তোমার কি মনে পোলাপান কি বোঝে না কিছুই বোঝে না আমি ব্যবসা করতে যাচ্ছি এআই আমাকে কিভাবে হেল্প করতে পারে ডিজিটাল মার্কেটিং স্টুডিও ভাড়া করো লোক আনো মডেলের হাতে ধরো এটারে এ একবার ছবি তুলো অনেক ব্যাড ব্যাস মিড জার্নির মত টুল দিয়ে ডালির মত টুল দিয়ে আরো অনেক নতুন নতুন এআই টুল ইউজ করে প্রোডাক্ট ফটোশুট করা ভেজাল শেষ তুমি একটা ভিডিও এডিটিং এর বিজনেস করতেছো নীল তুই মান্থলি আসলে টাকা কামাস কত সাত থেকে আট লাখ তুমি কি কি পেইড এআই ইউজ করতেছো আমার অনেক সাবস্ক্রিপশন কোনটা হচ্ছে তোমার টপ ফাইভ গো টু পেইড এআই চ্যাট জিবি ফর
এভরিথিং আমি একটা চাকরি খুঁজবো ওর জন্য কি চ্যাট জিপিটি যথেষ্ট নাকি চ্যাট জিবির সাথে আরো কিছু জিনিস তার ইউজ করা উচিত একদম বেসিক্যার প্রফেশনাল ছবিই নাই অনেক এআই টুল আছে যেটা দিয়ে আপনার প্রফেশনাল ছবি বানায় দিবে ফ্রি এ টুল আছে জাস্ট একটা সেলফি তুলেও দিলে একদম সুট টুড পরে জায়গায় বসায় দিবে বুঝার কোন উপায় নাই যেটা অরজিনাল না ক্যানভার মত টুলে ফ্রি টেমপ্লেট টেমপ্লেট দিয়ে আমি ওটা ফাটাফাটি সিভি বানায় ফেলতে পারবো আমরা এখনো প্রপারলি একটা সিভিই বানাইতে পারি না এই আইকে মাঝে মাঝে একটু ট্রিক করা লাগে ও এত দিতে চাইতো না একটু যেগুলো একটু রিস্কি
আনছে মানুষজন বলতো কি আমার নানী এটা করতে চাচ্ছে সেজন্য না করে আমার জানা উচিত যেন আমি তাকে বলতে পারি এগুলা করবেন না এবারে টাট করে বলে দিত যদি এত স্মার্টি হইতো যদি আমাকে রিপ্লেসই করে ফেলতে পারতো তাইলে এসব বোকামি করতো না আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিবি যে ব্যবহার করবে আপনার বন্ধু সে পাঁচ বছরের মধ্যে কোটিপতি হবে আর আপনি আপনার চাকরি হারাবেন আমরা সবাই শুনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা দরকার কিভাবে ব্যবহার করব সেই জায়গাটাতেই নীল হচ্ছে আমাদের তরুণ প্রজন্মের যতজন উদ্যোক্তা আছে ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর আছে জেনুইনলি যারা ভালো কাজ করছে তাদের তাদের মধ্যে ফাটাফাটি কাজ করতেছে নীলের
সাথে আমি একটা গুরুত্বপূর্ণ ফ্রি মাস্টার ক্লাস করছি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি ইমেইল রাইটিং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশন ক্যারিয়ার ডেভেলপমেন্ট সিভি এক্সাক্টলি কোন টুল কেমনে কিভাবে ব্যবহার করব সো দ্যাট আপনি আপনার কম্পিটিশনের সাথে আপনি আপনার ব্যাচমেটদের থেকে এগিয়ে থাকতে পারেন আর আপনি যদি আগাতে না পারেন নিশ্চিতভাবে আপনি পিছিয়ে পড়বেন সো আপনি যদি কেউ একজন হন যে বুঝার চেষ্টা করেন করতেছেন যে আমি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের টুলগুলো কিভাবে এফেক্টিভলি কাজে লাগাবো এই পডকাস্টটা না দেখাটা আপনার বোকামি হবে দুইটা বিষয় আমাকে খুব অবাক করে যে পরিমাণ মানুষ আমার পডকাস্ট দেখে এটা অসম্ভব উৎসাহজনক কিন্তু যারা আমার পডকাস্ট দেখছেন তারা 80
শতাংশ আমার চ্যানেলের সাবস্ক্রাইবার না একটা অনুরোধ করছি আপনারা যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন তাহলে আমার কন্টেন্টের কোয়ালিটি টপিক সবকিছু যেমন একদিকে অনেক বেশি আরো ইমপ্রুভ করবে আবার আপনারা নিশ্চিত থাকতে পারেন আমার কোন ভিডিও বা পডকাস্ট আপনারা মিস করবেন না সো প্লিজ সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম নীল কেমন আছো ভালো আছি ভাই আপনি কেমন আছেন এইতো ইদানিং কি নিয়ে ব্যস্ততা হচ্ছে বিজনেস নেই একটু বড় করার চেষ্টা করতেছি এটা নিয়ে একটু দৌড়াদৌড়ি গ্রেট আজকে তোমার কাছ থেকে যে জিনিসটা আমরা শিখবো সবাই সেটা হচ্ছে যে আমি দেখছি মানুষজন এখনো এআই তার জীবনে প্রাসঙ্গিক করে তুলতে পারে নাই সে মনে করে
এআই ইলন মাস্কের জিনিস বা ইত্যাদি ইত্যাদি বাট সে তার জন্য জন্য সে তার কাজে এআইটা যে সে ইউজ করবে এইটা কতটা জরুরি এটা সে এখনো বুঝতেছে না সো এজ এ জাস্ট এজ এ বিগিনিং পয়েন্ট আজকে পুরাটাই আমরা একদম স্টেপ বাই স্টেপ ডামিস গাইড টুয়ার্ডস লার্নিং এআই এই টাইপ একটা আইডিয়া আমার এবং আমার কাছে মনে হয় এটা খুবই দরকার জিরো থেকে স্টার্ট করতেছে ধরেন একজন বলল যে দেখতেছে যে আমি এআই শিখি নাই তো কি হইছে আমি তো চাকরি করতেই পারি আমি তো ব্যবসা করতেই পারি আমি এআই শিখি নাই তাইতো সমস্যাটা কি আমার ক্রাইসিস তো নাই কোন
হাউ ডু ইউ রেসপন্ড টু দ্যাট আমাদের অর্ধেক জনগোষ্ঠী ভয় পায় যে আমার চাকরি নিয়ে যাবে অর্ধেক ভয় পায় যে এই কিছুই করতে পারবে আই থিংক এটা আসলে সামওয়ার ইডেন এআই রিপ্লেস করতে পারবে না বাট সামওয়ান যে এআই ইউজ করে সে আমাকে রিপ্লেস করে দিবে যদি আমি ইউজ না করি সেটা হচ্ছে পয়েন্ট প্লাস কেউ যদি কোন কিছুর সারফেস লেভেল কাজ পারে ধরেন ভিডিও এডিটিং হোক ওয়েব ডিজাইনিং হোক কোন কিছুতে এক্সপার্ট না তাদেরকে এআই অনেক ইজিলি রিপ্লেস করে দিতে পারবে কারণ এন্ট্রি লেভেল ব্যারিয়ারটা অনেক কম বা আবার অন্য কেউ যে এআই ইউজ করে সে তেমন তার এক্সপেরিয়েন্স
নাই কিন্তু সেও রিপ্লেস করে দিতে পারবে এআই লেভারেজ করে সো আই থিংক এআই ইজ ভেরি ইম্পর্টেন্ট কে কোন ফিল্ডে আছে ম্যাটার করে না ইরেস্পেক্টিভ অফ এভরি ফিল্ড এআই অনেক অনেক দরকার হয়তোবা অনেক ইন ডেপথ জানা দরকার নেই বাট সারফেস লেভেল এআই এর নলেজটা আবার দরকার যেন টুকটাক আমার এদিক সেদিকে ইউজ করা যায় কারণ যদি আমি নাই জানি এ ইউজ কেস কি অনেক সময় আমি হয়তোবা এটা ইউজই করতে পারি না কারণ আমি ভেবে দেখি না এটা এআই দিয়ে হয়তো আমার জন্য ইজি হয়ে যেত অনেক বেশি বেসিক সিম্পল সিম্পল জায়গায় হেল্প করে এআই ওইখান থেকে দরকার আর
কি যে পয়েন্টটা আমি খুব মানে তোমার সাথে এগ্রি করি সেটা হচ্ছে যে এআই আমাকে রিপ্লেস না করলেও আমার সাথে আমার যে কলিগ বিজনেস পার্টনার অথবা হু এভার অথবা বিজনেস কম্পিটিটর যে আসলে এআই টা ইউজ করতেছে সে আমাকে রিপ্লেস করবে আপনি মাইক্রোসফট এক্সেলে শুধু কাজ করেন কিন্তু সে মাইক্রোসফট এর সাথে এআই টাও ইউজ করে আপনি ইমেইল লেখেন সে ইমেইল লেখার ক্ষেত্রে এআইও ইউজ করে প্রত্যেকটা আপনি ডিজাইন করার সাথে সাথে সে এআইও ইউজ করে যে এআই টা ইউজ করতেছে সে সবসময় আপনার থেকে আগায় থাকবে সে চাকরিটা পাবে সে ব্যবসাটা আগায় যাবে আপনি আগাবেন না এবং আপনি পিছায়
যাবেন তুমি যেটা বলে যে বেসিক লেভেলে শেখাটা খুব দরকার এখন আমরা বেসিক লেভেলে শেখার ব্যাপারে আমাদের অবভিয়াসলি প্রথম যেটা চলে আসে সেটা হচ্ছে চ্যাট জিপি প্রথম প্রশ্ন হচ্ছে আমি কেন চ্যাট জিবি ইউজ করবো যখন google আমাকে সব বলে দেয় কেন কেন কেন আমাকে মানে চ্যাট জিপিটি ইউজ করতে হবে গুগল এর অ্যানসারটা খুবই জেনারালাইজড একটা অ্যানসার চ্যাট জিপিটিটা হচ্ছে গিয়ে অনেকটা আমার স্পেসিফিক নিডের জন্য কাস্টম টেইলার করা আমাকে অনেক বেটার একটা সলিউশন দিতে পারে আমার ইস্যু এখন অনেকে আবার চ্যাট জিপি থেকে সলিউশন নিতে পারে না অনেকের জন্য google এর অ্যানসারটাই বেটার হুইচ ইজ আইডিয়ালি নট দা
কেস ফর এভরিওয়ান দ্যাট শুড নট বি কেস ফর এভরিওয়ান তাদের গুগল অ্যানসারটা ভালো কারণ তারা চ্যাট জিপিটা ঠিক করে ইউজ করতে পারে না একটা এআই আমার জন্য কতটা ইউজফুল সেটা ডিপেন্ড করে আমার কোশ্চেন করার ক্ষমতার উপরে আমি যদি ঠিক করে তাকে কোশ্চেন দিতে পারি না পারি তাকে যদি আমি ঠিক কনটেক্সট দিতে না পারি তাকে যদি ঠিক প্রম দিতে না পারি তাহলে হবে না ভাইয়া দেখেন মজার একটা জিনিস হচ্ছে নতুন একটা মার্কেটের একটা ফিল্ডেই তৈরি হয়ে গেছে এটা হচ্ছে প্রম ইঞ্জিনিয়ার বড় বড় কোম্পানি স্টার্টআপ টেক স্টার্টআপস হায়ার করতেছে যারা খালি চ্যাট জিবি কে ঠিক করে প্রম
দিতে পারে প্রমটিং ও খুব একটা মজার জিনিস আমরা যদি একটু একমা পিছন থেকে বলি প্রম জিনিসটা আসলে কি প্রম জিনিসটা হচ্ছে গিয়ে আমি যদি এআই কে কিছু একটা করতে বলি করতে বলার যে আমার ওকে এই নির্দেশনাটা এই যে অর্ডারটা অর্ডারটাই হচ্ছে গিয়ে প্রম এই অর্ডারটা দেওয়ার আগে ও আমার ওকে বুঝাইতে হবে যে আমি কোন সিচুয়েশন ওকে জিজ্ঞেস করতেছি ওর কি কি জানা উচিত কি কি বুঝা উচিত যেমন আমি যদি এই পডকাস্টটা আপনার সাথে আজকে ধরে নিলাম এ নিয়ে কথা বলবো এটা নিয়ে যদি আমার কিছু পয়েন্টারস লাগতো আমি যদি চার জিবিকে বলতাম এই নিয়ে আমাকে কিছু
পয়েন্টার আসতো হয়তো আমাকে কিছু লিখে দিতে পারতো খুব স্পেসিফিক বা কোয়ালিটিফুল হইতো না এজন্য আমার আগে চার জিবি কে যে বলতে হবে আচ্ছা দেখো আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলি আমার একটা youtube চ্যানেল আছে পার্সোনাল রানিং নিয়ে কথা বলি আমি ইয়াহিয়া ভাইয়ের সাথে কথা বলি ইয়াহিয়া ভাইয়ের একটা পডকাস্ট আছে সেইসব নিয়ে কথা বলে আমাদের টার্গেট হচ্ছে আমরা এই আই নিয়ে একটা মাস্টার ক্লাস করতে চাই আমি এই এই জিনিসটা কথা বলতে চাই তুমি যদি আমাকে আরো পাঁচ দশ টা কোশ্চেন জিজ্ঞেস করো যেটা আমি তোমাকে অ্যানসার দিলে তুমি সুন্দর করে কিছুটা পয়েন্টস আমাকে দিতে পারবা একটা এক
ঘন্টার পডকাস্টের জন্য এরপর ও আমাকে 10 টা কোশ্চেন জিজ্ঞেস করবে 10 টা কোশ্চেন আমাকে অ্যানসার দিব ওর সাথে আমি 10 মিনিট কনভার্সেশন করবো ওই মডেলটাকে আমি ট্রেইন করবো এজ ইফ ও আমার একটা অ্যাসিস্ট্যান্ট এজ ইফ ও একটা মানুষই ট্রেইন করার পরে যখন ওর কাছে নলেজ থাকবে এরপর ওকে আমি জিজ্ঞেস করব যে ইমাজিন করো তুমি একটা পডকাস্ট স্পেশালিস্ট একটা কন্টেন্ট স্পেশালিস্ট ওই এঙ্গেলটা মাথায় রেখে একটা কন্টেন্ট রাইটারের এঙ্গেলটা মাথায় রেখে আমাকে তুমি সাজেস্ট করো কিভাবে আমি আজকে পডকাস্টে কথা বলব তোমাকে আমার কন্টাক্ট দেওয়া লাগবে ওর কোশ্চেনের আমার অ্যানসার দেওয়া লাগবে ওকে প্রপারলি ট্রেইন করা লাগবে এরপর
ওর কাছ থেকে আমি আমার ডিজার্ড অ্যানসারটা পাবো আর নাহলে গেট গো থেকে যদি আমি ওকে কোশ্চেন জিজ্ঞেস করি অ্যানসার আমাকে দিবে বাট যতখানি পাওয়া দরকার আমার বা আইডিয়াল যে অ্যানসারটা হওয়ার কথা সেরকম হবে না অনেক জেনেরিক একটা অ্যানসার হবে যেটা অনেকেই পায় ওই জায়গাটাই আসলে আমাদের মিসিং বেসিক লেভেলের এআই লিটারেসি যেটা আমাদের আসলে একটু কম এই লিটারেসির একটা চেষ্টা আমরা এই ডিসকাশনে করতেছি এটলিস্ট বেশি বেড়ে এখন আমাদের তো এখন প্রমট ইঞ্জিনিয়ার নেওয়ার মতো টাকা নাই বেশিরভাগ অডিয়েন্স যারা শুনতেছে এখন আমি কিভাবে ভালো একটা কোশ্চেন আস্ক করবো প্রমট দিব সেটা ইমেইল মার্কেটিং এর ক্ষেত্রে কি হবে
