22 নভেম্বর 2024 জাপান গার্ডেন সিটিতে ঘটে গেল এক নিঃশংস রাত মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির ভেতরে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে কুকুর ও বিড়াল মেরে ফেলা হয়েছে সাতটি কুকুর ও একটি বিড়াল হত্যার অমানবিকভাবে খাবারে বিষ মিশিয়ে কুকুর বিড়াল হত্যার ঘটনায় রাস্তায় নেমে আসে মানুষ আমরা টিম নাসির তানজিদ অফিশিয়াল আজ পর্যন্ত 355 টি ভিডিও তৈরি করেছি মানুষের জন্য ভিডিও তৈরি করেছি সেই সমস্ত মানুষের জন্য যাদের গলার আওয়াজ উপর মহল পর্যন্ত পৌঁছায় না ভিডিও তৈরি করেছি মানুষের দুঃখ-কষ্ট দুর্দশা নিয়ে মানুষের হাসি কান্না আবেগ নিয়ে সফলতা নিয়ে কিন্তু সেই সমস্ত ভিডিও থেকে আমাদের আজকের এপিসোড আলাদা আজকের ভিডিওতে আমরা কথা
বলব তাদেরকে নিয়ে যাদের ভাষা বোঝার ক্ষমতা আমাদের নেই আমাদের আজকের এপিসোড মানুষের মানুষ হয়ে ওঠা নিয়ে যারা এখন পৃথিবীর সবচেয়ে ডমিনেন্ট প্রাণী প্রশ্ন হলো মানুষ কি আগে থেকেই এমন ছিল নাকি কালের পরিক্রমায় তারা এত বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে প্রশ্ন হলো মানুষের এই পাওয়ার অর্জন আর এক্সিকিউশন এর পেছনের ইতিহাসটাই বা কেমন জাপান গার্ডেন সিটির ঘটনায় কি একমাত্র উদাহরণ নাকি এর পেছনেও আছে মানব ইতিহাসের লজ্জার ক্রোনোলজিক্যাল ঘটনা আর সবকিছু মিলে আমাদের আজকের ভিডিও ফর দি ভয়েসলেস বিশাল সাগর আর মাঝ সাগরে আটকা পড়েছে একটি জাহাজ সাগরে সবসময় উথাল পাথাল ঢেউ থাকলেও আজকের সমস্ত পানি শান্ত কোথাও কোন ঢেউ
নেই পালে হাওয়া নেই আর এই মাছ সাগরে আটকা পড়েছে এক এনসিয়েন্ট ম্যারিনার বাট হাউ ঢেউহীন মাছ সাগরে এনসিয়েন্ট মেরিনার কিভাবে আটকা পড়লো কি তার অপরাধ আজ থেকে বহুদিন আগে মেরিনার তার দলবল নিয়ে যাত্রা শুরু করলেন গন্তব্য অজানা যাত্রা বহুদূর সাগরে ঢেউ আছে পালে হাওয়া আছে সবকিছু স্বাভাবিক একদিন হঠাৎ মাছ সমুদ্রে বিনা কারণে ম্যারিনার তীর ছুড়লেন একটা আলবার্টস পাখির দিকে পাখিটি সেখানেই মারা গেল আর সাথে সাথে আরেকটা ঘটনা ঘটলো থেমে গেল ঢেউ আর হাওয়া আটকে গেল জাহাজ দিনের পর দিন দিনের পর দিন এভাবেই আটকে থাকলো জাহাজ বিশাল সমুদ্রের অথৈ পানি দেখতে দেখতে পানির পিপাসায় মারা গেল
সবাই শুধু ম্যারিনার বাদে সে পিপাসায় কাতর হয়ে নিজের রক্ত চুষে গলা ভেজালো টিকে থাকলো এভাবেই তার গল্প বলার অভিশাপে ঘটনাটা কবি স্যামুয়েল টেইলার কোলজের কবিতা দি রাইম অফ দি এনসিয়েন্ট মেরিনারের একটা অ্যালবার্টস পাখিকে মারার কারণে কি পরিণাম ডেকে আনতে পারে ভাগ্য তারই একটা ছোট্ট উদাহরণ কিন্তু বাকি আছে এখনো অনেক পথ আমরা আজকের দুনিয়ায় যে মডার্ন ম্যান হিসেবে দাঁড়িয়ে আছি সেই গল্পটার শুরু কিন্তু এমন ছিল না বহুকাল ধরে বহু জামানা পেরিয়ে মানুষ আজ পৃথিবীর সবচেয়ে ডমিনেন্ট প্রাণী সমুদ্রতল থেকে শুরু করে মহাকাশ অব্দি মানুষ জয় করেছে অনেক কিছু কালের পরিক্রমায় মানুষ যেভাবে এগিয়েছে সেভাবে আর কোন প্রাণী
