় এসেছে আব্বার কাছে বলেছে এবং উনি খুব অসহায়ের মত বলেছে আমার পাঁচটা মানে যুবতী মেয়ে সবচেয়ে ছোট মেয়ে তখন ক্লাস নাইনে পড়ে বাকিরা কলেজ ইউনিভার্সিটিতে পড়ে আর ছোট একটা ছেলে আমি খুব অসহায় অবস্থায় এবং উনি উনার পরিবার এই উনি উনার স্ত্রী পাঁচ মেয়ে এক ছেলে আমাদের বাসায় আমরা জায়গা দিয়েছি আমাদের বাসায় মাসের পর মাস থেকেছে আমাদের বাসায় থাকা খাওয়ার ব্যবস্থা উনাদের ব্যবস্থা করে যতদিন থাকতেছে উনার থেকেছে উনি
দলমত নিবে যে উনার কাছে এসেছে উনি তাদের সাহায্য করার চেষ্টা করেছে উনাকে যারা কুচক্রী মহল বিদেশী প্রভুদের ইঙ্গিতে ইশারায় অর্থ লোভে তারা বিদেশীদের মাস্টার রোলে আছে তারা এ সমস্ত লোকজন এবং তাদের দোষরা তাদের দালালরা এই সমস্ত কথা বলে কোন প্রমাণহীন কোন এগুলো অপবাদ আপনার এক কথায় আপনি বলে গিয়েছেন সুতরাং এ কথা নিয়ে আর কোন প্রশ্ন আসে না এগুলো সমস্ত অপবাদ মিথ্যাচার নির্লজ্জ মিথ্যাচার তাদের তো এখন আর এগুলো মুখে আনারই কথা নাই জানাজার পরে দেশের মানুষ উনাকে ইতিহাসে বাংলাদেশের মুখীন রাজা বানিয়ে বিজয় দিয়েছে উনাকে এদেশের মানুষ মাথায় উঠিয়ে রাখা উচিত ধন্যবাদ আসসালামু আলাইকুম আমি সাগর দৈনিক
পত্রিকার অপরাধ বিষয়ক সাংবাদিক আপনার কাছে আমার তিনটি প্রশ্ন একটা হচ্ছে আপনার কেন আয়না ঘরে আটকে রাখা হয়েছিল আপনার নানান জিজ্ঞাসাবাদ করা হয়েছে সেখান থেকে আপনার কি মনে হয় যে আপনাকে কেন সেখানে আটকে রাখা হয়েছিল এক দুই হচ্ছে যে আপনি বলেছেন জাতিসংঘেরটা পরিবর্তন করা দরকার এবং সংবিধানটা পরিবর্তন করা দরকার আপনি এই দুইটা জিনিস পরিবর্তনের পিছনে কারণটা বলেছেন আমি শুধু জানতে চাই যে এগুলো পরিবর্তন করে কোন ধরনের জাতিসংগীত এবং কোন ধরনের সংবিধান আপনি দেখতে চান তিন আপনাকে যে অন্যায় ভাবে আট বছর আটকিয়ে রাখা হয়েছিল এটার ব্যাপারে আপনি কোন আইনি পদক্ষেপ নিবেন কিনা সেই সাথে জানতে চাই যে
আপনি রাজনীতিতে সক্রিয় হচ্ছেন কিনা ধন্যবাদ না আপনি তো চারটা প্রশ্ন করলেন তাহলে আচ্ছা আমি আপনার একটা একটা জবাব দিয়েছি আপনার প্রথম প্রশ্নের জবাব কিন্তু আমি প্রথমেই বলেছি আমাকে আটকে রেখেছিল দুটা কারণে দুটা কারণে এক আমার পত্রিক পরিচয় তার চেয়ে বড় কারণ আমি আমার মনে করেন জামাত ইসলামের আরো অনেক নেতার ছেলে আছে আর কাউকে এভাবে আটকে রাখেনি মীর কাসেমী সাহেবের ছেলে সে তার বাবার বিরুদ্ধে মামলার বিরুদ্ধে সে সোচ্চার ছিল ব্যারিস্টার হিসেবে এটার জন্য তাকে কিন্তু জামাতে ইসলাম আরো অন্য কোন নেতার ছেলে কিন্তু আটকে রাখেনি তাদের বড় ভয় ছিল আমি ভারতের বিরুদ্ধে এত সোচ্চার এটা তাদের বড়