সেটা ফেসবুক পোস্টের ক্ষেত্রে কি হবে বা সেটা যেকোনো একটা রিসার্চের ক্ষেত্রে কি হবে ডেফিনেটলি আমি বলতেছি না পুরা রিসার্চ সেখান থেকে করবে সে কিন্তু প্লেগারিজম বিষয়ে চলে আসবে বাট আমি বলতেছি হাউ ডু আই টেক হেল্প প্রথমত চ্যাট জিবিটি আমার সবসময় এআই না ধরেন কেউ যদি ইমেইল লেখে বা কন্টেন্ট রাইট করে অনেক ভালো এটি হচ্ছে ধরেন জাসপার এআই যারা ভালো করে ট্রেইন করতে পারে না মডেল তাদের জন্য অলরেডি মডেল ট্রেইন করা আছে ধরেন জাসপার এ জাসপারি কিন্তু সে নতুন করে বানায় নাই ম্যাক্সিমাম এই যে এআই গুলা হয় তারা হয়তো চ্যাট জিবিটির এপিআই ইউজ করে বা হচ্ছে
গিয়ে google এর এপিআই google এর যে এআই আছে সেটা ইউজ করে ক্লাউড কোপাইলট এইসব এপিআই ইউজ করে এআই এর এপিআই ওইখান থেকে অনেকে অলরেডি এই সারফেস লেভেলের ট্রেনিংটা করা আছে তো তারা হচ্ছে গিয়ে জাস্ট তাদের স্পেসিফিক এআই গুলো ইউজ করে তার জন্য ইজি হয়ে যায় বাট কেউ যদি সেটা না চায় আরো কাস্টমার আরো নিশ করতে চায় আরো তাদের ব্যবসা সেন্ট্রিক করতে চায় তাহলে আগে ফিগার আউট করা লাগবে যে আমি যদি একটা অ্যাসিস্ট্যান্ট আজকে হায়ার করতাম ওকে আমার কি কি শিখানো লাগবে টেকনিক্যাল নলেজ শিখানো লাগবে না বাট কি কি জিনিস শেখা লাগবে এটার টাইটেল গুলো এটলিস্ট
আমার বলে দিতে হবে যাকে মার্কেটিং শিখানো লাগে তাকে বুঝানো লাগবে যে ইমেইল মার্কেটিং নিয়ে তুমি জানো ইমেইল মার্কেটিং এর আমার ক্লায়েন্ট হচ্ছে গিয়ে এরা এরা আমার আইডিয়াল কাস্টমার আইপিসি আইসিপি বলে আইডিয়াল কাস্টমার প্রোফাইল এই কাস্টমার প্রোফাইল দিয়ে সব ডিটেইলস আমার ওকে দিতে হবে আমি কি বিক্রি করতে চাই সেটা বলতে হবে আমার ইমেইলের টোন কি হইতে পারে আমার সেটা বলতে হবে এইসব ডিটেইলস গুলো আগে ওকে দিতে হবে আমার এটা করার জন্য তাইলে আমাকে ফিগার আউট করা লাগবে আমি যদি কাউকে একটা হিউম্যান রিসোর্স এটা করতে দিতাম সে কোন কোন জায়গায় আটকাইতো আমার জব ডেসক্রিপশন যখন আমি দেই
হিউম্যান রিসোর্স হায়ার করার সময় কি কি পয়েন্টারস গুলা দেই ওই পয়েন্টস গুলি আমার চ্যাট জিপিটি কে বলতে হবে চ্যাটজি কে জিজ্ঞেস করতে হবে যে তোমার কি কোন কোশ্চেন আছে নাকি ওই অ্যানসার গুলোকে দিতে হবে ওর সাথে কথা বলা লাগবে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা যত বেশি কথা বলব তত ভালো হবে কথা বলার পরে ওকে একটু হালকা ট্রেইন করার পরে যদি ওকে আমি কোশ্চেন জিজ্ঞেস করি প্রপার অ্যানসার দিতে হবে আসলে ওকে একটা মানুষের মত ট্রিট করতে হবে সুন্দর একটু কনসার্নিং লাগে বাট মানুষের মত ট্রিট না করলে ওকে প্রপার অ্যানসার আর ডিটেইলস আর ডেটা যদি আমাকে
দিতে না পারি তাহলে হবে না ওকে এনাফ ডেটা আমার ফিট করতে হবে আরো বেটার হইতে পারে ধরেন যদি বলেন ইমেইল বা ধরেন আমার linkedন এর পোস্ট আমার গত 50 টা linkedন এর পোস্টের আমি একটা সামারি নিয়ে স্ক্রিনশট নিয়ে যদি একটা জিপ ফাইল করে আমি চার জিবিকে ফিট করে বলি এটা পড় এটা মুখস্ত কর দেখ আমি কিভাবে কথা বলি তাইলে ও না আমার টোনা লেডিটা বুঝবে ও দেখ দেখবে যে নীল কিভাবে কথা বলে এরপর যখন ওকে বলবে আমি একটা আমার টোনি একটা linkedন পোস্ট লেখো এরপর ও না আমার টোনি লেখার চেষ্টা করবে ইমেইল লিখতে বললে আমার
টোনি লিখবে কারণ ওর কাছে এনাফ ডেইটা আছে যেটার উপরে ও আমাকে নেক্সট রেজাল্টস গুলো দিতে পারবে আমরা ম্যাক্সিমাম সময় যে ভুলটা করি আমরা এআই কে এনাফ ডেইটা দেই না চ্যাট জিপিটি হোক বা অন্য যেই হোক এনাফ ডেইটা আমাদের ওদের দিতে হবে এটা খুবই দামি একটা কথা বলছো আমাদের বেশিরভাগের মুশকিলটা হইলো ইনক্লুডিং আমার যে আমরা ওকে গুগল এর মত কোশ্চেন করি আমরা ওকে একটা প্রশ্ন করি বা অনেকগুলো উত্তর দেয় সেটাই কিন্তু চ্যাট জিপিটির আর google এর মধ্যে ফান্ডামেন্টাল পার্থক্য হচ্ছে যে আমি google এর সাথে কথা বলি না আমাকে চ্যাট জিবির সাথে কথা বলতে হবে এবং ওকে
আমার একটা বিজনেস পার্টনার অথবা একটা এমপ্লয়ের মত ট্রিট করতে হবে বা স্টুডেন্টের মত ট্রিট করতে হবে যাকে শিখাইলে একসময় সে আমাকে আউটস্মার্ট করবে এবং আমাকে আউটস্মার্ট করলে আমার বিজনেসেরই লাভ বা আমার ক্যারিয়ারেই লাভ মানুষ যেটা আমরা ভুল করি সেটা হচ্ছে ওকে একটা প্রশ্ন করি ও যা উত্তর দেয় সেটাই আমি কপি পেস্ট করার চেষ্টা করি বা ওইটা দিয়ে আমি ওকে জাজ করি বাট ওকে যে আমি এনাফ ডাটা ফিড করবো যেটা তুমি কথাটা বলছো খুব দামি একটা কথা যেটা অনেক মানুষের করে না সেটা অনেক মানে এফেক্টিভ মানুষের একটা খুব কমন জিনিস হচ্ছে কি যে সে বলে যে
আমাকে এরকম একটা প্রেজেন্টেশন এবং ইমেইল বানায় দাও খুব জাস্ট 50 ওয়ার্ডের একটা ইন্সট্রাকশন তারপরে যেটা লেখে ওইটাই কপি পেস্ট করে সে কাউকে পাঠায় দেয় এবং ওইটা পড়লেই দেখা যায় যে এটা আই এটা এই আই এবং নামের এখানে ঐরকম এই যে ইমেইল লেখার ক্ষেত্রে বা কোন একটা প্রেজেন্টেশন বানানোর ক্ষেত্রে সে এই আই কেও ইউজ করবে আবার সে হিউম্যানাইজ করবে মিনিং দিয়ে জিনিসটা দেখলে মনে হবে এটা তার এই জিনিসটা কিভাবে করে বা কি কিভাবে সে শিখতে পারে প্রথম কথা হচ্ছে যেটা বলছিলাম ভাই google আর যে চ্যাট জিপিটি নিয়ে চ্যাট জিপিটি নতুন একটা ফাংশন পর্যন্ত ইন্ট্রোডিউস করছে যেখানে
ইউ ক্যান ইউজ ইট এজ এ সার্চ ইঞ্জিন যেমন আমি google এসে সার্চ দিয়ে বেস্ট রেস্টুরেন্টস নিয়ে আর মিউ আমার আশেপাশে দিয়ে দিবে কিন্তু সাথে কথা বলা যাবে না আমার চ্যাট জিরো সাথে আমি কথা বলতে পারবো আমার আশেপাশে কিন্তু আমার চাইনিজ ভালো লাগতেছে এমন খাবার যেটা আবার একটু আমার বাজেটে হবে যেটা আবার যদি আমি এই সময় যে একটু ভিড় কম থাকতে পারে এগুলো আমাকে google দিবে না যেটা চ্যাট জিবি আমার জন্য আমার নিডস এর উপরে ডিপেন্ড করে কাস্টম টেইলার সলিউশন দিতে পারবে এটা একটা সেকেন্ড হচ্ছে গিয়ে এই যে প্রথমত আবার আমি ওদেরকে ট্রেইন করতেছি না ওদেরকে
প্রপার রেজাল্টস পাচ্ছি না প্লাস পরে হচ্ছে গিয়ে ওদের অ্যানসার গুলা পাওয়ার পর ওদের সাথে ব্যাক এন্ড ফোর্থ যাওয়া লাগে ব্যাক এন্ড ফোর্থে যাচ্ছি না তৃতীয়ত হচ্ছে গিয়ে এ এখন এত ভালো না আমার হিউম্যান রিপ্লেস করে দিতে পারবে দেখেন এই আই কে দিয়ে যদি পুরা আমি একটা linkedন পোস্ট লিখি তাইলে হবে না এতে যেটা ইউজ করতে পারি linkedন পোস্টে আমি কি লিখবো একটা আইডিয়া নিতে পারি ওইটা আমার নিজেরই কাস্টমাইজ করতে হবে এটাই যদি করা যাইতোই তাহলে প্রথমে যখন আমি বললাম এ আপনাকে রিপ্লেস করতে পারবে না সেটা একটা ভুল স্টেটমেন্ট হইতো কারণ যদি প্রপারলি linkedন এর পোস্ট
লিখতে পারতো ইমেইল করতে পারতো তাহলে এই আই রিপ্লেস করে ফেলতো সব কপিরাইটারকে কন্টেন্ট রাইটারকে যেটা এখনো আরো পারতেছে না কিন্তু যারা অনেক বাজে কপিরাইটার বা সারফেস লেভেলের কপিরাইটার তাদেরকে এই রিপ্লেস করে দিতে পারবে অলরেডি করে ফেলছে এজন্য এআই ইজ গুড ইনিশিয়াল রাফটার জন্য এটলিস্ট ফর নাউ এরপর আমার নিজের ওটাই একটু চেঞ্জ করতে হবে এই বেশি কাজ কোন জায়গায় দেখেন ভাইয়া ধরেন আমি যে ইমেইল পাঠাবো এক্সাক্ট ইমেইলটা বডিটা কি হবে সেটা আমারই লেখা উচিত বাট আইডিয়াটা আমি চার জিবি থেকে নিব যেটা একটু আগে বললাম 50 টা ইমেইল দেওয়ার পরে ও আমাকে একটা প্রপার ইয়া দিল ইমেইলের
ড্রাফট দিলে এটা কাস্টমাইজ করে আমি আমার ফাইনাল প্রোডাক্টটা পাইলাম ইমেইলের ব্যাপারটা হইছে কি ধরেন আমি প্রতিদিন 10000 মানুষকে ইমেইল পাঠাই 10000 মানুষকে যদি আমি ইমেইল পাঠাই সবাইকে যদি আমি সেম ইমেইল পাঠাই তারাও আজকাল বুঝে এটা কপি পেস্ট টেমপ্লেট ইমেইল তাদের জন্য একটু কাস্টমাইজ করে দেওয়া লাগে পুরা ইমেইল কাস্টমাইজ করা লাগবে না দুইটা লাইন কাস্টমাইজ করা দরকার 10000 মানুষকে আমি দুই লাইন কাস্টমাইজ করে দিতে পারবো না এখানে যদি আমি এআই ইন্ট্রোডিউস করে দিতে পারি আমার ইমেইল সিকুয়েন্সে এআই করতে পারবে কি প্রত্যেকটা ইমেইলের প্রথম দুই লাইনও চেঞ্জ করে দিবে দেখেন তাইলে কি হয় আমার ইমেইল কখন পাঠাই
আগে তার ডেটা আছে আমার এক্সেল শিটে তার নাম কোম্পানির নাম তার ইমেইল ফার্স্ট নেম লাস্ট নেম সবকিছু আছে পর এইটা আমি আমার ইমেইল সেন্ডিং প্লাটফর্মে আপলোড দিয়ে পরে ইমেইল পাঠানো শুরু করে তো তার ওই বেসিক কোম্পানির নাম এই ডিটেইলস গুলো আমার কাছে আছে আমার এক্সেল শিটে ইমেইল সিকুয়েন্সের সাথে যদি আমি ইআই ইন্ট্রোডিউস করে ফেলতে পারি তাহলে এআই কি করবে যখন যখন আমি কিছু জায়গায় যদি ভেরিয়েবল দিয়ে দেই ও লিখবে হেই দেয়ার লিখবে না ওর ফার্স্ট নেমটা লিখবে ফার্স্ট দুই লাইনে ওটা কাস্টমাইজ করে দিবে যে আমি ভালো লাগতেছে তুমি তোমার কোম্পানিতে ভালো যে কাজগুলো করতেছো ধরেন
আমি আমি যদি মার্কেটিং এজেন্সিরে টার্গেট করি মার্কেটিং এজেন্সিস নিয়ে ওর নামটা অটোমেটিক রিপ্লেস করে দিবে কোম্পানির নাম প্লাস ওদের কোম্পানির নিয়ে এক লাইন লিখে দিবে যেটা আমি যদি পার্সোনালি পার্সোনালাইজ করতে নিতাম ম্যানুয়ালি পার্সোনালাইজ করতে নিতাম আমার জন্য অনেক বেশি মানুষ হায়ার করা লাগতো আমার জন্য অনেক বেশি কষ্ট এফেক্টিভ হইতো না একটা মানুষ হায়ার করলে হয়তোবা এর চেয়ে বেটার রেজাল্ট দিত বাট আমারই বাজেট এখন নাই তো আমার আইদার করা লাগতো যেটা ইউজই করতাম না নাহলে ইউজ করতাম তো নাই বাবা থেকে কানা বাবা ভালো এজন্য আমি যদি এইটা ইউজ করে এটলিস্ট ফার্স্ট দুই লাইন কাস্টমাইজ করতে পারি
আমার কনভার্সন রেট অনেক ডিফারেন্ট হবে টেকনিক্যাল কথা না কিন্তু অনেক বেসিক জিনিসই ইমেইল পাঠাবো ইমেইলের প্রথম দুই লাইন তার জন্য আমি কাস্টম টেলার করে দিব এআই ইউজ করে কিভাবে ইউজ করবো আমি ম্যানুয়ালিও করতে পারি বা হচ্ছে গিয়ে আমি এআই সিকুয়েন্স টুল ইউজ করতে পারি লেমলিস্ট ইউজ করতে পারি ইনস্ট্যান্টলি ইউজ করতে পারি মেইল চিপ ইউজ করতে পারি যেগুলার ভিতরে এই টুলগুলা আছে খালি এটা না আপনি যদি linkedন এ যান instagram এ যান সব জায়গায় এরকম অটোমেশন এআই টুল এখন বানানো হয়ে গেছে যেগুলা এই হিউম্যান ব্যাক এন্ড ফোর্থটা কমায়ে দেয় কারণ ভাই এআই যখন আসে তখন আপনার