আগায়নি মানুষের হাতে এখন অনেক পাওয়ার চাইলেই মানুষ এখন চালাতে পারে ধ্বংসলীলা কথায় আছে উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি প্রশ্ন হলো আজকের এই মর্ডার্ন পাওয়ারফুল মানুষ তার দায়িত্ব অথবা রেসপন্সিবিলিটি নিয়ে কতটুকু সতর্ক পুরো পৃথিবীর প্রাণীকুলের প্রতি তারা কতটুকু যত্নশীল 1939 দি ব্রিটিশ পেট ম্যাসাকারে চার লাখ কুকুর বিড়াল হত্যা 1980 সালে চায়নায় রাস্তার কয়েক হাজার কুকুরকে মেরে ল্যাম্প পোস্টে ঝুলিয়ে রাখা অথবা 2024 সালে নিউজিল্যান্ডে ফেরাল ক্যাট কিলিং নামে একটি কন্ট্রোভার্সিয়াল কম্পিটিশনের আয়োজন যেখানে শিশুরাও হাসতে হাসতে খেলতে খেলতে অংশগ্রহণ করে এনিওয়ে স্পিকিং অফ আওয়ার রেসপন্সিবিলিটিস আমরা প্রতিদিন নানান রকম কাজের চাপে আমাদের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ দায়িত্বগুলো মাঝে মাঝেই
ভুলে যাই যেমন ধরুন প্রতিমাসে একটা নির্দিষ্ট তারিখের মাঝে আমরা আমাদের ইন্টারনেট বিল ইলেকট্রিসিটি বা পানির বিল পরিশোধ করা যে একটা দায়িত্ব সেটা খামখালিপনায় মাঝে মাঝেই ভুলে যাই কিন্তু এই ক্ষেত্রে বিকাশ অটো অপশন থেকে সিলেক্ট করে রাখা যায় বিল পেমেন্টের সময় আর টাকার অ্যামাউন্ট শুধু পে বিল না সেন্ড মানি এমনকি মোবাইল রিচার্জের সুবিধাও আছে নেক্সট টাইম থেকে আমি আমার ছোট ভাইয়ের ফোনে রিচার্জ করার কথা আর কখনোই ভুলবো না আমার হাজার ব্যস্ততার মাঝেও টাকা ঠিকই সেন্ড করে দিবে বিকাশ অটোপে বাকি কথা কমেন্ট বক্সে ব্যাক টু ভিডিও জাপান গার্ডেন সিটিতে কুকুর বিড়ালের সাথে ঘটে যাওয়া এই নিঃশংস রাতের
পর প্রায় সবগুলো মিডিয়ায় একটা নিউজ করে নিউজগুলোর দিকে খুব ভালোভাবে খেয়াল করলে দেখা যায় এই ঘটনার বিরুদ্ধে যারা প্রতিবাদ করেছে তাদের সবাইকে একটা নামে সম্বোধন করা হয়েছে প্রাণীপ্রেমী আমার প্রশ্ন হলো প্রতিবাদ করা এই মানুষদের আগে জোরপূর্বক একটা বিশেষণের ব্যবহার আসলে কি মেইন করে মানুষ কি তাহলে এখন দুই ভাগে বিভক্ত একদল প্রাণী প্রেমী আরেক দল রীতিমত ঘৃণা করে সমস্ত প্রাণীকে অথচ প্রাগ ঐতিহাসিক আমল থেকে মানুষ তো এমন ছিল না প্রায় দুই লাখ বছর আগে মানুষ ছিল পৃথিবীর বাস্তুতন্ত্রের অসংখ্য প্রজাতির মাঝে খুব সাধারণ একটা প্রজাতি তখনকার মানুষের না ছিল সেরকম কোন অসাধারণ শারীরিক শক্তি দৌড়ানোর গতি কিংবা