ভয় তা আমি এখনো বলছি আমি যে খাঁটি দেশপ্রেমী হিসেবে এখনো বলছি আমি সৎ প্রতিবেশী বন্ধু চাই কিন্তু যে বন্ধু আমার ক্ষতি করে তাকে আমি শত্রু ছাড়া বন্ধু ভাবতে পারি না শুধু আমি যতদিন ভারত বন্ধুর সহ আচরণ করবে আমি তাকে বুকে জড়িয়ে ধরবো কিন্তু ভারত যদি শত্রুর মত আলোচন করে আমি তাকে শত্রুই ভাববো এবং আমি তাকে শত্রুই বলে যাব এবং এটাই আমার মূল অপরাধ এবং ওখানকার নিচের লেভেলে আমাকে একজন বলেছে আপনি বিদেশী শক্তির গভীর ষড়যন্ত্রের শিকার আমি তার পরিচয় জানিনা মুক্ত এভাবে ঢাকা থাকে কিন্তু আমাকে গোপনে বলেছে এবং আমি দৃঢ়ভাবে আমাকে তারা না হলে জিজ্ঞাসা করবে
কেন আপনার ভারতের বিরুদ্ধে এত সোচ্চার কেন এবং এই একটা প্রশ্ন করার সময় খুব ক্ষুদ্রভাবে প্রশ্ন করেছে তো আমার কোন সন্দেহ নাই এটাতে যে আমার মূল অপরাধ আমি ভীরদের বিরুদ্ধে সোচ্চার আমার মূল এটা হলো দ্বিতীয়ত আমার বাবার পরিচয় এ দুইটা মিলে আমাকে আচ্ছা সংবিধান এবং জাতীয় সংগীত আমি জাতীয় সংগীত আমি সরকারের এই সরকারের উপরে ছেড়ে দিলাম কিন্তু এই জাতীয় সংগীত যেটা আছে আমাদের এটা আমাদের স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের পরিপূর্ণ যেমনে পরিষ্কার করে বলেছি এটা দুই বাংলা এক করার জন্য এই এই জাতীয় সংগীত এইটা রবীন্দ্রনাথ রচনা করেছিল বঙ্গভঙ্গের রথ আন্দোলনের সময় গড়ের মাঠে সে এটা প্রথম উপস্থাপন করে
কলকাতার গড়ের মাঠে তো যেই সংগীত দুই বাংলা এক করার জন্য সংগীত এটা কি করে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংগীত হতে পারে এটা 1971 সালে ভারত আমাদের উপর চাপিয়ে দিয়েছিল এবং আমাদের অস্থায়ী সরকার প্রবৃতির হুকুমে এটা মেনে নিয়েছিল এটার পরিবর্তন হওয়া দরকার কোনটা হওয়া দরকার এটা নিয়ে সরকারের কমিটি করুক অনেক সুন্দর সুন্দর গান আছে আমার আমাদের ধনধান্যে পুষ্পাক একটা সুন্দর গান আছে এমন দেশটি কোথাও খুঁজে পাবে না তারপরে খাঁটি সোনার চেয়ে খাটিয়ে আমার দেশের মাটি একটা আছে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশের একটা গান আছে যে বাংলাদেশ যেটাই হোক আমার কোন আপত্তি নাই আমার আপত্তি হলো বাংলাদেশকে তুলে