আমরা সবাই ভাবি কি এআই এর জন্য আমার এক্স টাকা খরচ করে লাগবে ইনস্টেড আমি দেখি এআই আরো দুইজন মানুষের কাজ আমার জন্য কমায় দেয় বিজনেস ওনার হিসেবে আমার জন্য কষ্ট এফিশিয়েন্ট হয়ে যায় যেমন হিউম্যান রিসোর্সে কিছুটা টাকা কমে যায় স্পেশালি কাস্টমার সার্ভিস ওই ডিপার্টমেন্টে অনেক সময় দেখা যেত ধরেন আপনি ফুড পান্ডা ডারা যেসব জায়গায় ই-কমার্স বা এরকম অনলাইন যেখানে জিনিসপত্র বিক্রি করে কাস্টমার সার্ভিস অনেক বেশি দরকার এটলিস্ট ফার্স্ট লেভেল স্টেজে যেখানে তার কি ইকুয়ালিটি এখানে যেন মানুষকে ব্যস্ত রাখা খুবই এক্সপেন্সিভ একটা ব্যবসার জন্য ওই ফার্স্ট লেভেলটা যদি কোন একটা এআই সলভ করে দেয় তাহলে অনেক
টাকা বেঁচে যায় বিদেশের জন্য যত এসএমইস আছে এমনকি বড় বড় কোম্পানিও আছে এসএমএসরা পুরাটাই অলমোস্ট এতে হ্যান্ডেল করে ফেলে বড় বড় কোম্পানিরা ফার্স্ট ধাপ অফ কোয়ারিস এআই দিয়ে শেষ করে ফেলে সো এআই যদি আমরা কাস্টমার সার্ভিসে ঢুকাইতে পারি তাহলে একটু বেটার হবে বাংলাদেশের জন্য যেমন যেমন কাস্টমার সার্ভিস সেইটা ভালো না কারণ বাংলায় এআই বেশি ভালো না কেন ভালো না বাংলায় আমাদের কাছে এনাফ কাস্টমার সার্ভিসের টেক্সটের ডেটাই নাই বা যাদের কাছে আছে তারা হয়তো ওইটা বিক্রি করতে চাচ্ছে না কারণ একটা ছোট কোম্পানি আমার 30 জনের এমপ্লয়ের কোম্পানি আমার কাছে কতই ডেটা থাকবে বিদেশে অনেক বড় বড়
কোম্পানি আছে যাদের কাজই হচ্ছে গিয়ে এই ডেটাগুলা কনসোলিডেট করে এআই প্লাটফর্মের কাছে বিক্রি করে দেওয়া বাংলাদেশে এটা এখনো নাই তো এখানে একটা বড় একটা ডিমান্ড আছে যে কোন স্টার্টআপ যদি আসে যারা খালি ডেটা কালেক্ট করে ডেটা বিক্রি করে দেয় বাংলা ইংলিশে না তাইলে এআই এর অনেক ডেটা থাকবে ইনফরমেশন থাকবে যেটা ওরা এসএমএস এর কাছে বিক্রি করতে পারবে বা বড় কোম্পানির কাছেও বিক্রি করতে পারবে সো ডেটার একটা অভাব আর যদি ওই ডেটা গুলো আপনার কাছে প্রপারলি থাকে তাইলে আই থিংক আমাদের জন্য কষ্ট এফেক্টিভ হবে অনেক প্লাস ইউনিভার্সিটিতে অনেকে যারা বের হচ্ছে বের হওয়ার পরে রিয়েল লাইফ
প্র্যাকটিসেস যাদের একটু কম যারা একটু বুঝে না যে প্র্যাকটিক্যাল ইউজ কেসেস কি মার্কেটিং আমি শিখেছি কিন্তু আমার এই জায়গায় কোন জায়গায় লাগবে ওইখানেও এআই তাদের হেল্প করতে পারবে যে একদম যখন তারা মাত্র প্রফেশনাল লাইফে বা ক্যারিয়ারে ঢুকছে প্র্যাকটিক্যাল তাদের নলেজের ইউজ কেস গুলা কি কি ওইখানেও এআই ক্যান চিপি আর তাদেরকে ইমপ্লিমেন্ট করার প্রপার ওয়েজ বলতে পারে আমি একটা চাকরি খুঁজবো আমি ইউনি পার্ট টাইম ফুল টাইম জব খুজতেছি ওই জায়গাটায় আমাকে আসলে আমার কি আছে আমার সিভি মেকিং আছে আমার জব সার্চ আছে আমাকে ইমেইল করতে হবে আমাকে মেবি আমাকে ফেসবুকে আমাকে কিছু রেলেভেন্ট পোস্ট দিতে হবে
টু মেক মাই ফিউচার পটেনশিয়াল এমপ্লয়ার আন্ডারস্ট্যান্ড যে ভাই আমি খেলাটা পারি সেই ক্ষেত্রে ওর জন্য কি চ্যাট জিপিটি যথেষ্ট নাকি চ্যাট জিবির সাথে আরো কিছু জিনিস তার ইউজ করা উচিত দ্যা মোর দা ম্যারিয়ার চ্যাট জিবি এনাফ টু ল্যান্ড গুড জব বেশি হইলে আরো প্রোবাবিলিটি চান্সেসটা বেড়ে যায় বাট চ্যাট জিবিটি অ্যালোন ইজ গুড এনাফ এখন প্রথম থেকে যদি একদম শুরু করি একজন মানুষের মত ইউনিভার্সিটি থেকে বের হইছে একদম বেসিক্যার প্রফেশনাল ছবিই নাই অনেক এআই টুল আছে যেটা দিয়ে আপনার প্রফেশনাল ছবি বানায় দিবে ফ্রি এআই টুল আছে জাস্ট একটা সেলফি টুলও দিলে একদম সুট টু পরে জায়গায়
বসায় দিবে বুঝার কোন উপায় নাই যেটা অরজিনাল না বানায় ফেললাম ক্যানভার মত টুলে ফ্রি টেমপ্লেট টেমপ্লেট দিয়ে আমি ওটা ফাটাফাটি সিভি বানায় ফেলতে পারবো আমরা এখনো প্রপারলি একটা সিভি বানাইতে পারি না ঠিক করে সিভি বানায় ফেলবো এরপর হচ্ছে গিয়ে আমি এমপ্লয়ারদের কাছে নিজেকে রিপ্রেজেন্ট কিভাবে করবো আমি যদি ইমেইল পাঠাই ইমেইলের প্রথম বডিটা আমাকে 4 gb ডাটা ফার্স্ট ভার্সন দিয়ে দিতে পারে যেটা আমি কাস্টমাইজ করে আমার করা লাগবে কারণ চার জিবি অনেক ফালতু ফালতু শব্দ ইউজ করে এলিভেট থ্রিল যেগুলা দেখলেই বুঝা যায় যে চার জিবি ইউজ করছে ওগুলা আমার একটা কিছু চেঞ্জ করে দিতে হবে বা
ধরেন আমি linkedin এ ট্রাই করবো আমি যত যত বড় মাল্টিন্যাশনাল কোম্পানির এইচআর আছে সবার সাথে linkedin এ কানেক্টেড থাকবো তাহলে কি করা লাগবে তাদের সাথে আমার কানেক্টেড থাকা লাগবে ভ্যালু দেওয়া লাগবে তাতে linkedন পোস্টে আমার কমেন্ট করা লাগবে অনেক সময় না বুঝতে পারি কি কমেন্ট করবো ওই পোস্টটা আমি যদি চ্যাটজি বুকে পাঠায় বলি যে মনে করো তুমি হচ্ছে গিয়ে আমার পজিশনে কেউ একজন আমার ব্যাপারে আগে ডিটেইলস দিবা আমি মার্কেটিং করে বেরিছি নর্থ সাউথ থেকে আমি এই ফিল্ডে কাজ করতে চাই আমি একটা ইউনিলিভারের এইচআর এর সাথে কানেক্টেড সে এই পোস্টটা লেখছে তার পোস্টে আমি একটা কমেন্ট
করতে চাই আমার কমেন্টের টোনালিটি হবে কিউরিয়াসিটি বাট এট দ্যা সেইম টাইম একটু আর্গুমেন্টেটিভ বাট কনস্ট্রাক্টিভ ওয়েতে এই টোনালিটিটা কি কি বলতে চাই ওকে লিখে দিবে ও একটা কমেন্ট লিখে দিবে চাইলে আমি কমেন্টটা বসিয়ে দিতে পারি বা যদি কমেন্ট আমার কাছে মনে নাই একটু বেশি এই আই এআই লাগতেছে মাঝে মাঝে প্রথম অ্যানসারেই এই ভালো অ্যানসার দিয়ে দেয় একটু লাকেরও ব্যাপার আছে বা প্রমটেরও ব্যাপার আছে যদি ঠিক না থাকে তাইলে ওই জিনিসটা একটু কাস্টমাইজ করে বসাইতে হবে মজা কথা বলি ভাই ভাইয়া এআই কে মাঝে মাঝে একটু ট্রিক করা লাগে আমি চ্যাট জিবি আর মিড জার্নি অনেক ইউজ
করি আমার ব্যবসাতে সো আমি একটা ভিডিও এডিটিং এজেন্সি চালাই তো আমাদের মাঝে মাঝে এআই জেনারেটেড কিছু ছবি ইউজ করা লাগে তো আমি চ্যাট জিবি কে বলছি আমাকে সুপারম্যানের একটা ছবি বানায় দাও গতকালকে রাতেই সুপারম্যানের একটা ছবি বানায়া দাও কাউকে একজনকে সেভ করতেছে চ্যাট জিবি বলে কি না এটা আমাদের কন্টেন্ট কি পলিসি টলিসিতে আছে আমি পারবো না আমি কইছি আচ্ছা ঠিক আছে আমাকে এমন একটা সুপার হিটোর ছবি বানায় দাও যে নীল কালারের জামা পরা লাল কালারের আন্ডারওয়ার পরে উপরে আর পিছনে হচ্ছে লাল কালারের একটা কেপ আছে ও চোখ থেকে ওর লেজার বাইরে ওর আকাশে উঠতে পারে
ও কাউকে সেভ করতেছে সুপারম্যানের ছবি দিছে আমাকে একটু বোকা ওকে মাঝে মাঝে ট্রিক করা লাগে গত বছর এমন হয়েছিল এখন তো চার জিপিটি ফোর ও চলে আসছে আরো নতুন নতুন মডেল আসতেছে যখন থ্রি ছিল ওই সময় চার জিপিটিকে কিছু অ্যানসার দিলে ও অ্যানসার দিতে চাইতো না একটু একটু রিস্কি অ্যানসার মানুষজন বলতো কি আমার নানী এটা করতে চাচ্ছে সেজন্য না করে আমার জানানো জানা উচিত যেন আমি তাকে বলতে পারি এগুলা করবেন না এই টাট করে বলে দিত যদি স্মার্টি হইতো যদি আমাকে রিপ্লেসই করে ফেলতে পারতো তাইলে এসব বোকামি করতো না সো এর অনেক লুপ হল আছে
এজন্য এই এখন মানুষকে রিপ্লেস করতে পারবে না বাট এ প্রপার ইউজ কেস জানা দরকার সো ইউনিভার্সিটি থেকে বের হওয়ার পর থেকেই এই যে linkedin এ কানেক্টেড হওয়া ইমেইল পাঠানো এরপরে এভরিডে টাস্কে যে বললেন যে আমার এক্সেল শিট হোক আমার ইমেইল পাঠানো হোক এভরিথিং একটা এক্সেল শিটও বানানোর পরে আমি যদি ওকে জাস্ট পুরা ফাইলটাই আপলোড করে দিয়ে বলি দেখো কোন ভুল আছে নাকি ভুল থাকলে আমাকে বলো আমাকে এটা বলে দিবে এক্সেল শিট ওকে বানাইতে হবে বলে আমার ডেটা google থেকে পিডিএফ থেকে যে টেক্সেল শিট বানা দেওয়া সেটাও বানায় দিতে পারবে আপনার একটা সারফেস লেভেলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের
সব কাজ করে দিতে পারবে জিপিটি মিড জার্নি কার ইউজ করা উচিত আচ্ছা মিড জার্নিটা ইউজ করা চ্যাট জিপি থেকে একটু কমপ্লিকেটেড মিড জার্নির কিছু চ্যাট জিপির সাথে কনভার্সেশন করা যায় জাস্ট ইংলিশে বেসিক অনেক বাজ ওয়ার্ড জানা লাগে না মিড জার্নিতে কিছু বাজ ওয়ার্ড জানা লাগে যে অ্যাসপেক্ট রেশিওর জায়গায় এ আর লেখা লাগে কিছু ভার্সন আছে ভার্সন ইন্ডিকেট করা লাগে একটু পড়ালেখা করা লাগে মিরজানি ইউজ করার জন্য বিট জার্নি ইউজ করা হচ্ছে যাদের যাদের গ্রাফিক্যাল নিডস আছে যেগুলার এটলিস্ট ফার্স্ট স্টোরিবোর্ড বা মকআপ করে দরকার তাদের বা আমাদের যেমন অনেক লাগে সো ইমেজ জেনারেশন অনেক টুল আছে
ওপেন এর ডালি আছে এখন জার্জি ডালি ইউজ করি বা মির জার্নি আছে আরো অনেক অনেক ইয়ে আছে সো এগুলো হচ্ছে গিয়ে জেনারেশন ইমেজ জেনারেশন মডেল এমনকি এডবির ফটোশপের ভিতরে এখন ইমেজ জেনারেট করা যায় ধরেন আমি যদি ব্যাকগ্রাউন্ড থেকে আমাকে কেটে ফালায় দেই ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ফিল করে দিতে পারে যেটা আমাদের এডিটিং অনেক কাজে লাগে বাট এটা হচ্ছে এখন একদম পুরা আমরা চলে গেছি সেটা হচ্ছে গিয়ে ভিডিও জেনারেশন এটা একটা মজার জিনিস হচ্ছে একটা রিস্কি জিনিস আছে মজার জিনিস হচ্ছে গিয়ে সবচেয়ে ভালো যেটা এখন ভিডিও জেনারেশন টুল সেটা হচ্ছে গিয়ে রানওয়ে এমএল এখন পর্যন্ত রানওয়ে এমএল তো
অনেক মজার মজা জিনিস করা যায় যেটা আফটার এফেক্সে করতে চার ঘন্টা লাগে পাঁচ ঘন্টা লাগে ওটা ধাপ করে ফেলা যায় ব্লেন্ডারে করতে দুইদিন লাগবে ওটা ধাপ করে ফেলা যায় প্রথম গেট গোতে দেয় না অনেক ট্রেইন করা লাগে অনেক কাহিনী করা লাগে কাহিনী করার পর থেকে ওর কাছ থেকে ডিজাইন রেজাল্টটা পাওয়া যায় বাট এখনো স্টিল ফার ফ্রম বিং পারফেক্ট বাট তারপরও যেটা পসিবল এত তাড়াতাড়ি যদি আমি এক বছর আগের রানও এমএলএল এর কন্ডিশন থেকে আর এখন দেখি আকাশপাতাল ডিফারেন্স মিড জার্নির এক বছর আগের আর এখন ডিফারেন্স দেখি আকাশপাতাল ডিফারেন্স সো আরো দুই বছর পরে মিড জার্নি
আর রানও এমএলএ যখন আমি ভাবি ওদের রেজাল্ট কি আসবে সবাই আসলেই কনসার্নে পড়ে যাই সারফেস লেভেলের কাছ থেকে একটু উপরের টিয়ারে কাজ নিয়ে যাবে নাকি এজন্য উই হ্যাভ টু বি এডাপ্টিভ যদি এডাপ্ট করতে না পারি এর সাথে তাহলে চলে যাবে কাজ প্লাস ওপেন এরে আছে সরা সরা দিয়ে হচ্ছে গিয়ে আপনার ওইটা আবার ভিডিও জেনারেট মডেল যেটাতে ভিডিও জেনারেট করা যায় এটার সাথে আবার সবচেয়ে বড় যে ইস্যুটা আমার সাথে পার্সোনালি এর যে ইস্যুটা সেটা হচ্ছে একাউন্টেবিলিটি নিয়ে ধরেন টেসলা এআই এর আইটিআই দিয়েও গাড়ি চলে এলন মাস্কের টেসলা এই গাড়িটা যদি ক্র্যাশ করে একাউন্টেবিলিটিটা কার এআই এর
