[মিউজিক] আপনি যখন বিদেশে ফোন করেন কিংবা বিদেশ থেকে কেউ আপনার নম্বরে ফোন করে তখন সেটি সরাসরি হ্যান্ডসেটে আসে না রিংটোন বাজে কয়েকটি ধাপ পেরিয়ে এই ধাপগুলো হচ্ছে গেটওয়ে বিদেশ থেকে প্রথমে কল আসে ইন্টারন্যাশনাল গেটওয়ে বা আইজি ডব্লিউ অপারেটরের কাছে এরপর যায় ইন্টারকানেকশন এক্সচেঞ্জ আইসিএক্স এ এই এক্সচেঞ্জ অপারেটর কলটি পাঠিয়ে দেয় নির্ধারিত মোবাইল অথবা ল্যান্ডফোন অপারেটরে অবৈধ পথে কল আসা যাওয়া বন্ধ করা এবং সরকারের রাজস্ব আদায়ে 2008 সালে ইন্টারন্যাশনাল লং ডিস্টেন্স টেলিকমিশন সার্ভিস নামে পলিসির আওতায় তিন স্তর ভিত্তিক এই পদ্ধতি চালু করে বিটিআরসি 2009-10 অর্থবছরের প্রতি মাসে ইনকামিং কল ছিল 100 কোটি মিনিটের বেশি আর প্রতি
মিনিট কল রেট ছিল তিন মার্কিন সেন্ট অর্থাৎ প্রতি মাসে 210 কোটি টাকার বেশি বাজার এটি 2015 সালে বছরে 5000 কোটি টাকার আন্তর্জাতিক কল ব্যবসা দখলে মরিয়া হয়ে শেখ হাসিনা সরকারের প্রভাবশালী কয়েকজন আগের তিনটির পাশাপাশি আইজিডব্লিউ অপারেটরের লাইসেন্স দেওয়া হয় নতুন 26 প্রতিষ্ঠানকে এসময় দৃশ্যপটে আসেন সালমান রহমান তার প্রতিষ্ঠান গ্লোবাল ভয়েসের চাপে পাল্টে যায় আন্তর্জাতিক কল আসা যাওয়ার কাঠামো তিন স্তরের পলিসি পাশ কাটিয়ে গঠন করা হয় চার স্তর নতুন গঠন করার দ্বিতীয় স্তরে মধ্যস সত্যভোগী হিসেবে আবির্ভূত হয় সালমানের নেতৃত্বে সাত সদস্যের আইজিডব্লিউ অপারেটরস ফোরাম জুড়ে দেয়া হয় প্রতিটি দল শুধুমাত্র এই ফোরামের মাধ্যমেই বন্টনের শর্ত তখন
পরীক্ষামূলকভাবে তিন থেকে ছয় মাসের কথা বলা হলেও এখনো চলছে তাদের এই সিন্ডিকেট বাণিজ্য এই স্যান্ডবক্স পিরিয়ডটা আইদার তিন মাসের অথবা এক বছরের ম্যাক্সিমাম হতে পারে দুর্ভাগ্যক্রমে আমাদের নয় বছর যদি আমরা না করে থাকি তার মনে এটার পিছনে কোন কারণ আছে কেউ না কেউ এটাকে মানে রেপ্লিকে মানে এটাকে হার্নেস করছে পিছনে হঠাৎ করে এই ধরনের একটা টায়ার সিস্টেম যখন নিয়ে আসা হলো তখন এটা একটা সম্পূর্ণ একটা ব্যতিক্রম ধর্মী ধর্মীয় একটা ধারণা ছিল এবং অবশ্যই পলিসি এবং আমাদের বর্তমান যে আইন আছে সে আইনের একটা বড় ধরনের ব্যত্যয় এখানে হয়েছে এই সিন্ডিকেট পলিসি উপেক্ষার পাশাপাশি আন্তর্জাতিক কলের প্রকৃত
দরও গোপন রাখে বলে অভিযোগ উঠেছে বিটিআরসি কে চাপ দিয়ে দফায় দফায় আন্তর্জাতিক কল রেটও কমিয়েছে তারা অনুসন্ধানে দেখা যায় 2015 সালের সেপ্টেম্বর থেকে 2023 সালের জুন পর্যন্ত নয় বছরে প্রকৃত দরের চেয়ে কম ঘোষণা দিয়ে মোট 744 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এই ফোরাম সিন্ডিকেট এর মধ্যে সরকার রাজস্ব হারিয়েছে প্রায় সাড়ে চার হাজার কোটি টাকা বাকিটা বঞ্চিত হয় মোবাইল অপারেটর আইসিএস এবং 16 আইজিডব্লিউ প্রতিষ্ঠান যেই টাকা দিয়ে আমি আনি না কেন আমি সেই টাকায় সরকারের সাথে রেভিনিউ শেয়ারিং এ থাকবো এটি হচ্ছে স্বাভাবিক সেটা আমি কম আনি বেশি আনি আমি একটা হাইপোথেটিক্যাল ফিগার ধরে আমি যখন রেভিনিউ শেয়ারটা
ফিক্স করছি তার মানে এখানে একটা মারাত্মক ধরনের ট্রান্সপারেন্সির অভাব আমার আমরা দেখতে পেয়েছি এই ইনভেস্টমেন্ট যারা করেছে এটা এইসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে ওদেরকে প্রটেকশন দেওয়া হয়েছে এইসব প্রটেকশন গুলো তো আসলে মানে হওয়াতে আমরা কিন্তু রেভিনিউ অনেকদিকে লুজার হচ্ছি টেলিকম খাত সংশ্লিষ্টরা বলছেন আইওলডিটিএস নীতিমালা সংশোধন না করে নতুন একটি স্তর যুক্ত করার মাধ্যমে আন্তর্জাতিক কল আদানপ্রদানে মুক্ত প্রতিযোগিতার শর্ত ভঙ্গ করা হয় মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা [মিউজিক]