ধরার জন্য এই জাতীয় সংগীত বাংলাদেশের রাজিন্দ্রনাথের অস্তিত্বের পরিবর্তে এটা বাদ দিয়ে সরকারের একটা কমিটি হলো দেশপ্রেমিক সাংবিধানিক যেকোনো যে কমিটি ভাবে সরকার ভালো মনে করে তাদেরকে যে কমিটি করে জাতীয় সংগীত এখানে নতুন করে তৈরি করা উচিত আর সংবিধান পরিবর্তনের জন্য তো এটা বিরাট ব্যাপার সংবিধানটা মানবাধিকার পূর্ণ নিশ্চিত করতে হবে সংবিধানে সশস্ত্র বাহিনীর সদস্যদের আইনি আইন তাদের বিরুদ্ধে অন্যায় হলে আইনের আশ্রয়ের কোন সুযোগ নাই এটাকে বাতিল করতে হবে কারণ সশস্ত্র বাহিনীর সদীপ এখন আমার ধারণা মধ্যে দুই লক্ষের অধিক হবে আরো অনেক বেশি হবে আমি যখন নিয়ে গেছে তখন দুই লক্ষ এর মধ্যে অনেক মানে বৃদ্ধি পেয়েছে
তো এই আমরা কি মানুষ না সশস্ত্র বাহিনী এই যে শত শত অফিসারকে তাদেরকে বরখাস্ত করেছে তাদেরকে তারা কি মানুষ নয় তো তাদের কোন মানবাধিকার নাই আমি ডক্টর কামাল হোসেনকে একবার প্রশ্ন করেছিলাম কোন এক ফোরামে যে আপনি মানবাধিকার মানবাধিকার কথা বলেন অথচ আপনার সংবিধানের সেনাবাহিনীর কোন সেনাবাহিনীকে এত সদস্যকে আপনি মানব মনে করেন না তাদের কেন আইনের আশ্রয় নেওয়ার অধিকার নাই উনি কোন সদত্ত্ব দিতে পারেন নাই আমাকে তো এগুলি এই সমস্ত মানবাধিকার পরিবন্ধে যত আইন আছে এগুলি বাতিল করে এগুলি বাতিল করে নতুন করে সংবিধান আমেরিকার সংবিধানে এদেশের সকল ধর্ম নির্বিশেষে সকলের আবেগের প্রতিফলন হবে আর যেহেতু আমরা
মুসলিম দেশে 90 ভাগ কেউ বলে 92 ভাগ 93 ভাগ যতই হোক 90 প্লাস মুসলমান এই মুসলমানদের একটা আল্লাহর আইনের বিরোধী কোন আইন সংবিধানে থাকতে পারবে না ওখানে আমাদের সংবিধানে একটা কথা আছে জনগণ সার্বভৌমত্বের মালিক জনগণ সার্বভৌমত্বের মালিক নয় সার্বভৌমত্বের মালিক একমাত্র আল্লাহ জনগণ যদি এখন আইন পাশ করে মদ খাওয়া হালাল তাহলে কি মদ খাওয়া হালাল হয়ে যাবে যদি এমপিরা 300 এমপি মিলে পাশ করে মদ খাওয়া হালাল তাহলে কি আপনি মদ খাওয়া হালাল বলবেন আল্লাহর এর বিরুদ্ধে কোন আইন পাশ হতে পারে না জনগণ সার্বভৌমতের মালিক হতে পারে না সুতরাং সংবিধানে এটাও ইনক্লুড করতে হবে আল্লাহর আইনের