নাকি ইলন মাস্কের ডাটা চুরি আরো বড় ব্যাপার ডাটা চুরি আরো বড় ব্যাপার কারণ ওদের অনেক ডেটা লাগে প্রপার অ্যানসার দেওয়ার জন্য এই ডাটাগুলো যে লিক হচ্ছে ডু রিয়েলি কেয়ার এবাউট ইট এটা একটা বড় জিনিস কতটা আসলে ইম্প্যাক্ট ফালাচ্ছে আরেকটা আরো বড় ব্যাপার হচ্ছে গিয়ে যে আমি একটা খুব সিম্পল এক্সাম্পল দেই যেহেতু কথাটা আসলো জাস্ট একটু না বললে না আমাদের একটা ক্লায়েন্ট মেন্টাল হেলথের একটা ক্লায়েন্ট আমাদের একজন সাইকিয়াট্রিস্টকে ভিজিট করতে আসছে তার কাহিনীটা কি একটা মেয়ে সুইসাইড করতে গেছে আলহামদুলিল্লাহ সে সুইসাইড করতে পারে নাই তারপরে সে সাইকিয়াট্রিস্টের কাছে আসছে ক্লিনিক্যাল সাইকোট্রিস্টের কাছে আসছে তো কেসটা নিয়ে
আমরা ডিসকাস করতেছিলাম আমাদের এক্সপার্টদের মধ্যে ঘটনাটা কি যে ওই মেয়েটার সাথে একটা ছেলের মানে একটা রিলেশনশিপ ছিল স্কুলে তারপরে ব্রেকআপ হয়ে গেছে ছেলেটা তাদের মধ্যে কিন্তু খুব বিশাল কিছু হয়ে যায় নাই ইউ নো হোয়াট আই মিন বাট কিছু ছবি টবি ছিল ওই ছবিগুলাকে দিয়ে সে একটা মনে করো রানওয়েতে ভিডিও টিডিও বানায় এমন ভাবে ভিডিওটা বানাইছে এজ ইফ ভিডিওটা ফেক কিন্তু তুমি বুঝো যে বাংলাদেশের কমিউনিটিতে কেউ কিন্তু দেখতে যাবে না ভিডিওটা রিয়েল না ফেক একটা 14 15 বছরের মেয়ে তাকে যদি তুমি আমি কি বুঝাইতে পারছি মানে এটা কিন্তু একটা বিশাল রকম সাইবার এবিউজ মলেস্টেশন হোয়াট এটা
এবং মেয়েটার এটা কিন্তু সর্ট অফ মেয়েটাকে রেপ করার মত তুমি যদি জিনিসটাকে চিন্তা করো এবং এগুলা কিন্তু কিন্তু হওয়া শুরু হয়ে গেছে অলরেডি এবং যত এটার আরো রিয়ালিস্টিক হবে বাংলাদেশে কি হয় যে কোন কিছু সত্যি না মিথ্যা আগে শেয়ার করো আগে ভাই লিংক দেন আগে ভাই ইউসি বাট সেই মানে মানুষের ওই নোংরামিটা চলে আসে হয়তো মেয়েটা এটলিস্ট এটা যে এআই জেনারেটেড ভিডিও এইটা আবিষ্কার হওয়ার আগে কিন্তু মেয়েটা অলরেডি একরকম অনলাইনে মানে ধর্ষণের শিকার হয়ে গেছে যদিও মেয়েটা আসলে এরকম কিছু করে নাই যেটা একটা হচ্ছে গিয়ে কারো যদি গোপন ভিডিও পিচ্চা থাকে আরেকটা হচ্ছে গিয়ে ওইটাকে
এআই দিয়ে ফেইক বানানো জাস্ট তার চেহারার ছবিটা নিয়ে ইভেন সত্যি কথা বলতে তুমি তো বুঝো যে একটা মেয়ের instagram প্রোফাইলে যত ছবি আছে ওই ছবিগুলো দিয়েই কিন্তু অনেক কিছু বানায় ফেলা যায় তুমি একটা মানে রীতিমত তুমি মানে পরনা বানায় ফেলতে পারবা একটা শুধুমাত্র তোমার কাছে যদি ধরো 2000 বা 5000 মেয়ের instagram এর সবগুলো পিকচার থাকে পাবলিক কিন্তু মনে করো যে মানে রাতের বেলা যা করছে করছে সকালে উইঠা তারে তুমি যদি বলো যে ভাই এটা কিন্তু এই ছিল মানে দূরও ভাই রাত ভালো কাটছে কথা কথাটা খুব খারাপ ভাবে বলতেছি বাট এটা কিন্তু একটা কনসার্ন আমার মেয়ে
থাকতে পারে তোমার ফিউচারে মেয়ে হইতে পারে বা ছেলেমেয়ে সবারই মানে এগুলা এ খুব বড় সড় মানে কি বলছে সোশ্যাল কনসার্ট বিকজ ওইটা হয়তো আজকে থেকে 100 বছর আগে হইলে কয়জন জানতো আর এখন মেয়েটা হয়তো তেমন কিছুই করে নাই কিন্তু এখন কিন্তু ধরো পুরা পৃথিবীতে এটার একটা মানে মানে মেয়েটা ঘুম থেকে উঠে জানতেছে যে অলরেডি 20000 বা 20 লাখ মানুষ দেখে ফেলছে যেই ভিডিওতে তার চেহারা ইউজ করা হয়েছে বাট ওইটা সে না এটা জাস্ট একটা এআই বাট ও কেয়ার অলরেডি বাই দ্যাট টাইম মানে ইভেন তার আপন বোনও হয়তো দেখে ফেলছে প্রতিনিয়ত এরকম হচ্ছে এই ডিপ ফেক
গুলা বানানো হচ্ছে এটা একটা বড় কোশ্চেন এটার একাউন্টেবিলিটি থাকা উচিত কিভাবে নেওয়া উচিত সেকেন্ড হচ্ছে গিয়ে এটার কি এক্সেস সবার থাকা উচিত নাকি এটা কি ডেমোক্রেটাইজ থাকা উচিত নাকি এলিজিবিলিটি থাকা উচিত এটা ইউজ করার জন্য এটা মডারেশন করবে কে কারণ twitter থেকেও যদি শুরু করেন twitter এ যেমন ইলন মাস্ক বলছে যে না সবার অপিনিয়ন দেয়া উচিত কোন কিছু মানে সেন্সরশিপ হবে না ইজ দ্যাট এ গুড থিং সবকিছু যদি সেন্সরশিপ ছাড়াই থাকে মডারেশন ছাড়াও থাকে সেখানেও সমস্যা কারণ আমরা মানুষ হিংস্রো ওইখানে আমাদের প্রোটোকলস থাকা দরকার রুলস থাকা দরকার আই পার্সোনাল থিং বাট এআই যেহেতু অনেক ইন্ডিভিজুয়াল
একটা জিনিস ওইটা রেগুলেশনটা কিভাবে হবে আপনি যেটা বললেন এটা এখনো এআই এর আর্লি স্টেজেই কিছু ডিফেক্ট এমন হচ্ছে গিয়ে যেটা একদমই ডিস্টিংুইশেবল এটা রিয়েল লাইক ইফেক্ট ভিডিওতে তাও একটু বুঝা যায় ছবিতে বুঝার কোন উপায়ই নাই আপনি যেটা বললেন আই ফেস সিমিলার সিচুয়েশন উইথ মাই ফ্রেন্ডস যারা হচ্ছে গিয়ে অলমোস্ট দুদিন প্যানিক ছিল যে এটা কি আসলেই আমি নাকি কোত্থেকে আসলো কি হইলো না হইলো মানুষজন একটা ছবি একাউন্ট থেকে নিয়ে তারা বাজে কাজ করে ছড়ায় ফেলতেছে ঘোলা করে দিচ্ছে যেন ঠিক করে বোঝাও না যায় চেয়ার তৈরি করে ফেলতেছে সো খুবই রিস্কি একটা সিচুয়েশন তো এই টাইপের জিনিসগুলা
পলিসি কে বানাবে মডারেশন কে করবে একাউন্টেবিলিটি কে নিবে এটা অনেক বড় কনসার্ন স্পেশালি জিনিসটা এতটাই নতুন এটা দিয়ে কি করা যায় এটার কি রুল থাকা উচিত কারণ প্রতিনিয়ত এই দিতে নতুন জিনিস হচ্ছে সো পলিসি মেকাররাও মনে হয় একটু কনসার্ন যে আসলে কোনটা বানাবে কোনটা ছাড়বে কোনটা ধরবে পৃথিবী যারা চালায় তারা অনেকটা অক্টোপাসের মতো যে তারা নিজের বাচ্চাগুলোকে খেয়ে ফেলে তাদের মাথা গরম হচ্ছে তাড়াতাড়ি ট্রিলিয়নিয়ার হইতে হবে তারপরে আরো কিছু হইতে হবে সো ট্রিলিয়নিয়ার হইতে গেলে তাদের জন্য এখন তারা সমানে কেন এআইতে আরএনডিতে পাগলের মত বিলিয়ন 100 বিলিয়ন 50 বিলিয়ন ডলার ইনভেস্ট করতেছে কারণ তারা ট্রিলিয়নিয়ার
হইতেছে তাদের কাছে ফোকাস হচ্ছে ট্রিলিয়নিয়ার হওয়া এট এক্সপেন্স অফ হাউ মেনি পিপলস ওয়েলবিং আজাইরা এসব ওয়েলবিং এর কথা বলতে আইসো না এসব ফালতু সাইকোলজিস্ট ওয়েলবিং গোড়ার ডিম ওয়েলবিং ভাই আমি ট্রিলিয়নিয়ার হবো আমি পৃথিবীর অর্ধেক কিনে ফেলবো এই চিন্তাতে সে আছে এবং তারাই পৃথিবী চালায় সো তাদের কাছে আসলে কে কোথায় সাইবার বুলিং এর শিকার হইছে আর কে সুইসাইড করছে সুইসাইড করছে ভালো তারা চিন্তা করে পৃথিবীর পপুলেশন কমছে তখন ধনী গরীবের বৈষম্য নিয়ে কম চিন্তা করতে হবে তোমার ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে একজন একটা খুব হিংস্র একটা কথা বলছে সেই কথাটাও হচ্ছে এই যে আপনারা অক্সফ্যাম ধনী গরীবের বৈষম্য
নিয়ে এত কথা বলে পৃথিবীর যদি বটম ওয়ান বিলিয়ন পিপল না থাকতো তাহলে তো ধনী গরীবের বৈষম্য কমে যেত মানে কথাটা কি পরিমাণ ক্যাপিটাল মানে ক্যাপিটালিস্টিক মানে কি শুধু ক্যাপিটালিস্টিক মানে কথাটা কিরকম ব্রুটাল এনিওয়ে বাট দ্যাটস হাউ ফর দেম দ্যাটস হাউ দা ওয়ার্ল্ড ইজ কোন একটা মানে সুইজারল্যান্ডের পাহাড়ে বইসা বইসা ইউ নো হোয়াট আই মিন সো বাট কামিং ব্যাক আমরা আসলে এআই এর অনেকগুলো ক্ষতি নিয়ে আমাদের এওয়ার থাকলো বাট ওইটা আমাদের কন্ট্রোলের বাইরে এটলিস্ট রাইট এট দিস মোমেন্ট তো সেটাকে আমি ব্যাক করি আমি ব্যবসা করতে যাচ্ছি নতুন ব্যবসা স্টার্ট করতে যাচ্ছি সেইখানে তুমি যদি আরেকটু এক্সপ্লেইন
করো যে আমি যখন একটা প্রোডাক্ট বা একটা সার্ভিস নিয়ে কাজ করতে যাব সেইখানে এআই আমাকে কিভাবে হেল্প করতে পারে পার্টিকুলারলি আমার ডিজিটাল মার্কেটিং প্রথমে ধরেন প্রোডাক্ট নিয়ে বলি ই-কমার্স ই-কমার্সের প্রোডাক্টের ছবি তুলে একটা গ্যাঞ্জাম স্টুডিও ভাড়া করো লোক আনো মডেলের হাতে ধরা এটারে এ একবার ছবি তুলো অনেক ব্যাড বাস মিড জার্নির মত টুল দিয়ে ডালির মত টুল দিয়ে আরো অনেক নতুন নতুন এআই টুল ইউজ করে প্রোডাক্ট ফটোশুট করা ভেজাল শেষ নরমাল একটা ছবি তুলে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে ফেলা যায় বা জাস্ট লোগোটা আমার প্রোডাক্টের উপর মকআপে বসে ফেলা যায় মডেলের হাতে একটা গেঞ্জি পড়া দেওয়া যায়
প্রোডাক্টের দিকে অনেক ইজি হয়ে গেছে এরপরে যে ল্যান্ডিং পেইজ ওয়েবসাইট বানানো এই সবকিছু এই অনেক ইজি হয়ে গেছে সার্ভিস বেস বিজনেসেও প্রত্যেকটা বিজনেসে ভাই এখন পার্সোনাল ব্র্যান্ডিং অনেক ইম্পর্টেন্ট কন্টেন্ট ক্রিয়েশন ইজ সুপার ইম্পর্টেন্ট অনেক বিজনেসম্যান বা এন্ট্রপ্রেনাদের সময় নেই ভিডিও গুলা বানানোর ওয়ান অফ মাই ফেভারিট ক্রিয়েটর হচ্ছে ইন্ডিয়ার একটা ক্রিয়েটর নাম ভারুন মায়া ভারুন মায়া আর কয়দিন আগে পুরা একটা 24 মিনিটের ভিডিও দেখলাম আমি বুঝলাম এটা ও না এটা আই ওর এআই বাটার কারণ আমি এতদিন ধরে এআই বাটার ইজ গুড ওরে অলমোস্ট কাছাকাছি অলমোস্ট কাছাকাছি মানেও এখনো রিপ্লেসেবল না আর ওইখানে আমি 24 মিনিটের ভিডিও
দেখে আমি বুঝিই নাই যে এটাকে ও না ও এই appল এর নতুন নতুন যখন আপডেট আসে ওইগুলা নিয়ে তাড়াতাড়ি ভিডিও বলে না তাড়াতাড়ি ভিডিও গুলা নিয়ে ভাইরাল হয় apple মাত্রই অ্যানাউন্স করছে ওদের একটা ইভেন্ট হয় এক ঘন্টার ইভেন্টটা শেষ হওয়া নাই 15 মিনিটের মধ্যে ওর appল পুরা ইভেন্ট কাভার করা শেষ কারণ ওর নিজে যাওয়া লাগে না শুট করা লাগে না কিচ্ছু করা নাই পুরাটা এই এভারটা দিয়ে করে ফেলছে এই এভারটা ইজ সো গুড যদি প্রপারলি একটা এডিটর হয় প্রপারলি ট্রেইন করা হয় মডেল নয় মানুষ বুঝতে পারবে না এটা কি এই আইনে কিনা এগেইন কামিং ব্যাক
টু ইট বাংলায় কথা বললে তোমরা বুঝতে পারবে ইংলিশে কথা বললে বুঝার অনেক উপায় কম কারণ ইংলিশে অনেক ডেটা আছে কিভাবে করবে এটা হেইজেন একটা এভার্টার বানানোর প্লাটফর্ম আছে ওইখানে যেয়ে যদি আমি আমার ছবি এনাফ দিই আমার এনাফ ভিডিও দেই সবদিক থেকে যদি প্রপার এঙ্গেল দেই ওটা দিয়ে আমার প্রপার এই এভার্টার বানায় ফেলতে পারবে ভয়েসের জন্য যে টুলটা ইউজ করে সেটা হচ্ছে 11 ল্যাবস ল্যাবসে যেয়ে যদি আমি এনাফ আমার অডিও রেকর্ডিং দেই আমি যা যা ভিডিও করছি আমার ফোন রেকর্ডিং বা আমি কথা বলি একটা স্ক্রিপ্ট পরে এরপর যদি ওকে ফিট করে দিই ও আমার গলা বুঝে
যাবে এরপর ওকে আমি যাই আমি লিখে দিব ইংলিশ ওইটা আমার টোনে আমার ভয়েসও বানায় ফেলবে এই স্ক্রিপ্টটা ইলেভেন ল্যাবস থেকে প্রথমে প্রথম থেকে একদম সারফেসে প্রথমে ইলেভেন ল্যাবসে যাব যে আমার অডিও ট্রেইন করবো অডিও ট্রেইন করার পরে আমার ভয়েসের যে অডিওটা সেই অডিওটা নিয়ে আমি হেইজে ফালাবো এরপর হেইজেন ওই অডিওটার হিসাবে আমার লিপ সিং করে আমার একটা আট মিনিটের 12 মিনিট 15 মিনিট এর ভিডিও বানায় দিবে যেটা আমি আমার linked আপলোড করতে পারি instagram এ আপলোড করতে পারি ওয়েবসাইটে দিতে পারি সব জায়গায় দিতে পারি কন্টিনিউয়াস বেসিসে কন্টেন্ট ভালো মানুষজন মনে করতেছে আমি আমার চেহারার সাথে
