ট্যাংক কে বলা হয় যুদ্ধের রাজা স্থলবাহিনীর ফায়ার সাপোর্ট এবং প্রতিপক্ষের প্রতিরোধ গুড়িয়ে দেয়ার ক্ষেত্রে ট্যাংকের বিকল্প শুধুই ট্যাংক বাংলাদেশের হাতে চীনের তৈরি এমন একটি ট্যাংক রয়েছে আক্ষরিক অর্থেই যেটিকে বলা যায় দক্ষিণ এশিয়ার সেরা লাইট ট্যাংক তার নাম ভিটি ফাইভ বিশেষ করে পাহাড় মরুভূমি এবং নদীমা নরম মাটিতে চলাচলের ক্ষেত্রে এই ধরনের লাইট ট্যাংকের জুড়িমেলা ভার বাংলাদেশের আবহাওয়া বিবেচনায় প্রতিবেশী দেশের ভারী ট্যাংকের মোকাবিলায় বাংলাদেশের ভিটি ফাইভ এগিয়ে থাকবে কয়েক গুণ বিশ্বে ভিটি ফাইভ সমপ্রযুক্তির যে কয়েকটি ট্যাংক রয়েছে তার মধ্যে চীনের তৈরি এই ট্যাংকটি সবচেয়ে হালকা চীনের নরিনকো কোম্পানির কাছ থেকে প্রথম দেশ হিসেবে বাংলাদেশ এই জিটি ফাইভ
ট্যাংক ক্রয় করে 2022 সালের বিজয় দিবসের প্যারেডে এই ট্যাংক প্রদর্শনও করা হয় 51 মিলিয়ন অফার ওয়াল্টন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ডাটাবেজ সিপ্রির তথ্য অনুসারে 2019 সালে চীনের কাছ থেকে 44 টি ভিটি ফাইভ কেনার চুক্তি করে বাংলাদেশ 2022 সালের নভেম্বরে সেগুলো সামরিক বাহিনীর হাতে আসে লাইট ওয়েটের ব্যাটেল ট্যাংকটি উৎপাদনের কাজ করে চীনের প্রতিরক্ষা কোম্পানি নরিনকো 2016 সালে জোহাই চীনের প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রথমবারের মতো এই ট্যাংকটি উন্মোচন করা হয় সাথে সাথেই বিশ্বের বিভিন্ন দেশের প্রতিরক্ষা বিশেষজ্ঞদের নজরে আসে [মিউজিক] যুদ্ধাস্ত্রটি বিশ্বের সামরিক শক্তিধর প্রায় 150 দেশের
মধ্যে বাংলাদেশের অবস্থান 37 তম দক্ষিণ এশিয়া অঞ্চলে ভারত পাকিস্তানের পর সামরিক শক্তিতে বাংলাদেশের এই অবস্থান তৃতীয় অপেক্ষাকৃত স্থিতিশীল হিসেবে বিবেচিত হলেও দক্ষিণপ-পূর্ব এশিয়ার সংঘাত পরিস্থিতি অনেকটা সুপ্ত আগ্নেয়গিরির মতো ভারত পাকিস্তান ভারত-চীন বা মিয়ানমার সংকটে এই অঞ্চলে দানা বাধছে বড় সংঘাতের সংখ্যা আর এসব সম্ভাবনা মাথায় রেখেই নিজেদের সামরিক বাহিনী ঢেলে সাজাচ্ছে দেশগুলো এই প্রেক্ষাপটেই বাংলাদেশের স্থলবাহিনীতে যোগ হয়েছে চীনের শক্তিশালী ভিটি ফাইভ ট্যাংক ভিটি ফাইভ এ রয়েছে 105 মিলিমিটারের রাইফেলড গান থার্মাল স্লিভ ও ফিউম এক্সট্রাক্টর সমৃদ্ধ এই ট্যাংকটির মাধ্যমে 3000 মিটার দূরত্বে আঘাত হানা সম্ভব এছাড়াও ট্যাংকের মূল আগ্নেয় অস্ত্রটি স্বয়ংক্রিয়ভাবেই লোড হতে পারে হাই এক্সপ্লোসিভ অ্যান্টি
ট্যাংক গাইডেড মিসাইল বহনে সক্ষম ভিটি ফাইভ এই ট্যাংক থেকে ছোড়া ওয়ারহেড 5000 মিটার দূরত্বে আঘাত হানতে পারে আর্মারড ও রিএক্টিভ আর্মার ধ্বংসে সক্ষম এই ট্যাংকটি ভিটি ফাইভ এর ড্রাইভার কমান্ডার ও গানার নিয়ে মাত্র তিনজন ক্রু প্রয়োজন স্টিল আর্মারের তৈরি ভিটি ফাইভ ছোট ছোট অস্ত্র ও গোলা বারুদের আঘাত ঠেকাতে পারে ঘন্টায় ভিটি ফাইভ পাড়ি দিতে পারে 70 কিলোমিটার লেজার রেঞ্জ ফাইন্ডার অ্যাডভান্স ব্যালিস্টিক কম্পিউটার মেটেরোলজিক্যাল সেন্সর থার্মাল ইমেজিং অটোমেটিক টার্গেট ট্র্যাকিং হান্টার কিলার ক্যাপাবিলিটিস স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমের মতো আধুনিক যুদ্ধে অত্যাবশ্যক সব প্রযুক্তি রয়েছে ট্যাংকটিতে চীনের পিপলস লিবারেশন আর্মিতেও ব্যবহার করা হয় এই ট্যাংক উঁচু নিচু পার্বত্য অঞ্চল
কাঁদা পথেও সমান ভাবে চালানোর জন্য বিশেষভাবে এই ট্যাংকটি তৈরি করা হয় পশ্চিমা সামরিক জোট ন্যাটোর 105 মিলিমিটার ট্যাংক এর মতোই সমান শক্তিশালী এই ভিটি ফাইভ 2020 সালে ভারতের সাথে সীমান্ত উত্তেজনার সময় লাইন অফ একচুয়াল কন্ট্রোলে ট্যাংকটি মোতায়ন করে চীন চীনের এই লাইটার ট্যাংক ছাড়াও বাংলাদেশের সামরিক বাহিনীতে মেইন ব্যাটল ট্যাংকের তালিকায় রয়েছে এমবিটি 2000 টাইপ 59 দুর্জয় টাইপ 69 টুজির মত নাম উপমা 71 [মিউজিক]
What are the key takeaways?
Based on the transcript, here are the key points...