পরিবন্ধী কোন আইন এই সংবিধানে যেন মনে করো সংসদের কোন অধিকার থাকবে না এ ধরনের একটা আইন সংযোজন করে একটা আমাদের মুসলিম চেতনার আইন মুসলিম চেতনা প্রতিফলন করে একটা আইন এখানে সংবিধান সংযোজন করে নতুন করে আমি তো সংবিধান বিশেষজ্ঞ যারা বিশেষজ্ঞ আছেন তাদেরকে যে উচ্চ পর্যায়ের কমিটি করে করা হোক আমার ব্যাপারে জানতে চেয়েছেন যে আমি আইনি প্রক্রিয়া নিব কিনা আমাকে সেনাপ্রধান নিজে আমি বলতে চাই সেনাপ্রধান নিজে একটা কমিটি করেছেন এবং উনি নিজে আমার সাথে দেখা করে বলেছেন এবং উনি আমি আমার চাকরিতে এত উঁচু পর্যায়ের কোন কমিটি দেখিনি এমনকি বিডিআর হত্যাকাণ্ডে যে সেনাবাহিনী কমিটি এটাও অত উঁচু
পর্যায়ে ছিল না একজন লেফটেনেন্ট জেনারেলের নেতৃত্বে একজন মেজর জেনারেল তিনজন জেনারেল পাঁচজনের সমান একটা কমিটি করেছেন তাদের সাথে অলরেডি আমার চার ঘন্টার মিটিং হয়েছে অনেক ফলপ্রস আলোচনা হয়েছে এবং তারা আমাকে আল্লাহর নামে শপথ করে বলেছে তারা অনুরাগ বা বিরাগের বরাবর না হয়ে তারা সত্য উদ্ধারণ করবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেনাপ্রধান আমাকে এই কমিটি মিলে তারা সত্য ধারণ করবে এবং আমি বিশ্বাস করি তারা এটা যথাযথ ব্যবস্থা করবে এবং এটার বিরুদ্ধে তারপরে আমি উনি সেনাবাহিনী আইনগত মানে সেনাবাহিনী আভ্যন্তরীণ ব্যবস্থা করার পরে আমি চিন্তা করব যে তো সেনাবাহিনী এটা করেনি এটা প্রথম কথা সরকার কোন একটা বাহিনী দিয়ে
করেছে কোন বাহিনী করেছে এটা প্রশ্ন এখন সরকার বিভিন্ন বাহিনী ছিল আপনারা জানেন জনাব হাসানুর রহমান কর্নেল হাসিনুর রহমান সম্ভবত দুই বছর আগে না তিন বছরের মুক্তি পেয়ে সে সম্ভবত আমাকে বলেছে যে সে ডিজিএফআই এর আয়না করে আমাকে দেখিয়েছে আমি জানিনা আমি তাদেরকে বলেছি তোমরা ফাইন্ড আউট করো এবং সেটার প্রধান আমাকে কথা বলেছে কথা দিয়েছেন যদি সে ডিজিএফআই করে থাকে তাহলে উনি অবশ্য সংশ্লিষ্ট অফিসারদের বিরুদ্ধে আইনগণ ব্যবস্থাপন নিবেন তো আমি স্পষ্ট করে বলতে চাই ডিজিএফআই কিন্তু সেনাবাহিনীর অধীনস্থ কোন এটা তিন বাহিনীর একটা সংগঠন এটা সরাসরি প্রধানমন্ত্রীর অধীনে সেনাপ্রধানের কোন নিয়ন্ত্রণ নাই এই বাহিনীর উপরে নৌবাহিনীর প্রধান
বিভিন্ন কারো নিয়ন্ত্রণ নাই এটা তিন বাহিনীর অফিসারদের বা বিভিন্ন পদের সৈনিকদের সমন্বয় এটা গঠিত একটা সংগঠন কিন্তু সরাসরি প্রধানমন্ত্রী সামরিক উপদেষ্টা এবং ডিজি ডিজে ভাই এই হলো চ্যানেল সুতরাং এটার সাথে আপনার সেনাবাহিনীকে জড়িত করবেন না প্রিয় সেনাবাহিনীকে বাইরে রাখেন এখানে যারা অফিসার ছিল তারা যদি অন্যায় করে থাকে সেনাপ্রধান সাহেবের আইনের ব্যবস্থা নিবেন এবং তার পরবর্তীতে আমি শারীরিকভাবে এটার বিরুদ্ধে আমার এই ঘুমের বিরুদ্ধে অবশ্যই যারা হুকুমদাতা যারা উপদেশতা পরামর্শদাতা সবাই এটার জন্য শাস্তি পাবে আমি এটার জন্য সরকারের কাছে আবেদন জানাই আইনগত কিভাবে কি করবো না করবো এগুলি আমি আদালতে আমার আইনগরের সাথে আলোচনা করে তারপরে আমার