কানেক্টেড পার্সোনাল ব্র্যান্ডিং অন পয়েন্ট আমার কিছু করা লাগতেছে না দ্যাট ইজ দি নেক্সট লেভেল অফ কন্টেন্ট ক্রিয়েশন মানে প্র্যাকটিক্যালি একটা মানুষ হয়তো তখন একটা লেভেলে গিয়ে তার 10 টা 20 টা ইউটিউব চ্যানেল যেখানে সে প্রতি সপ্তাহে মানে একদিনও 100 টা ভিডিও দেওয়ার কোন ব্যাপার না যদি সেটা করতে পারে সাস্টেইনেবল মেথড থাকে তবে ডেফিনেটলি তোমার মানে র ক্রিয়েটিভিটিটা তো তার থাকতে হবে সে হয়তোবা মানে হ্যাঁ তার স্টুডিও ভাড়া করা যাচ্ছে না লাইটিং শুটিং করতে হচ্ছে না বাট দিনের শেষে তার তো মাথায় স্ক্রিপ্টটা থাকা লাগবে আর না হলে এআই এর ক্রিয়েটিভ সেন্স দেখানো অত ভালো না দেখেন
ভাইয়া এআই কে আমি যখন বলি যে চ্যাট জিবি কে রাইট লাইক এ আর্টিস্ট বা রাইট এজ ইফ ইউ আর ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট এই ডেটা কই পাইছে মানুষের থেকেই তো পাইছে তো এআই হচ্ছে গিয়ে ইন্টিগ্রেটর ইটস ইটস নট অ্যান ইনোভেটর ইনোভেশন করার কাজ আমাদের ইনোভেশন করতে হবে ওই ইনোভেশন নিয়ে ওইখান থেকে ও ডেটা ফিট করে নিজে থেকে ওটাকে ইম্প্রোভাইজ করতে পারবে শূন্য থেকেই কিছু করতে পারবে না কিন্তু এই প্রসেসটা অনেকটা অটোমেট করে দেওয়া যায় একটা কনসেপ্ট হচ্ছে যেমন এজেন্ট জিপিটি চ্যাট জিপিটি যখন মনে করি কনভার্সেশন এজেন্ট জিপিটি হচ্ছে গিয়ে পুরা একটা জিনিস ওকে বুঝায়ে দিছি ও
পুরাটা একা একা করতে পারবে যেখানে খালি বলবে না ও করতে পারবে ওইটা যদি প্রপার মডেল বানানো যায় তাহলে ব্যবসা হিসেবে অনেক ইজি হয়ে যাবে যেমন ধরেন অটোমেশন অনেক মজার একটা জিনিস অটোমেশনের সাথে এআই খুবই ক্লোজলি লিংক যখন নতুন একটা মানুষ ব্যবসা করে তার জন্য কি অটোমেশন নিতে পারে ধরেন হচ্ছে গিয়ে আমার বিজনেস আছে ধরেন আমি হানি নার্স বিক্রি করি যখন যখন মানুষ আমার হানি নার্স টা কিনে তখন তখন যদি আমি তাদেরকে একটা এসএমএস পাঠায় দিতে পারি মোবাইলে যে আপনার হানি নার্স অর্ডার হয়ে গেছে এটা আপনার ট্র্যাকিং নাম্বার এইভাবে চলে আসবে ইমেইল পাঠায় দিতে পারি ফাটাফাটি
কারণ আমি কি একজন মানুষকে হায়ার করবো ম্যানুয়ালি যখনই যখনই একজন মানুষ কিনবে সে ওই নাম্বারটা নিয়ে এমনি ইমেইল মেসেজ পাঠাবে না সেটা একটা ঝামেলা আমার খরচ বেশি আর হিউম্যান এরর হয় অনেক সো হিউম্যান এররটা সরানোর জন্য আর আমার টাকা বাঁচানোর জন্য আই উইল রিপ্লেস ইট উইথ সিস্টেমস এন্ড প্রসেসেস আর এআই দিয়ে সিস্টেমস এন্ড প্রসেস গুলো অনেক রিফাইন করা যায় আর অনেক বেটার করা যায় ওইখানে যদি আমরা একটা অটোমেশন তৈরি করে দেই যে অটোমেশনে এনি টাইম কেউ একজন মানুষ একটা অর্ডার প্লেস করতেছে সে যে নাম্বারটা দিবে চেক আউটের সময় ওই নাম্বারে যেন অটোমেটিক একটা এসএমএস যায়
এরপর দুইদিন পরে যেন আরেকটা আপডেটেড এসএমএস পায় যে হচ্ছে গিয়ে আপনার অর্ডারটা কালকের মধ্যে চলে যাবে এরপরে দুই সপ্তাহ পর আবার যেন একটা এসএমএস দেয় যে আপনার কাছে এটা কেমন লাগে ছিল ভালো লাগছে নাকি এখন আপনি আমার কাছ থেকে মরিঙ্গা পাউডার কিনতে পারেন এই যে প্রসেসটা এটা ম্যানুয়ালি যদি আমি একটা মানুষকে দিয়ে করাই তাহলে আমার জন্য অপারেশন এক্সপেন্স অনেক বেশি যে ভুল হইতে পারে এই জিনিসগুলো অটোমেশন দিয়ে আমরা সলভ করে ফেলতে পারি এটা তো প্রত্যেকটা বলতেছি মার্কেটিং এর এঙ্গেলে জাস্ট মার্কেটিং এর এঙ্গেলে না অপারেশনস অনেক কাজে লাগে যে আমার অফিসে যখন প্রতি মানুষের এটেন্ডেন্স দেয়
মাসে এটেন্ডেন্স চেক করাটা আমার জন্য একটা বেজার আমার টুল বানানো আছে আমার অটোমেশন বানানো আছে প্রত্যেক মাসের পরে এক্সেল শিট থেকে যেটা আসবে সেটা প্রপারলি চ্যাটজিবিটি এনালাইসিস করে আমাকে whatsapp এ মেসেজে পাঠাবে তাদের নাম অনুসারে কে কয়দিন আসছে কে কদিন আসে নাই আমার এমপ্লয়ীদেরও whatsapp এ মেসেজ যাবে কে কদিন আসছে কে কয়দিন আসে এই অটোমেশন গুলা করাতে লাইফ অনেক ইজি হয়ে যায় অনেকগুলা স্টেপ আমার যেগুলা বারবার করা লাগে সেটা করা লাগে না হয়তোবা আমার জন্য এভরিডে 10 মিনিট এটা বাঁচাচ্ছে কিন্তু যখন আমি এটা রিপেল ইফেক্ট দেখি বা কম্পাউন্ড ইফেক্ট দেখি যে যদি প্রতিদিন 10 মিনিট
করে বাঁচায় তার মানে হচ্ছে গিয়ে আমার ছয় দিনে এক ঘন্টা বাঁচাচ্ছে 12 দিনে আমার দুই ঘন্টা বাঁচাচ্ছে আমার এক বছর অনেক ঘন্টা বাঁচায় দিচ্ছে কয়েকদিন বাঁচায়ে দিচ্ছে তো এগুলো আমরা আসলে দেখতে পারি না একটা আর্লি স্টেজ অন্ট্রপ্রেনারের জন্য তুমি প্রোডাক্ট এবং সার্ভিসের ছবির ব্যাপারটা তুমি বলতেছিলা তার সাথে যদি আমি আসি যে সে মার্কেটিং কমিউনিকেশনে যখন সে facebook বা youtube এ সে রেগুলে নিয়ে কথা বলতে যাচ্ছে পোস্ট করতে যাচ্ছে সে বিরাট ডিজিটাল মার্কেটিং টিম বা ডিজিটাল স্টুডিও অনেক কিছুতে অনেক ঝামেলা সেইখানে এআই তাকে কিভাবে হেল্প করতে পারে এই যে গল্পটা সাজানো লেটস সে একটা ফানেল তৈরি
করবে অথবা লেটস সে 50 টা facebook এ পোস্ট করবে যে এটা একটা ক্রাইসিস তৈরি করা মার্কেটের নিড তৈরি করা মানুষকে এফেক্টিভলি কমিউনিকেট করা এই জিনিসটাতে এআই কিভাবে হেল্প করতে পারে হচ্ছে গিয়ে বাংলাদেশে আমরা এখনো মজার একটা টুল আছে না মেনি চ্যাট এটা ইউজই করি না মেনি চ্যাট instagram এ ইউজ হয় এটাতে হয় কি যখন যখন বায়ার ইনকয়ারি করার জন্য মেসেজ দেয় আমাদের ফেসবুকে হয় কি জাস্ট একটা মেসেজ রিপ্লাই দেয় থ্যাংক ইউ ফর মেসেজিং আমি একটু পরে তোমাকে রিপ্লাই দিব এই instagram এমন এত সেটস অফ সিকুয়েন্স আছে প্রোবাবল প্রত্যেকটা অ্যানসারের জন্য অল্টারনেটিভ অ্যানসারস ও আপনার সাথে
15 মিনিট কথা বলে ফেলতে পারবে বটটা নিজে নিজেই মানুষজন আমরা ইউজুয়ালি যখন এটাকে বললাম না চ্যাট কাস্টমার সার্ভিসে কাজে লাগবে মানুষজন ভেবে নেয় কি খালি ওয়েবসাইটের পার্সোনালাইজ চ্যাটবোর্ড এরকম না instagram এ ওটা করা যায় instagram এ যদি কেউ মিনিচার্ট ইউজ করে এই প্রথম ধাপ ফিল্টারেশন করে ফেলে অলমোস্ট ক্লায়েন্ট এওয়ারনেস থেকে তাকে বিক্রি করে ফেলতে পারে পুরা ফানেলটাতে তাকে ক্লোজ করে ফেলতে পারে যদি প্রপার মেনিচ্যাট অটোমেশন থাকে ফেসবুকে এখন আসলে ভাই কি স্পেসিফিক অ্যানসার তো এখানে ডিফিকাল্ট কারণ সবকিছুই এতে করা যায় কিন্তু আমি যদি আমার থাকলে আমি কি করতাম সেটা বলি ধরেন আমি ফেসবুকে কন্টেন্ট পোস্ট
করা লাগবে আমার কন্টেন্ট ছাড়া জিনিসপত্র বিক্রি করা যায় না কন্টেন্ট দুই ভাবে পোস্ট করা যায় একটা হচ্ছে অর্গানিক একটা হচ্ছে গিয়ে পেইড কন্টেন্ট রাইট অর্গানিক হচ্ছে গিয়ে যেটা আমি কোন অ্যাড সার্চ রান করবো না পেইডেই হচ্ছে যেটাতে আমি পেইড মিডিয়া বাইং করতেছি facebook হোক youtube হোক এখানে আমি অ্যাড রান করবো বুস্ট করতেছি সো যেটা অর্গানিক সেখানের জন্য ধরেন আমার স্ক্রিপ্ট লেখা লাগবে স্ক্রিপ্টের জন্য আমার আইডিয়ার জন্য আমি চার জিবি ইউজ করে স্ক্রিপ্ট নিচ্ছি স্ক্রিপ্ট নেওয়ার পরে আমি হেজেন ইউজ করে সেটারে আমার ভিডিও বানায় ফেলতেছি 11 লেখা থেকে অডিও বানায় ফেলছি এডিটের জন্য আমি ইন ভিডিও
বা হচ্ছে গিয়ে ক্যাপশনস ভিআই ওরকম কোন এ টুল দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে দিয়ে ভিডিওটা এডিট করে ফেলতেছি তাড়াতাড়ি মিড জার্নি 4 gb থেকে এই ছবি বানায় দিছি ভিডিও এডিটর সুন্দর হওয়ার জন্য আমার ভিডিও এডিট শেষ এখন এগুলা আমি পোস্ট করবো আমার কয়টা পোস্ট করা উচিত মাসে কয়টা কন্টেন্ট ইজ গুড এই ক্রিয়েটিভ গুলা যখন দিব আমি অ্যাডের মধ্যে অ্যাড গুলার মধ্যে আমার বেস্ট প্র্যাকটিস কি চারজন কে জিজ্ঞেস করবো এই দেখো এটা ঠিক আছে নাকি ও আমাকে কনসাল্ট্যান্ট হিসেবে হেল্প করতে পারবে বুস্ট করার সময় ওই মাঝে মাঝে ভিডিও গুলোর উপরে কিছু টেক্সটও লেখা থাকে এটাকে
বলে কপি অ্যাড কপি অ্যাড কম্পিউটার লেখা পাঠাইতে পাঠাইতে পারি চার জিবিকে তুমি বলো এখানে আমি কি কি ভুল করছি এজ এ মার্কেটিং এক্সপার্ট এটা কোন কোন ইস্যুর জন্য আমি আমার কনভার্সন রেটটা আমার কমতে পারে ও আমাকে এগুলো বলতে পারবে এভাবে আমি আমার তাহলে প্রপার সিস্টেমটা বানাইলাম সিস্টেম বানানোর আগে অনেক ব্যাপার আছে সেটা হচ্ছে আমার প্রপার ফানেল বানানো টপ অফ দা ফানেল বুঝা মিডল অফ দা ফানেল বুঝা এরকম বটম অফ দা ফানেল বুঝা ফানেল জিনিসটা কি ফানেলের বাংলা কি আমি জানিনা যে তেল ঢালে চুঙ্গা কি বলে এটাকে চুঙ্গাই তো মানে বলে ফানেলের উপরের পার্ট হচ্ছে গিয়ে
যখন মানুষজন আসলে আমার প্রোডাক্ট নিয়ে বেশি জানে না কিন্তু সেই স্টেডিস হালকা হালকা যেমন ধরেন কেউ একজন টিভি কিনবে সে যদি google এ লিখে সার্চ দেয় টিভি সে একদম ফানেলের উপরের অংশে কেউ যদি নিচে এসে সার্চ দেয় 42 ইঞ্চি টিভি সে ফানেলের মিডেলের অংশে তার সে আরেকটু বেশি জানে আরেকটুই এওয়ার্ড তার কি লাগবে বটম অফ দা ফানেলে কে যে হচ্ছে ধরেন আমার 42 ইঞ্চির samsung টিভি লাগবে সে একদম পুরা জানে তার কি লাগবে সে পুরা ওয়ার্ম একটা লিড এই পুরা ফানেলটা কিভাবে আমি স্ট্রাকচার করবো এটা তো হচ্ছে গিয়ে একটা জেনারেল কনসেপ্ট বাট টেকনিক্যালি কিভাবে আমি
সাজাবো আমার প্রথম অর্গানিক ভিডিও বা পেইড অ্যাডস দিয়ে আমি হচ্ছে গিয়ে উপরের টপআপ ফানেল ভিডিও রাখবো মাঝখানে হচ্ছে গিয়ে আমি ল্যান্ডিং পেজে কনভার্ট করার পর তাকে একটা ভিএসএল দেখায় কনভার্ট করবো লাস্টে হচ্ছে তাকে আসলে আমার প্রোডাক্টটা বিক্রি করবো এই পুরা ফানেলের প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ টেকনিক্যাল অ্যাসপেক্ট থেকে শুরু করে জেনারেল অ্যাসপেক্ট পর্যন্ত আমার টিজি কে হইতে পারে ল্যান্ডিং পেইজে আমার কিরকম হওয়া উচিত আমার ভিএসএল এ কি স্ক্রিপ্ট থাকা উচিত ইচ এন্ড এভরি স্টেপে এআই ক্যান হেল্প মি আমার কন্টেন্ট স্কেজ কি হওয়া উচিত সবকিছুতে এআই ক্যান হেল্প বাট এআই ক্যান অনলি হেল্প মি যখন আমি জানি
আমার কিছু হেল্প দরকার সো আগে আমি যদি কিছুই বুঝি না আমি যে বলি এই আমারে তুমি সব করে দাও পারবে না আমার জানা লাগবে যে হচ্ছে আমার ল্যান্ডিং পেজ দরকার এটাও যদি না জানি ওটা জিজ্ঞেস করতে হবে যে আমি এটা ব্যবসা করতেছি আমার কি দরকার বলবে ল্যান্ডিং পেজ দরকার আচ্ছা এখন তাহলে বলো ল্যান্ডিং পেজে আমার ব্যবসায় কেমন হওয়া উচিত এটা আচ্ছা তাহলে ল্যান্ডিং পেজে আমি কি লেখবো আচ্ছা এটা লেখবো আচ্ছা এটা তাহলে এখন নিয়ে আমি হালকা একটু চেঞ্জ করে ফেলি এখানে আমি যদি বলি যে ভিডিও আমি ধরো সবাই তো ভিডিও করেছে একটা উদাহরণ দেই যে