প্রাকৃতিক প্রতিরক্ষার ক্ষমতা যা তাদের সে সময় শিকারীদের মত শক্তিশালী করে তুলবে মৃবি বিজ্ঞানীদের মতে হোমোসেপেন্স ছিল অপেক্ষাকৃত দুর্বল তারা প্রায়ই সিংহ নেকরে কিংবা হায়নার মতো বড় বড় শিকারীদের হাতে শিকার হয়ে যেত খাবারের তাগিদে নির্ভর করতো শিকারী প্রাণীদের উপর বাঘ সিংহ নেকরের শিকার করা খাবারের উৎসিষ্টই ছিল খাদ্যের উৎস সে সময় মানুষের টিকে থাকার একমাত্র উপায় ছিল পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া আর নানান রকম হুমকি থেকে নিজেকে রক্ষা করা মধ্য ছিল একটা কমপ্লিট সারভাইভাল প্রজাতি মানুষ সেই সময় পার করেছে প্রকৃতির সাথে তালও মিলিয়েছে হয়ে উঠেছে পৃথিবীর সবচাইতে ডমিনেন্ট প্রাণী কিন্তু কিভাবে মানুষ যুগে যুগে অনেক প্রাণীকে পোষ মানিয়েছে
পোষ মানানো সেই প্রাণীগুলোর থেকে সাহায্য নিয়েছে নেকরেকে পোষ মানিয়ে মানুষ তার শিকারকে করেছে সহজ কুকুরকে পোষ মানিয়ে পাহারা দিয়েছে গচ্ছিত সম্পদ গরু মহিষকে কাজে লাগিয়ে ত্বরান্বিত করেছে কৃষি কাজ মানুষ সাহায্য নিয়েছে সমস্ত প্রাণীর থেকে কিন্তু এমন একটা কিছু এমন একটা কিছুকে মানুষ পুশ মানিয়েছিল যা মানুষকে এগিয়ে দিয়েছে বহুগুণ বানিয়েছে সবার থেকে সেরা ওকে এই চ্যাপ্টারটায় অনেকেরই কনফিউশন কাজ করতে পারে আমি ইভলিউশন তত্ত্বে বিশ্বাস করি কিনা জাস্ট ক্লারিফাই না আমি পার্সোনালি ইভলিউশন তত্ত্বে বিশ্বাস রাখি নাফিক এটা আসলে আমার ঈমানের সাথে বিরোধী আমি যখন হোমোপিয়েন্স এর কথা বলি তখন শুধুমাত্র আল্লাহর সৃষ্টি মানুষ বা হোমো সেপিয়েন্স কেই
বুঝাই হোমোনাথালস অথবা হোমো ইরেক্টাস থেকে ইভ হওয়া মানুষকে বুঝাই না এই কমপ্লেক্স আলোচনা নিয়ে আরেকটি ফুল লেন্থ ভিডিওতে আলোচনা করা সম্ভব তবে এতটুকু ক্লিয়ার না আমি ইভলিউশন তত্ত্বে বিশ্বাস রাখি না আমি এটাকে প্রমোট করি সো গল্পে ফেরা যাক মানুষ যখন প্রথম আগুনকে বশ করে সে হয়তো জানতোও না এই আগুন তাকে কি পরিমাণ সাহায্য করতে পারে বিখ্যাত লেখক জুভাল নোয়া আর তার বই হোমো স্যাপিয়েন্স একটা প্রশ্ন তুলেছিলেন কোন জিনিসটা মানুষকে অন্য সব প্রাণী থেকে অ্যাডভান্স করে তুলেছে উত্তর হিসেবে তিনি বলছেন আগুন আগুনের সাহায্যে মানুষ শুধু প্রিডেটর বাঘ সিংহ কিংবা হায়নার থেকেই নিজেকে রক্ষা করেনি শিখেছে কিভাবে
রান্না করতে হয় জুভাল তার বইতে বলছেন অন্য সব প্রাণী যেখানে সারাটা দিনের ঘন্টার পর ঘন্টা পার করে কাঁচা খাবার চিবিয়ে মানুষ সেখানে রান্না করা নরম খাবার খুব দ্রুত খেয়ে নিতে পারে অন্য সব প্রাণীর ক্ষেত্রে খাবারের বেশিরভাগ অংশ যেখানে শরীরের শক্তিতে ইনভেস্ট হয় মানুষের রান্না করা খাবারের বেশিরভাগই ইনভেস্ট হয় তার ব্রেইনে এজন্যই মানুষ বাঘ সিংহ শিম্পাঞ্জির মত এতটা শক্তিশালী হয়তো না কিন্তু তার কাছে যা আছে তা হলো ব্রেইন বুদ্ধি আর ক্রিটিক্যাল থিংকিং এই বুদ্ধি দিয়েই মানুষ আজ এত অ্যাডভান্সড হয়ে উঠেছে মানুষ এখন চাইলেই নিয়ন্ত্রণ করতে পারে অন্য সমস্ত প্রাণীকে একবার চিন্তা করে দেখেন মানুষ যদি আগুনকে