এটার সিদ্ধান্ত নিতে হবে আপনি একটা প্রশ্ন এখানে করেছেন তিনটা প্রশ্ন করবে আপনার চতুর্থ প্রশ্ন ছিল যে আমি রাজনীতিতে সম্পৃক্ত হবো কিনা আমি এখনো চিকিৎসাধীন এ সমস্ত নিয়ে আমি এখনো কোন চিন্তা করিনি আমি এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার সুযোগ বহুত আল্লাহ দিবে সময় দিবে তখন আমি দেশপ্রেমিক দেশের জন্য কাজ করতে চাই আল্লাহ আমাকে যেভাবে কাজ করে আমি সেভাবে কাজ করতে চাই আমার আপনারা দোয়া করেন আল্লাহ যেন আমাকে দেশের জন্য এদেশের মানুষের জন্য কাজ করার সুযোগ দেন এবং সাহায্য করেন তো আমার একচুয়ালি সেনাপ্রধানের সাথে আমার অ্যাপয়েন্টমেন্টের টাইম হয়েছে আপনাদের যদি খুব বেশি গুরুত্বপূর্ণ কোন প্রশ্ন থাকে তাহলে
বলতে পারেন না হলে আমাকে আজকে হয়তো এখানে আমি আবার আপনাদের সাথে কথা বলবো ইনশাল্লাহ আমি আশাবাদী আমি আজকে অনেক সময় নিয়ে গিয়েছি আপনাদের আপনারা যদি খুব গুরুত্বপূর্ণ থাকে তাহলে আরেকটা লাস্ট প্রশ্ন করতে পারেন আমি আমার কোন সমস্যা ছিল না কিন্তু সেনাপ্রধানের সাথে যেহেতু আমি প্রতিশ্রুতি দিয়েছি যে উনার ওখানে আমি যাব এজন্য আমার আর দেরি করা সম্ভব হচ্ছে না আপনারা যদি খুব বেশি গুরুত্বপূর্ণ হয় একটা প্রশ্ন করতে পারেন ধন্যবাদ শেষ প্রশ্ন আজকের জি আসসালামু আলাইকুম জয় আমি বাংলা ট্রিবিউনে কাজ করি বাংলা ভিশনে বাংলা ট্রিবিউন বাংলা বাংলা জি বাংলা ট্রিবিউন জি সরি জি আপনার কাছে আমার দুটি
প্রশ্ন সেটি হচ্ছে যে আপনি কি জামায়াতে ইসলামীতে যোগ দিবেন কিনা বা আছেন কিনা দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে আমরা জানি যে ট্রাইবুনালে আপনার বাবার সার্কা হয়েছিল সেই ব্যাপারে আপনাদের অবস্থান কি এবং এর বিরুদ্ধে বা এর বিপরীতে আপনারা কোন ব্যবস্থা নিবেন কিনা ধন্যবাদ আপনার দুইটা প্রশ্ন নিয়েই আমি জবাব অলরেডি দিয়ে দিয়েছি আমি তো রাজনীতির ব্যাপারে বলেছি যে আমি এখনো রাজনীতিতে যোগদান করবো কি করবো না এই ব্যাপারে আমি এখন পর্যন্ত কোন সিদ্ধান্ত নেইনি সুতরাং এটা তো জবাব আমি দিয়ে দিয়েছি যদি যোগদান করার সিদ্ধান্ত নেই তখন কোন দলে যোগদান করবো সেটা প্রশ্ন আসে আমি এখন যোগদান করবো এটা সিদ্ধান্ত নেইনি