বাংলাদেশে ফ্রেশি ফার্ম খুব ভালো ব্যবসা করছে গত দুই বছরে এখনো করতেছে কিন্তু ওদের মূল মার্কেটে ছিল কন্টেন্ট রাইটিং জাহিদ ভাই অনেকে তো কন্টেন্ট দিয়েও এখন অনেক ভালো করে সো সবার তো ধরো মানে ভিডিও ডেফিনেটলি খুব ভালো একটা ওয়ে সো তো কন্টেন্ট রাইটিং এ ডিজিটাল মার্কেটিং প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কন্টেন্ট রাইটিং একটা গল্প সাজাইতে গল্পটাকে ওইভাবে করে ইন্টারেস্টিং করে করে বিল্ড আপ করতে সেই ক্ষেত্রে মানে ভালো টুল কি হইতে পারে কিভাবে করা যেতে পারে এগেইন ম্যাক্সিমাম টুলই চ্যাট জিবির এপিআই দিয়েই বানানো আজকাল ওকে যদি এনাফ গল্প ফিট করা হয় ও আপনাকে ভালো একটা আনসার দিতে পারবে
দিন শেষে এটাই ডিপেন্ড করে যে আমি ওকে এনাফ ডেটা দিতেছি নাকি ভাই আর প্রপার কোশ্চেন করতে পারতেছি নাকি আর যখন আমার আরো বেশি স্পেসিফিক এরকম বারবার যখন আমার কপিরাইটিং এর দরকার আমার সময় বানায় নিতে হবে আমার একটা সুন্দর একটা মডেল যাকে আমি কন্টিনিউয়াসলি এতটা এটা ফিট করছি যে প্রত্যেকবার আমার নতুন যেন মডেল বানানো না লাগে আমি আর ওই মডেলটার কাছে যেন বাবা ফেরত যাইতে পারি যে অলরেডি জানে আমার কিরকম পছন্দ আমি কেমন আমার কেমন অ্যানসার দরকার আমার কেমন স্টোরি টেলিং দরকার তো আই থিংক এটাই হয়ে যায় দিন শেষে প্রপার যদি আমি ওকে ডিটেইলস না দিতে
পারি তাইলে এআই ক্যান নট গিভ মি এনিথিং তুমি একটা ভিডিও এডিটিং এর বিজনেস করতেছো তুমি কি কি পেইড এআই ইউজ করতেছো তুমি অনেক আমার অনেক সাবস্ক্রিপশন অনেকগুলো দেনা কোনটা হচ্ছে তোমার টপ ফাইভ গো টু পেইড এআই চ্যাটজিবিটি ফর এভরিথিং মেড জার্নি ফর গ্রাফিক্যাল নিমস রান এমএল ফর ভিডিও জেনারেশন এরপর হচ্ছে গিয়ে আই উইল গো উইথ ইনস্ট্যান্টলি ইনস্ট্যান্টলি কোর এআই না বাট হচ্ছে অনেক এআই ফিচারস আছে ইনস্ট্যান্টলিতে কি করা যায় ইনস্ট্যান্টলি তার একটা ম্যাস ইমেইল সেন্ডিং ফাংশন এখানে ওইটাই করি আর হচ্ছে লাস্টে বেসিক টুলে আমি কি কি ইউজ করি একদম কমপ্লিকেটেড যাইতে চাচ্ছি না ক্যানভা বলতে
পারি ক্যানভাতে অনেকে টুল আছে যেটা হচ্ছে গিয়ে এভরিডে পিচি বানানোর জন্য ক্যানভা ইজ এ ফ্যান্টাস্টিক সফটওয়্যার সো সবকিছু যেগুলা অনেক কঠিন ওইটাই যে ভালো এরকম না প্রপারলি ইউজ করতে পারলে বেসিক সফটওয়্যার গুলা চ্যাট জিবি পেইডে ও ইউ নিড পেইড চ্যাট জিবি টাকা দিয়ে কিনা দরকার না আমি বলছি এই যে মানে চ্যাট জিবি মার্কেটিং করতেছি এনিওয়ে অনেকের একটা বক্তব্য হচ্ছে যে চ্যাট জিবি ফ্রি আর পেইড একই জিনিস তুমি পে করতেছো তুমি কি কি পাও যেটা যে ফ্রি সে পায় না অনেক কিছু প্রথমত এখন চ্যাট জিবিটির লিমিটেশন আছে এক ঘন্টার মধ্যে মানে 20 টা 30 টা বেশি
অ্যানসার দেয় না বেশি ইমাজিনেশন করতে হলে ডালি দিয়ে ইমাজিনেশন বেশি করা যায় না অ্যানসার গুলা ভালো হয় না ব্যাক ডেটেড ডেটা আপ টু ডেটেড মডেল না ফাস্ট না অনেক স্লো ইফ ইউ রিয়েলি হ্যাভ টু ইউজ এআই মাসে ৳2000 টাকা 20 ডলার মনে হয় লাগে ইউ হ্যাভ টু স্পেন্ড দ্যাট আদারওয়াইজ টাফ আমরা এটা ৳2000 টাকা খরচ করতে পারবো তো অনেক প্যারা খেয়েছে কিন্তু টেক আউটে বার্গার খাইতে পারি আমরা এখন জাতীয় সমস্যা জাতীয় সমস্যা কারণ কি ট্যানজিবল না তো আমার নিজেরই গায়ে লাগে যে জিনিসটা টানজিবল হাতে হাতে ধরতে পারি না ওইটা নিয়ে আমরা একটু প্যারা খাই খরচ
করতে বাট আই থিংক উই হ্যাভ টু টেক দ্যাট লিপ অফ ফেইথ যদি এটা খরচ করতে না পারি তাহলে আমরা পিছায় যাব প্রথম প্রথম মনে যারা ইন্টারনেটের বিল দিতে তাদের মনে একটু কষ্ট লাগতো এখন যেমন ইটস নরমাল এটা আমরা সর্ট অফ টানজিবল বানায় ফেলছি এই জিনিসটা আমাদের আস্তে আস্তে হ্যাভ টু চেঞ্জ দা মাইন্ডসেট আর নাইলে আমার মত মনে যারা ইউজ করে তাদেরকে বিট করা টাফ হবে তুমি নর্থ সাউথে যখন ক্যাফেটেরিয়াতে ঘুরো বা উপর থেকে যখন তুমি নিজে এজ এ ড্রোন নর্থ সাউথের পোলাপানকে দেখো তোমার কাছে কি মনে হয় যে পোলাপান কি বুঝে না ইন দ্যা সেন্স
অলরেডি দেশে চার কোটি বেকার এবং একটা বিশাল সংখ্যক ছেলে এবং মেয়ে তাদের স্যালারি নিয়ে ফ্রাস্ট্রেটেড বিকজ তাদের স্যালারি লো এন্ড সেখানে আরো নতুন এত ছেলে পেলে 10 15 লাখ টাকা একটা চার তিন চার বছর প্রোগ্রাম করতেছে যেটার সাথে ইন্ডাস্ট্রির অনেক গ্যাপ তোমার কি মনে হয় পোলাপান কি বোঝেনা কিছুই বোঝেনা টু স্টার্ট টু ফিগার আউট আসল লাইফে কি লাগে কারণ আমি মুখস্ত করে গেলাম যে ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন দরকার ক্লায়েন্ট ডিলাইট দরকার কিন্তু ক্লায়েন্টের সাথে কথাই বলতে পারি না প্রফেশনাল একটা লিঙ্গ আছে লিঙ্গ ইউজ করতে পারি না তাকে আমি যদি জিজ্ঞেস করি ইওডি মানে কি বুঝে না ইটিএ
মানে কি বুঝে না কিন্তু সে লল মানে বুঝে লামাও মানে বুঝে তো ওই সময় আমি প্যারা খেয়েছি যে ছেলেকে বলি ইটিএ কি বুঝে না যে এস্টিমেটের টাইম অফ এরাইভাল এই লিঙ্গ গুলো দরকার এই বেসিকগুলো ইউনিভার্সিটি থেকে শিখানো দরকার কখন কাস্টমার সার্ভিসে আমার ক্লায়েন্ট যা বলবে সেটাই ঠিক ক্লায়েন্ট যদি কিছু বলে আমার ওর ভুল হইলো আমার ভুল হ্যাঁ সরি আমি ঠিক করে দিচ্ছি এই জিনিস বুঝে না আর্গুমেন্টে চলে যায় লজিক্যাল ডিসকাশনে চলে যায় এই জিনিসগুলো তো শিখানো টাফ ইউনিভার্সিটি থেকে যদি না শিখে আসে চার বছর ধরে শিখা দরকার যখন একজন মানুষ ধাপ করে ইউনিভার্সিটি থেকে বের
হইছে আমি ওকে ঢুকে ফেললাম একটা মার্কেটিং এক্সিকিউটিভ হিসেবে না ক্লায়েন্টের সাথে কথা বলতে পারছে না কাস্টমারের সাথে কথা বলতে পারতেছে কারণ তারা বুঝেই না হোয়াট ওয়ার্কস প্র্যাকটিক্যাল স্ট্রাটেজিস বুঝি না আমরা বুঝতেছি যে ধরেন আমি একটা ডিজিটাল মার্কেটার ইউনিভার্সিটি থেকে বেরিয়েছে নর্থ থেকে সে দেখতেছে যে এই একটা ফর্মুলা অন্যজনের জন্য কাজ করতে হইছে আমরা নিজের পারসপেক্টিভ থেকে ওইটাকে টেইলার করার চেষ্টা করি না আপনাকে আমি সহজে এক্সাম্পল দেই আমি বারবার আমি জামশ পর্যন্ত অনেক বড় ফ্যান যার বারবার আমি এক্সাম্পল আনতেছি সো সে হচ্ছে গিয়ে তার যদি অ্যাডে দেখেন তার ডেমোগ্রাফিক খালি গুলশান মরানীর মানুষ না তার ডেমোগ্রাফিক
সবাই ম্যাস মানুষ এজন্য তার ভিডিওর মধ্যে সে অনেক সুন্দর করে কথা বলে বাংলায় কথা বলে গুছায় কথা বলে যারা অর্ডার করতে পারে না ওয়েবসাইটে সে রাস্তার whatsapp নাম্বারও দিয়ে দেয় যেন সে জানে অনেকে আমার অ্যাড দেখে কিন্তু সে ভালো করে চালাইতে পারে না ওয়েবসাইট এটা দেখে মানুষ বালিশ বিক্রি করে ওই একই অ্যাডের একই ফর্মুলাতে সরি টু সে সবাই মনে করতেছে একটা পাঞ্জি পরে দাড়ি করে ভিডিও দাড়ি থাকে ভিডিও বানাইলে ইট ওয়ার্কস কিছু জায়গায় একটা গিমিক মনে হচ্ছে জেনুইন লাগতেছে না সেম টোন সেম স্ট্রাটেজি সেম স্টাইলে সব ব্যাটা আমি এখন এটাই দেখি আমার বালিশ থেকে শুরু
করে শিলাজিত কি নাই সব সেম ফর্মুলা হোয়াই ভেরিয়েশন কই আর দেখে আমার মনে হচ্ছে না এটা অরিজিনাল টু দেম ফর্মুলা একটা দেখছি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি কন্ট্রোল ভি কন্ট্রোল সি যখন এই নিজের পারসপেক্টিভ থেকে এটাকে আমি টেইলার করতে পারি না আমার ইউনিকনেস নাই তখন এই যে আমার কাছে মনে হচ্ছে এই যে বালিশ বিক্রি করে দেখে মনে হচ্ছে যে জামশেদ মজুমদারের রিপফ তার অরজিনাল কিছু নেই তাকে আমি মনেই রাখতে পারতেছি না বলছে যে জামশেদ মজুমদার ভাইয়ের মত যে ভিডিও বানায় সে হোয়াই জামশেদ মজুমদারের কম দামেই হয় তো এইটা তো বাজে বাট জামশেদ মজুমদারের মানে
কি বলবো মার্কেটিং যে কি বলবো প্রেজেন্সটা অনাটা ব্রিলিয়ান্ট ব্রিলিয়ান্ট সে এই চলো চলো চলো আমরা খেজুরের ইয়াতে ঢুকি আমি তো আর খেজুর কিনবো না তো আমি পুরা ভিডিও দেখি দেখতেই ভালো লাগে আমার কাছে এই জিনিসগুলো অনেকজন কপি করার চেষ্টা করতেছি যে এই যে সুন্দর মানে মাঝখানে সবাই এখন মধু দেখাবে এইটাই তো সমস্যা সুন্দরবনে তো মনে হয় এখন মানে কি বলবো মানে মধুর চাকের থেকে উঁচু বেশি এটাই আমার সমস্যা আমি ফ্রেন্ড থেকে শুদ্ধ মানে এখন বাঘ হরিণার থেকে উঁচু বেশি কারণ শুধু যাওয়ার পরে সবাই এখন শুদ্ধে যাওয়া শুরু করছে এটাই যে ডিজিটাল মার্কেটিং স্ট্রাটেজিস গুলা ইউনিভার্সিটি
থেকে যারা বের হলো তাদের এটাই সমস্যা ঠিক করে করতে পারে না প্লাস ভাই আমি যেটা সবসময় বলি এক্সপোজার টু ইনফরমেশন ইজ নট লার্নিং ইনফরমেশন তো ইউনিভার্সিটির পোলাপাইনে যেটা হয় তারা অনেক কিছু শুনতেছে শিখতেছে জানতেছে কিন্তু তাদের যেহেতু কোন অনগোইং প্রজেক্ট নাই সেটা ইউজ করতে পারতেছে না কারণ সব ইনফরমেশন কিন্তু ওইভাবে ইউজ হয় না ওইটা একটু অন্য এঙ্গেলে আমার প্রজেক্ট হিসাবে আমার লেন্সটাকে কাস্টম টেইলার করে একটু ডিফারেন্ট ভাবে ইউজ হয় যদি এমন কোন প্রজেক্ট নাই থাকে ওইভাবে স্ট্যাটিস গুলো আমি ইউজই করতে পারি না আমার কাছে ইভেন আরো বেসিক যে প্রবলেমটা ইউনিভার্সিটির পোলাপান যেটা বোঝে না সেটা
আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে দ্যা আইডিয়া অফ ক্রাইসিস প্ল্যানিং এন্ড ড্রাইভ মানে সে বুঝে না যে সেটা ক্রাইসিসে আছে সে মনে করে তার জীবনে কোন ক্রাইসিস নাই সে বুঝতেছে না তার লাইফে একটা বিশাল ক্রাইসিসে সে আছে কারণ তার বয়স এখন 21 এপ্রোক্সিমেটলি 20 21 এবং এই সময় সে যদি এটা শিখতে না পারে সে একটা বয়সে চাইলেও শিখতে পারবে না 35 একে শিখতে পারবে না এবং তার মানে তার অফিসের বস খুবই নিষ্ঠুর হবে সম্ভাবনা খুবই বেশি তো ওই নিশ্চয়তা সে নিতে পারবে না তো তার গার্লফ্রেন্ড ফোন না ধরলে সে নিতে পারে না সো তার
বসকে সে নিতে পারবে না এন্ড সে নিজেও বস হতে গেলেও বেশিরভাগ ছেলেপেলে পারবে না এক নাম্বার ক্রাইসিস সে বসে আরেকটা হচ্ছে গিয়ে যে তার যে তাকে তুমি যদি বলো যে ভাই তুই একটা কাজ কর তুই আজকে সামনের তিন দিন আড্ডা দিস না তুই এই চ্যাট রিপিডির সাথে তুই কথা বল তুই শিখবি ও পারবে না ও জাস্ট এই স্ট্রেসটা নিতে পারবে না ও গেম খেললে গেমই খেলবে প্রেম করলে প্রেমই করবে সিগারেট খেলে সিগারেট করবে এই যে একটা তার জন্য ডিসকমফর্ট নেওয়া যেটার কোন ইমিডিয়েট রেজাল্ট নাই সেটা সে নিতে পারে না এই জিনিসটা একটা খুব বড় ক্রাইসিস
আমি একটা ছোট্ট ছোট্ট জিনিস বললাম যে তুমি সামনের পাঁচ দিন প্রয়োজন এক কাপ চা বানায় নিজে বানায় চা খাবা তারপর তুমি একটা ভালো একটা দুধ চা বানানো শিখবা সেইটা কানাডায় গেলে হয়তো পারবে বাংলাদেশে সেটা পারবে না কারণ বাংলাদেশে সে মনে করে এটা তার কাজ না সেম ওয়ে তুমি যদি ধরো বলো যে চ্যাট জিবির সাথে তুমি একটু কথা বলো তো ফ্রি ফ্রি তুমি একটু কথা বলো তুমি প্রতিদিন কথা বলো ধরো সে তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা তোমার বস অথবা তোমার এমপ্লয় তুমি খালি কথা বলো একটা বড় অংশ আনফরচুনেটলি তারা সে কাজটা করে না আর তিন নাম্বার যেটা
সেটা হচ্ছে গিয়ে যে আমাকে উপরে উঠতে হবে আদারওয়াইজ আমি নিচে পড়ে যাব মানুষজন ড্রাইভের একটা সিম্পল মানে মানে আমি যেহেতু প্রচুর মানে ক্যারিয়ার আর বিজনেস রিলেটেড মানে মেন্টরিং করি বা মানুষজন এভার বাট যে জিনিসটা আমাকে সর্ট অফ ফ্রাস্ট্রেট করে যে মানুষ মনে করে কি যে ড্রাইভ থাকলে ভালো মানে জীবনে আগাইলে ভালো না গাইলেও চলে না না জিনিসটা এরকম যে এটা একটা স্লাইড তুমি হয় আগাবা নাহলে তুমি ধাপ করে অনেক পিছায় যাবা অনেকটা পিছায় যাবা তুমি কখনো একই জায়গায় থাকবা না জীবনে কেউ একই জায়গায় থাকে না তোমার বয়স বাড়তেছে তোমার এক্সপেক্টেশনস বাড়তেছে তোমার বাবা-মার তোমার উপরে
এক্সপেক্টেশনস বাড়তেছে তোমার আজকে যে ফ্রেন্ডের সাথে তোমার আড্ডা দিতে ভালো লাগে 10 বছর পরে তারে তোমার ভালো লাগবে না অথবা তার তোমারে ভালো লাগবে না ডিপেন্ডিং অন আসলে প্র্যাকটিক্যালি তুমি আসলে আগাইতেছো না পিছাইতেছো শুনতে খুব নিষ্ঠুর লাগে বাট দ্যাটস ট্রু সো আমার কাছে মনে হয় এইটা একটা আমার বয়সে ভাই ঢাকা আমার ঢাকার মধ্যে ঢাকায় স্পেশালি আমার বয়সী যারা তাদের মধ্যে আমি এই প্রবলেমগুলাই দেখি এজন্য আমি আমার কোম্পানিতে যখন হায়ার করার চেষ্টা করি আমি চেষ্টা করি ঢাকার বাইরের মানুষজনকে হায়ার করার হুম আমাকে আমি পাবলিক ইউনিভার্সিটিতে পড়ি নাই ভুল বলতে পারি বাট আমি যদি দেখি ম্যাক্সিমাম ভালো
স্টুডেন্ট পাবলিক ইউনিভার্সিটির মফসলের মানুষজন হুম অনেকে তাদের হাঙ্গারটা একটু বেশি অবশ্যই তো এদের প্রিভিলেজটা নাই যেহেতু প্রিভিলেজ নাই তাদেরকেই তো বেশি কাজ করে না যে তারাই দেখে আসলে বেটার সাকসিড করে খেয়াল করছো ঢাকার বাড়ি জেনজি নাই ইউ সি হোয়াট আই এম সেই রাইট লাইক আমার কাছে সবসময় মনে হয় যে জেনজি ইজ নট রিয়েলি এ জেনারেশন ইটস রিয়েলি মোর অফ ইকোসিস্টেম যে এনভাইরনমেন্ট ইটস এ বাবল ইটস এনভাইরনমেন্ট যে এনভাইরনমেন্ট নিয়ে একটা জেনারেশন বড় হইছে বাট ইটস নট এন্টায়ার জেনারেশন ওই একই আমি যদি মানে রোহিঙ্গা ক্যাম্পে গিয়ে ওই একই 17 বছরের ছেলেটাকে নেই ভার্সেস সাতক্ষীরা থেকে 17
বছর ছেলেটা নেই আর আমি যদি লেটস সে ধানমন্নি বাড়িধারা 17 বছর ছেলেটা নেই দে আর অল জেন্জি ইন ওয়ান সেন্স বাট তাদের অ্যাটিটিউড কমপ্লিটলি ডিফারেন্ট কমপ্লিটলি ডিফারেন্ট তাদের ড্রাইভ ডিফারেন্ট কনফিডেন্স ডিফারেন্ট উপরে উঠার ইচ্ছা ডিফারেন্ট সো ইয়া মানে জেন্সি সেন্স পয়েন্ট অফ প্রিভিলেজ আর যেটা আপনি বললেন যে আমাদের ডিলিট গ্রাটিফিকেশনটা নাই গ্রাটিফিকেশন আমরা ব্রেইন হ্যাক ডোপাবিন এডিক্ট ডোপাবিন পাওয়া রিলস instagram স্ক্রল করা এত ইজি পাওয়া যায় এটা বাদ যেগুলো বলছিলেন মানুষের জন্য যদি একদম হিউম্যান কোড নিজেও যাই আগের সময় মানুষজন হান্ট করতো খাবার দাবারের জন্য মানুষজন বিয়ে করতো হচ্ছে গিয়ে তাদের ম্যাসুলিটির যে নিডস দরকার
তাদের ফিজিক্যাল নিডস মিট করার জন্য এখন ইউ ক্যান জাস্ট ইট ফ্রম ইউর ইন্টারনেট ফ্রম ইউর ফোন দ্যাট ব্রেইনস ইউ যখন উই ক্যান গেট দ্যাট সর্ট অফ ডোপামিন জাস্ট মোবাইলে একটু গুগল সার্চ দিলে ওই সময় দ্যাট গেটস ইউ ওই সময় ওই ডিলে ডোপামিন আমরা পাই না আমি নিজে ধরেন ওই টাইপের এরিয়াতে আমি জিমে যেতে পারতেছি না যদি আমি জিমে যেতাম তাহলে আমি একটা ডোপামিন পাইতাম যেটা হেলদি ডোপামিন বাট অফ দ্যাট আমি অন্য জায়গা থেকে ভাই গেম খেলে ডোবাবিন ভাই সামথিং আইডু ওই জায়গাগুলো আমাদের মনে হয় স্পেশালি আমার পিয়ারসদের মাঝখানে এটা একটা ঝামেলা স্পেশালি আমি ভাবি মাঝে
মাঝে যে আমাদের বাবালের যে মানুষজন তারা কি করবে কারণ ঢাকার ভিতরে যে প্রিভিলেজ পয়েন্ট আমি যেমন দেখি হচ্ছে যে আমি এত প্রিভিলেজ আছি মফসলে সাতক্ষীরা আপনার যে বলেন যে রোহিঙ্গা ক্যাম্পের যে একজন যদি পারে তার প্রিভিলেজ ছাড়াই পারে আমার প্রিভিলেজ থাকার পরে তাহলে আমি কি করতেছি আমার তো তার থেকে তিন গুণ বেশি করার কথা আমার এক্সেস আছে অনেক জায়গায় তাদের এটা নাই ওইখানে এখান থেকে টাফ আই সিজ ক্যাটালিস্ট যেটা সবার আসলে দেখা উচিত বাট আমি জানিনা কেন আমাদের মধ্যে অনেকেরই এই সেন্স অফ আর্জেন্সিটা নাই এটা বুঝা টাফ আমার জন্য যেমন হয়ে গেছে যে এরকমই একটা
যখন করোনা টোনা ছিল অন ফাইনান্সিয়াল ক্রাইসিস আমাদের দরকার ছিল এজন্য আমার জন্য আই ওয়াজ ইভেন লাকি হয়তো আমি ওইটা এরকম ক্রাইসিস না পড়ে তবে আমি আসলে রিয়ালাইজও করতাম না যে আসলে এটা আমি করা দরকার নাকি সো আই থিংক সবার একটু ধাক্কা দরকার ধাক্কাটা ছাড়া টাফ রিয়ালাইজ করা যে জিনিসটা কেমন আদারওয়াইজ ইউনিভার্সিটি ধাপ করে যখন মার্কেটে নেমে যায় ওই সময় যখন দেখে এই অবস্থা ওই সময় টাফ টু হ্যান্ডেল আমার কাছে স্টুডেন্ট লাইফের তিনটা ব্লেসিং একটা হচ্ছে প্রেসার একটা হচ্ছে পেইন একটা হচ্ছে ছ্যাকা তিনটা জিনিস যদি ঠিকমত খাওয়া যায় এবং যদি কেউ রিকভার করে দ্যাটস এ বিগ
সাইন যে সে অথবা ভালো করবে আর এই তিনটা যদি সে কখনো এই তিনটা জিনিস যদি তাকে টাচই না করে অথবা তিনটা জিনিস হওয়ার পরে প্রেসার পেইন থাকা তারপর যদি সে কলাপস করে দ্যাটস এ গুড ফিল্টার যে ভাই কারে দিয়ে হবে হবে না তাহলে সাইকোলজিতে হোয়াট সর্ট অফ মাইন্ডসেট একজন আমার বয়সী 20 21 ইউনিভার্সিটিতে যাদের পড়ে বা কলেজে পড়ে মাত্র কি মাইন্ডসেট থাকা উচিত যে এখান থেকে তারা এই ডিলেট গ্রাটিফিকেশনে ফোকাস করতে পারবে যে ইমিডিয়েট আমার খুশি হইতে হবে না লং টার্ম কিছু যেন করতে পারি মাইন্ডসেটটা কি থাকা উচিত মাইন্ডসেটটা অনেক ভেগে একটা কোশ্চেন স্ট্যান্ডার্ড প্র্যাকটিসেস
কি থাকা উচিত স্পেসিফিক আমি যদি জিমে যাই বা আমি যদি কোন কিছু একটা মেডিটেশন করি কি করা যাইতে পারে জাস্ট টু গেট মাই হেড স্ট্রেট এন্ড ঢাকা এত যান্ত্রিক টাফ কয়েকটা মানে এটা বলার আগে একটা ছোট্ট একটা পয়েন্ট বলি যে তুমি একটু আগে হান্টারের এক্সাম্পলটা দিলা না অথবা তুমি বললা না যে বিয়ে করতে হবে এটা মেয়েকে জিততে হবে বা ইভেন বাইসন বাইসনকে দুইটা বাইসন যুদ্ধ করে মেয়ের পাল পাওয়ার জন্য ইভেন আজকে থেকে 3000 বছর আগে পুরুষদের মধ্যেও মানুষের মধ্যে আবার এরকম ছিল রিজন যে হান্টিং করতে যাচ্ছে তার যদি সে যদি গুহায় বসে থাকে তখনই যদি
একটা হরিণ তার কাছে এসে শুয়ে পড়তো সেহেতু রানিং করতে যাইত না আমি এজন্য কথাটা বললাম যে আমাদের বর্তমানে আমাদের যে এনভাইরনমেন্টে দুইটা বড় প্রবলেম একটা হচ্ছে প্যারেন্টিং প্রবলেম এডুকেশন প্রবলেম এই দুইটার কোনটাই আমাদেরকে আনকমফর্টেবল জোনে যাইতে বাধ্য করে না বা আমাদেরকে কোন কষ্ট করতে বাধ্য করে না যে প্রেসারটা দেয় মুখস্ত করার প্রেসার এটা যথেষ্ট মানে যথেষ্ট না বা যৌক্তিক প্রেসার না সো আমাদের যেই টাইপ অফ প্রেসার গুলো আমাদের দরকার কনফিডেন্স বাড়ানোর জন্য ড্রাইভ বাড়ানোর জন্য সেটা আমাদের প্যারেন্টস অথবা আমাদের স্কুল সিস্টেম বা আমাদের ইউনিভার্সিটিস দিচ্ছে না রাইট অ্যামাউন্ট অফ স্ট্রেস দিচ্ছে না ইদার স্ট্রেস দিচ্ছে
না অথবা রং টাইপ অফ স্ট্রেস দিচ্ছে লেটস সে আব্বা আম্মা বলতেছে তোরে দিয়ে কিছু হবে না অথবা টিচাররা এমন একটা জিনিস মুখস্ত করাইতেছে যেটার আসলে প্রয়োজন নাই যেটা অপ্রাসঙ্গিক অথবা তার ট্যালেন্ট বুঝে তাকে স্ট্রেস দিচ্ছে না তো সেটা সেটা হচ্ছে একটা বাট এখন হচ্ছে কি যা হইছে হইছে আর আমি কি করব আমি সবাইকে যেটা বলি সেটা হচ্ছে গিয়ে যদি তোমার বয়স লেটস সে 15 থেকে 22 হয় এক নাম্বার যেটা কাজ সেটা হচ্ছে গিয়ে যে তোমার দম বাড়াও তোমার দম লাইক তুমি দৌড়াইলে কতক্ষণ দৌড়াইতে পারবা তুমি বুক দিলে কতক্ষণ কয়বার বুক দিতে পারবা হোয়াই তোমার যখন
দম বাড়বে এটা অটোমেটিক্যালি মিন করে যে তোমার আসলে অন্যদের থেকে আত্মবিশ্বাস বেশি এটা তোমার মেন্টাল রেজিলিয়েন্স কে সাইকোলজিক্যাল রেজিলিয়েন্স কে বাড়ায় বিনা পয়সায় সো তোমার দম বাড়াইতে হবে তোমার সিক্স প্যাক থাকার দরকার নাই তোমার মানে তুমি ওয়েট লিফটিং করতে পারো সেগুলো সবই ভালো বাট মূল জিনিসটা হচ্ছে গিয়ে তোমার স্ট্যামিনা বাড়াও তোমার যখন স্ট্যামিনা বাড়বে তোমার রেজিলিয়েন্স বাড়বে এতে তোমাকে আনকমফর্টেবল জোনে যাওয়ার একটা তোমার স্ট্রেন্থ দিবে এক নাম্বার দুই নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে রুটিন করে অপরিচিত মানুষের সাথে মেশো অপরিচিত মানুষের সাথে মিশনা এই যে ছোটবেলা একটা কথা এটা থেকে বের হও তোমার কাজই হইলো অপরিচিত
মানুষের সাথে মেশা 15 বছর পরে কারণ অপরিচিত মানুষ অপরিচিত এনভাইরনমেন্টই তোমারে একটা কিছু শেখাবে ভুল ঠিক শেখাবে যেই জিনিসটা তোমার দরকার তুমি একটা মানে মুরগি কেনার সময় মুরগি ওয়ালার সাথে দামাদামি করো তুমি এখান থেকে কিছু শিখবা যে সে কেমনে তোমাকে বেঁচে সে কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করছে ওইখানে একটা জ্ঞান আছে যেই জ্ঞানটা তোমার ইউনিভার্সিটিতে নাই তুমি একটা তোমার একটা অপরিচিত চাচা যারে তোমার বিরক্ত লাগে তার সাথে তুমি আধা ঘন্টা কথা বলো জাস্ট একবার তুমি দেখো তার মধ্যেও একটা জ্ঞান আছে যে জ্ঞানটা তোমার কাছে নাই সে খারাপ হইলেও তার কাছে একটা জ্ঞান আছে সে ভালো হইতে
হবে পৃথিবীতে তুমি খালি ভালো মানুষের কাছেই তুমি জ্ঞান পাবা না তুমি খারাপ মানুষের কাছে একটা জ্ঞান আছে যেই জ্ঞানটা তোমার দরকার বাট তুমি খালি তোমার কমফর্টেবল গার্লফ্রেন্ড কমফর্টেবল ফ্রেন্ড কমফর্টেবল আড্ডার জোন ওইটার মধ্যে তুমি আটকায় যাও না তুমি একটা কুয়ার ব্যাঙ হবা এই কুয়ার ব্যাঙ হওয়া তোমার শেষ করে ফেলবে তোমাকে আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে তোমার তুমি আদার দেন তোমার একাডেমিক পড়াশোনা তুমি জেনুইনলি নিজেরা কোশ্চেন করো যে তুমি এর বাইরে আসলে করতেছো ওটা কি তোমার ডেভেলপমেন্টের জন্য সেলফ ডেভেলপমেন্টের জন্য বিকজ দিনের শেষে বেস্ট ইনভেস্টমেন্ট ইজ অন ইউর ইনভেস্টমেন্ট তুমি যে বলতেছো তুমি