আমি এখনো আমি দেশের জন্য কাজ করতে চাই দেশবাসীর উন্নয়নের জন্য কাজ করতে চাই কি ফর্মে কাজ করবে কিভাবে কাজ আল্লাহ আমাকে কিভাবে কাজ করতে পারবে এটা সময় বলে দিবে এটা আপনারা সময় দেখতে পাবেন আর দ্বিতীয় প্রশ্ন হলো যে ট্রাইবুনালে তো আমরা এখন আগেও বলেছি এখনো বলেছি এবং ট্রাইবুনালের চেয়ারম্যান বলেছে এগুলো তো সব অপবাদ এগুলো প্রমাণিত নয় মিথ্যা এগুলো সব তো এটা আমরা আপিল করেছিলাম সুপ্রিম কোর্টে উনি তো সুপ্রিম কোর্ট এর রায়ের আগেই উনি ইন্তেকাল করেছেন এবং এই মামলাটা ডিসমিস হয়ে গেছে তো এটা নিয়ে তো এখন আর কথা বলার কোন মানে অর্থই তবে আমি দৃঢ়ভাবে আবারো
বলছি অধ্যাপক গোলাম আজম ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মাঙ্গারী উনার বিরুদ্ধে যা বলা হয়েছে এগুলি সব সব ভারতের দালাল এগুলি সব ভারতের রয়ের মানে মাস্টার রোলের তারা বেতন পায় এবং তারা তাদের যারা চাটুকার তাদের যারা তোষামত করে তারাই এগুলি বলেছে খাটিঘাত দেশপ্রেমে যদি বলতো উনার জানাজা ইতিহাসের সর্ব বৃহৎ জানাজা হতো না পাঁচ সাত লাখ জানাজা হয়েছে মানুষ যেভাবে চোখের পানির জন্য বিদায় দিয়েছে পৃথিবীর ইতিহাসে এরকম নেই যদি উনি অন্যায় করতেন অপরাধ করতেন কোন অপরাধীর অন্যায়ের এই ধরনের জানাজা হতে পারে না সারা পৃথিবীর 4000 এর মত জানাজা হয়েছে এটা হতে পারে না আমেরিকায় 100 এর উপরে রয়েছে সব মক্কাতে
100 এর উপরে জানাজা হয়েছে এ ভালো খারাপ মানুষ হলে আমি এখানে বলতে চাই না যে আপনারা বই পড়ে দেখেন তিনটি সামরিক অভ্যুত না বলা কিছু কর্নেল হামিদ কৃতি রানী হামিদ বাবারু কৃতি দাবারু রানী হামিদের স্বামী ফুটবলার কাছে আহমেদের বাবার লেখা বই তিনটা সামরিক না বলে কিছু কথা আপনি দেখেন শেখ সাহেবের জানা যে 17 জন না 18 জন মাত্র লোক হয়েছে তো একজন যদি মানুষ খারাপ মানুষ হয় আল্লাহ কোনদিন তার জানাজা মানুষ যেভাবে কেঁদেছে আপনার জানাজা দেখেন ওটাই আপনাদের উত্তর বলে দিবে আমার কিছু বলতে হবে না উনি একজন আমার দেখা উনি শ্রেষ্ঠ মুসলমান মানুষ আমার দেখা