শিক্ষিত হবা বাট তুমি শিক্ষিত হওয়ার জন্য তোমার একাডেমিক পড়াশোনা বাইরে তুমি যদি এটলিস্ট সপ্তাহে পাঁচ ঘন্টা করে সময় দাও সেখানে তুমি এআই শিখো সেখানে তুমি হোয়াট এভার শিখো সেখানে তুমি একটা ফ্রি ইন্টার্নশিপ করো তুমি কোন বড় ভাইয়ের সাথে কাজ করো তুমি জাস্ট সপ্তাহে পাঁচটা ঘন্টা তুমি দাও অথবা তুমি বই পড়ো অথবা তুমি খুব রিলিজিয়াসলি কোন একটা ভালো পডকাস্ট চ্যানেল শোনো আমারটা শুনতে হবে না অন্য কোন ভালো পডকাস্ট চ্যানেল শোনো কোন সমস্যা নাই যেটাই শোনো তুমি অনেক কিছু শিখবা তুমি অনেক কিছু শিখবা ঢাকার বাইরের একটা ছেলে আমার কাছে একবার আসছে তখন আমার এপ্রোক্সিমেটলি 85 নাম্বার পডকাস্ট
চলে এখন বোধহয় 106 ছেলেটা আই ওয়াজ ভেরি সারপ্রাইজড আমি কখনো এটা আশা করি বলছি সে আমার প্রত্যেকটা পডকাস্ট ক্লাসের মত করে সে নেয় এবং সে লেখে এবং ক্লাস নোট করে আর কি বেসিক্যালি পডকাস্ট গুলো হচ্ছে তার ক্লাসের মত আমি ওকে বলছি যে দেখো তুমি যত বড় ক্লাস নোট নিছো আমি কোন পডকাস্ট করার আগে এত বড় স্ক্রিপ্ট বানানোর কথা চিন্তাও করি নাই বিষয়টা হইলো ও আমাকে বলতেছে যে এই পডকাস্ট গুলো ওকে কতভাবে হেল্প করছে এখন বিষয়টা আমার কাছে যেটা সারপ্রাইজিং সেটা হইলো আমি যে কথাগুলো বলছি আমি সিওর এই কথাগুলো আরো অনেকে বলছে আরো অনেক ভাবে বলছে
আমি জানিও না ছেলেটাকে চিনিও না কিন্তু ইটস জাস্ট ও যে পরিমাণ ওর জন্য বেনিফিট এখান থেকে করতে পারছে সো একই youtube আমি ইউজ করি তুমি ইউজ করো আরেকজন কেউ ইউজ করে আরো 1000 মানুষ ইউজ করে বাট কে কতটুকু জুস এক্সট্রাক্ট করতে পারে বেনিফিট এক্সট্রা খেলাটা ওইখানে সো পডকাস্ট শো বা বই এটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ওইখান থেকে তুমি নিজের জন্য কি আমরা নিতে পারি খেলাটা ওইখানে ধরো চ্যাট জিবি সবার জন্যই ফ্রি তুমি চ্যাট জিবি থেকে অনেক কিছু নিতে পারতেছো যেটা আমি নিতে পারতেছি না তুমি এখানে আগাইতেছো আমি আগাইতেছি না দ্যাটস দা হার্স ট্রুথ সো এই
তিনটা হচ্ছে গিয়ে আমার একদম প্রাইমারি পয়েন্ট যে ভাই দৌড়াও বা তোমার স্ট্যামিনা বাড়াও দুই নাম্বার যেটা পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে যে তুমি বোঝার চেষ্টা করো যে তুমি আননোন এনভাইরনমেন্ট আননোন মানুষ হচ্ছে একমাত্র ওয়ে যেটার মাধ্যমে তুমি আসলে নতুন একটা কিছু জানবা ডেফিনেটলি তুমি আননোন একটা মানুষকে গিয়ে তুমি সব টাকা দিবা না অথবা আননোন একটা মানুষের সাথে প্রেম করা শুরু করবা সেটা বুঝাই নাই বাট আমি যেটা বলছি আননোন এক্সপোজার তোমার মাথা খুলবে আর তিন নাম্বার যেটা সেটা হচ্ছে গিয়ে যে তুমি এটলিস্ট সপ্তাহে পাঁচটা ঘন্টা একদম একাডেমিক পড়াশোনার বাইরে কিছু একটা শেখো ইদার ইন্টার্নশিপে ইদার পডকাস্টে ইদার
বই পড়ার মাধ্যমে যেকোনো ভাবে হোক কখনো কখনো আমার কাছে এখন মনে হয় যে যদি এই কথাটা বলার কারণে মানুষ আমাকে গালাগালি করবে বাট কিছু কিছু ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে পডকাস্ট ইজ ইজিয়ার ওয়ে টু লার্ন দেন বুক কারণ মানুষ এখন বই কিনে বই পড়ে না পডকাস্টে মানুষ যেভাবে অডিও ভিজুয়ালটা পায় শেখাটা যদি হয় এটলিস্ট বই পড়াটা যদি আইডিয়াল হয় বাট যেহেতু এটা হচ্ছে না জাস্ট ফলো আ গুড পডকাস্ট চ্যানেল ইন্ডিয়ান হইতে পারে আমেরিকান হইতে পারে ইউরোপিয়ান হইতে পারে এটা ইস্যুটা না ইস্যুটা হচ্ছে একটা চ্যানেল যেটা তোমার কাছে মনে হয় তোমাকে একটু মানে জেনুইনলি অনেক কিছু শিখাবে সো
দিস আর দ্যা থ্রি পয়েন্ট যেটা আমার কাছে মনে হয় ইম্পর্টেন্ট রাইট টাফ টেক্সিকিউ খুব বেশি টাফ না খুব বেশি টাফ না কারণ তুমি যদি চিন্তা করো যে এটা কতক্ষণ সময় লাগে বেশিক্ষণ সময় লাগে যে কমফর্টেবল হয়ে গেছে তো ভাই আমার একটা ইয়ার সাথে এই কমফর্ট জোন থেকে যেটা বললেন বের হওয়া এটাই অনেক আনকমফর্টেবল হুম এটা লাস্ট একটা পয়েন্ট যেটা মানে শেষ করার আগে আমি যেটা বলবো সেটা হচ্ছে গিয়ে যে এআই টুলস গুলার মধ্যে পার্টিকুলারলি ক্যারিয়ার ডেভেলপমেন্ট বিজনেসের জায়গায় কোন টুলগুলা তুমি নেক্সট ধরো এক দুই বছরে পাঁচ বছর এখন অনেক বেশি লম্বা হয়ে গেছে এআই এর
ডেভেলপমেন্ট যে সুবিধা হচ্ছে এক দুই বছরে যেটা তোমাকে এক্সাইট করে এবং কেন দুই বছরে ভাই অনেক বেশি ছয় মাসও অনেক বেশি বাট আই উড সে আমি আরেকটু এআই এখন পর্যন্ত বলে দিতে পারি কি করতে হবে বাট আমার জন্য করে দিতে পারবে এরকম আরো বেশি টুল দেখতে চাই স্পেশালি অটোমেশনের এই জায়গা থেকে এখানে অটোমেশন ওরা নিজেরা নিজেরা করতে পারবে স্পেশালি টেক্সটের জায়গা থেকে যে অডিওতে এখন অনেকে কাস্টমার সার্ভিসে কথা বলতেছে এগুলো আরেকটু বেটার দেখতে চাই ভিডিও জেনারেশন বেটার দেখতে চাই মেইন হচ্ছে ওভারঅল পুরা ল্যান্ডস্কেপটা এখন এত ভ্যারিটি নতুন প্রত্যেকদিন এত নতুন নতুন টুল আসতেছে সবকিছু নিয়ে
অনেক এক্সাইটেড বাট স্পেশালি আমি এক্সাইটেড হচ্ছে জ্যাপি আর মেক এই দুইটা নিয়ে দুইটা হচ্ছে গিয়ে অটোমেশনস বানায় এরা আরো কত ইউনিক ইউনিক ওয়েতে অটোমেশনস করতে পারে যেটা আমাদের লাইফ ইজি করে দিবে ম্যানুয়াল প্রসেস গুলা কমায় দিতে পারে এগুলা নিয়ে একটু এক্সাইটেড জ্যাপিয়ার নিয়ে তুমি আমাকে একটু বলো জ্যাপিয়ার এখন অনেকে ইউজ করতেছে আমি করতেছি না জ্যাপিয়ার আসলে কি করে যেটা এক্সিলেন্ট জ্যাপিয়ার হচ্ছে গিয়ে অটোমেশন আর সিস্টেম বানায় দেয় আমি কিভাবে ইউজ করি আমি এটা বলি আমার একটা প্রজেক্ট ম্যানেজমেন্ট টুল আছে এটার নাম হচ্ছে গিয়ে ক্লিক আপ আমার 35 জন মানুষ প্রতিদিন কি কাজ করে কোন ক্লায়েন্ট
কি আসে এই ডিটেইলস আমার মাথায় রাখা সম্ভব না তো ক্লিক আপ এটা ম্যানেজ করি প্লাস কোন ক্লায়েন্টকে আমি মেসেজ দিছি কোন ক্লায়েন্ট কে মেসেজ দেই নাই কোন ক্লায়েন্ট ইমেইলে তারা ইন্টারেস্টেড কার সাথে আমার সেলস কল যাবতীয় যত কিছু দরকার আমার ব্যবসা পুরোটা ক্লিক অ্যাপের ভিতরে এখন ক্লিক অ্যাপে যখন যখন আমার এডিটর একটা কাজ রেডি করে দিছে রিভিউ এর জন্য ওই সময় সময় আমি টেলিগ্রামে একটা মেসেজ পাই কারণ আমার ক্লিক অ্যাপে এত নোটিফিকেশন পাও আমার জন্য বেচার যখন যখন কোন একটা ক্লায়েন্ট আমাকে হচ্ছে ইমেইলের রিপ্লাই দেয় ইমেইল খুলে আবার দেখা প্যারা আবার টেলিগ্রাম এ মেসেজ পাই
যখন যখন আমি ভিডিওটা আপলোড দেই ক্লায়েন্টের জন্য ক্লায়েন্ট তার স্ল্যাকে একটা মেসেজ পায় যে তোমার ভিডিও ক্লিক আপলোড হয়ে গেছে এই মেসেজগুলা তো একজন মানুষের মেসেজ ম্যানুয়ালি দেওয়া লাগে যে এই দেখো তোমার ভিডিওটা আপলোড হইছে google ড্রাইভে চেক করো এটা জ্যাপের অটোমেটিক করে দিছে আমার জন্য সিস্টেম বানায় রাখছে যখন যখন এডিটর এটা রিভিউতে দিয়ে দিছে অটোমেটিক সে একটা মেসেজ পেয়ে যাবে খালি মেসেজ না মানে আমি তো একটা টাস্ক ক্রিয়েট করছি আমি ক্লিক আপে একটা ভিডিও এডিটের জন্য ওই নেমের সাথে ওই টাস্কটা ক্রিয়েট করার 30 সেকেন্ডের মধ্যে অটোমেটিক গুগল ড্রাইভ একটা ফোল্ডার হয়ে যাবে ফোল্ডারের ওই
লিংকটা অটোমেটিক ওই টাস্কের কমেন্ট হিসেবে চলে আসবে বেসিক জিনিস করতে তিন মিনিট সময় লাগতো বাট যখন আর 35 জনের তিন মিনিট করে লাগে এভরিডে ওই সময় সেভ এ লট অফ টাইম এই টুকিটাকি টুকিটাকি করে করে অনেক কিছু করে ফেলা যায় জ্যাপিয়ার দিয়ে মানে যাবতীয় যা কিছু আপনি ভাবতে পারেন বেসিক লেভেল যেটার জন্য ইন্টেলিজেন্স কম লাগে বাট ম্যানুয়ালি করা লাগে সবকিছু করে দিতে পারবে আপনার জন্য সিস্টেম গুলো বানায় দিতে পারবে সো জ্যাপিয়ার ইজ দেয়ার শুড বি ট্রিগার এন্ড অ্যান অ্যাকশন সো আপনি কোন কিছুতে একটা ট্রিগার করবেন ওই ট্রিগারটার পরে অনেকগুলো সিকুয়েন্স থাকবে সিকুয়েন্সের পরেও অ্যাকশন হবে
হচ্ছে গিয়ে আপনি একটা বাটন টিপ দিলে আপনার এখানে একজন কফি নিয়ে আসে বাটনটা হচ্ছে গিয়ে আমার ট্রিগার কফিটা নিয়ে আসা হচ্ছে গিয়ে আমার অ্যাকশন এরপর কফি পড়া বা চানাচু আনতে পারে অনেক কিছু আনতে পারে সবগুলোই আমার অ্যাকশন বাট একটা ট্রিগার থাকা লাগবে আমার তো ওইটা যদি আমি ফিগার আউট করে ফেলতে পারি তাহলে যেমন আমি আপনাকে একটা মজার জিনিস বলি আমরা ক্লায়েন্টের জন্য মাঝে মাঝে আপওয়ার্কের একটা ফ্রিল্যান্স প্লাটফর্ম আছে এটা ইউজ করতাম বেশি ইউজ করি এটা মাঝে মাঝে ইউজ করি আপার্কে সমস্যা হইছে কি আপকের নোটিফিকেশন দেরিতে আসে কোন এক কারণে দেরিতে আসে কিন্তু আপওয়ার্কের ইমেইল না
আমার সাথে সাথে আসে এখন আমার আপওয়ার্কের অ্যাকাউন্ট আমার মানে ম্যানেজমেন্টের কাছে দেওয়া আছে কিন্তু আমার ইমেইলটা ওদের কাছে দেওয়া নাই আমার পার্সোনাল ইমেইল এটা আমি দিব না এখন ওর আপকে নোটিফিকেশন দেরিতে আসে ইমেইল নোটিফিকেশন আবার আসে কিন্তু আমার কাছে আসে ওদের কাছে তো আসে না ওদের আপওয়ার্কে রিপ্লাই দিতে দিতে 20 মিনিট সময় লেগে যায় এজন্য আমি করছি একটা অটোমেশন বানাইছি যখন যখন আপওয়ার্কের ইমেইল আসবে আমার তখন তখন টেলিগ্রাম ওদের কাছে মেসেজ আসবে যে আপুকে এটা মেসেজ আসছে টেলিগ্রাম এ মেসেজ সাথে সাথে যায় নোটিফিকেশন আর সমস্যা হচ্ছে আপওয়ার্কে আবার অনেক রকমের মেসেজ আসে অনেক রকমের ইমেইল
আসে তো আমি এখানে ফিল্টার করে রাখছি যখন যখন ইমেইল আসবে আর ইমেইলের উপর লেখা থাকবে যে ক্লায়েন্ট মেসেজ দিছে অর্ডার এপ্রুভ হইছে এপ্রুভ হইছে এইসব না যখন যখন দেখা যাচ্ছে ক্লায়েন্ট মেসেজ দিছে তখন তখন শুধুমাত্র টেলিগ্রামে এ মেসেজ হয়ে যাবে তো এইভাবে ফিল্টার ডিলিটার করে ট্রিগার সেট করছি যেটা দিয়ে আমার একটা অনেক বড় হ্যাসাল কমে গেছে দেরি করা লাগতেছে না আমার তো এভরিডে অনেক সবকিছুই অটোমেট করে দেওয়া যায় দিয়ে গ্রেট ইন্টারেস্টিং আমিও চিন্তা করবো লাইভ স্ট্রিম কি করা যায় সো থ্যাঙ্ক ইউ ভাইয়া তোমার সাথে একটা চমৎকার একটা সকাল কাটলো এন্ড অনেক কিছু শিখলাম হোপফুলি ক্লায়েন্টরাও
শিখবে অডিয়েন্সও শিখবে সরি এন্ড আশা করা যায় ফিউচারে আরো কিছু ইন্টারেস্টিং কোন কিছু নিয়ে আড্ডা দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ভাইয়া থ্যাংক ইউ থ্যাংক ইউ