উনি শ্রেষ্ঠ মুত্তাকী মানুষ উনি ফেরেশতা আমরা অভাগা জাতি উনার খেদমত পেলাম না এটা আমাদের দুর্ভাগ্য আমার বাবা বলে বলছি না আমি উনাকে কাছে থেকে সারাটা জীবন দেখেছি আমি একটা মানুষ হিসেবে বলছি আল্লাহর নামে কসম করে বলছি আমি অনুরাগের বশবর্তী আবেগের বসব কথা বলছি না আমি একটা মানুষ হিসেবে বলছি আপনারা যারা উনাকে ব্যক্তিগতভাবে জানেন জানি চেনেন তাদের কাছে জিজ্ঞাসা করে দেখেন আর না হলে এত প্রচারণা করে এত বড় এত বড় জানাজা হবে কেন আমাকে আপনারা বলেন সুতরাং এটা একটা অবান্তর ইস্যু এখন উনি ইন্তেকাল করেছেন এবং এই দেশের মানুষ প্রমাণ করে দিয়েছে যে এই দেশের মুকুঠহীন রাজা
উনি ক্ষমতার লোভ নেই নেই উনি বহুবার পাকিস্তানের নাম উনি দুইবার মন্ত্রী হওয়ার সুযোগ ছিল 91 সালে উনি মন্ত্রী হয়ে আওয়ামী লীগের সমাজের সমর্থন দিতে পারতেন উনি 2001 2000 সালে মন্ত্রী হতে পারতেন উনি কোনভাবে মন্ত্রী হয় নাই উনি প্রতিবারই বলেছে আমি সরকারে থাকলে সরকারের অন্যায় এবং আমি সমালোচনা করতে পারবো না এজন্য আমি সরকারের অংশ হয়ে কখনো থাকতে চাই না না হলে উনার চারবার সুযোগ ছিল উনি মন্ত্রী হননি উনার 1969 সালে আইএফ এর পতনের পরে ইয়া খান ক্ষমতা নিল মন্ত্রী করলেন মোমেন খানকে সরিয়ে এমএ এক ঘটনাকে উনি মন্ত্রিত্বের শপথ নিয়ে আমাদের বাসায় এসে আব্বাকে অনুরোধ করলেন আপনার
যেকোনো মন্ত্রণালয় আপনি আমাকে সাহায্য করেন আব্বা উনাকে বিনয়ের সাথে বলেছেন যে আমি সরকারের অঙ্গ অংশ হয়ে গেলে আমি সরকারের অপকর্ম সমালোচনা করতে পারবো না আপনারা ক্ষমা করবেন উনি ক্ষমতার অংশ হয়নি তো আশা করি আপনি আপনার প্রশ্ন পেয়ে গেছেন উত্তর পেয়ে গেছেন ধন্যবাদ তো আপনাদের কাছে আমি আজকে বিদায় চাই আমার সেনাপ্রধান এখান থেকে আর কোন প্রশ্ন নেই আর কোন প্রশ্ন নেই আচ্ছা আমি এখান থেকে কোন প্রশ্ন নেই আচ্ছা ধন্যবাদ আমার সেনাপ্রধানের একটার মধ্যে পৌঁছার জন্য আমি বলেছিলাম তো এখন তো দেরি হয়েছে উনাকে ফোন করে দুঃখ জানিয়ে আমি এখনই রওনা হতে হবে আপনারা দোয়া করে নেবার জন্য
আমি আপনাদের কাছে সমস্ত দেশবাসী সমস্ত বিশ্বের সমস্ত বাঙালি মুসলমানদের কাছে সমস্ত মুসলমানদের কাছে আবেদন জানাই যত রকমের যত অন্যায় যেখানে যা হচ্ছে সেগুলোর যেন প্রতিকার হয় আমাদের দেশ যেন আমরা সুগি সামৃতি বাংলাদেশের সবাই ঐক্যবদ্ধভাবে গড়ে তুলতে পারি আসুন আমরা সবাই মিলে কাজ করি আমি আমার জান দেওয়ার জন্য প্রস্তুত আছি আমার পরিবারের পক্ষ থেকে আমার সবার পক্ষ থেকে আমি বলছি আমরা আমাদের জাগ্রত করার আমরা করবো এই প্রতিটি দিয়ে আমার বক্তব্য শেখ ধন্যবাদ আসসালামু আলাইকুম