বশ করতে না পারতো পাথরে পাথর ঘষে আগুন জ্বালিয়ে সেটাকে নিজের কাজে ব্যবহার করতে না পারতো মানুষ কি মানুষ হয়ে উঠতো মানুষ কি পারতো গরু মহিষকে পোষ মানিয়ে কৃষি কাজে ব্যবহার করতে মানুষ কি পারতো সাফারি পার্ক বানিয়ে হিংস্র জন্তু জানোয়ারকে বদ করে রাখতে মানুষ কি পারতো সার্কাসের স্টেজে সিংহের মত টপ প্রিডেটরকে নাচাতে অথবা খাবারে বিষ মিশিয়ে ক্ষুধার্থ প্রাণীকে জানে মেরে [মিউজিক] ফেলতে মৃজ্ঞানীরা বলেন বর্তমান মানুষের পূর্বপুরুষেরা একসময় ছিলেন শিকারী বলা যেতে পারে মানুষের প্রথম পেশা ছিল শিকার করা কোথাও না কোথাও এরকম একটা খটকা তৈরি হয় বর্তমান সময়ের সমস্ত মানুষ হয়তো তাদের সেই আদিম পেশা এখনো ভুলতে
পারেননি না হলে এখনো শুধুমাত্র টাকার জন্য মানুষ প্রাণী স্বীকার কেন করে তাও আবার ইল্লিগালি মানুষ টাকার লোভে প্রাণীগুলোর উপর কি পরিমাণ ক্ষয়ক্ষতি ডেকে আনে তার কয়েকটা ইনসাইটস দেখাই 2010 থেকে 2012 সালের মাঝে 1 লক্ষ আফ্রিকান এলিফ্যান্টস কে হত্যা করেছে মানুষ ফর দেয়ার আইভোরি 2008 থেকে 2021 এর মাঝে সাউথ আফ্রিকার 9000 গন্ডারকে অবৈধভাবে স্বীকার করেছে মানুষ ফর দিয়ার হর্নস প্রত্যেকটা বছর দুই থেকে পাঁচ মিনিট মিলিয়ন বন্য পাখি অবৈধভাবে স্বীকার করে মানুষ ফর এক্সটিক পেই ট্রেড যেই পাখিগুলোর বেশিরভাগই যাত্রাপথে মারা যায় কি মনে হচ্ছে সৃষ্টির সেরা জীব মানুষ কিভাবে এরকম কাজ করতে পারে যারা অন্যের ক্ষতি করে
তারা কি আদৌ সেরাদের কাতারে দাঁড়ানোর যোগ্য আল্লাহ এই পৃথিবীকে সৃষ্টি করেছেন সমস্ত প্রাণীর জন্যই এই পৃথিবীতে সমস্ত প্রাণীর সমান অধিকার আছে কিন্তু মানুষ সেই নিয়ম মানে না মানুষ অন্য প্রাণীর প্রতি জুলুম করে ঠিক যেভাবে নিরীহ কুকুর বিড়ালের প্রতি জুলুম করেছে জাপান গার্ডেন সিটির কিছু মানুষ এই জুলুমের শাস্তি কি [মিউজিক] [মিউজিক] জানেন আল্লাহ এই পৃথিবীর সবকিছুকে সৃষ্টি করেছেন ব্যালেন্স হিসেবে প্রত্যেকটা কিছু প্রত্যেকটা জীব জন্তু গাছপালা পাহাড়-পর্বত একটা আরেকটাকে ব্যালেন্স করে চলে আর যদি কোন কারণে সেই ব্যালেন্স নষ্ট হয় ইতিহাসের পাতা থেকে একটা ছোট্ট গল্প বলি সাল তখন 1655 ইউরোপের ইতিহাসে এই সময়টার নাম দি টাইম অফ
গ্রেট প্লেগ দ্যা গ্রেট প্লেগ অফ লন্ডন পুরো লন্ডন জুড়ে চলছে মহামারী শহরের কর্তৃপক্ষ মনে করল এই প্লেগ মহামারীর জন্য শহরের কুকুর বিড়াল গুলো দায়ী পুরো শহর জুড়ে ঘোষণা করা হলো কুকুর বিড়ালই ডেকে এনেছে এই ভয়ঙ্কর রোগ সাথে সাথে বেজে উঠলো ডঙ্কার নির্দেশ হলো সমস্ত কুকুর বিড়ালকে মেরে ফেলার পুরো লন্ডন শহর জুড়ে অগণিত কুকুর বিড়ালকে নির্বিচারে হত্যা করল মানুষ কয়েকদিন ব্যাপী চলল এই কুকুর বিড়াল নিধন কর্মসূচি তারপর কি মনে হয় এই প্লেগ মহামারী ঠিক হয়ে গেল মানুষ সুস্থ হয়ে গেল না আসল টুইস্টটা অন্য জায়গায় লন্ডনের গ্রেট প্লেগের জন্য কুকুর বিড়াল দায়ী ছিল না দায়ী ছিল কালো
ইঁদুরের শরীরে থাকা পোকামাকুর বা ফ্লি ইঁদুর মাথায় কিছু একটা ক্লিক করছে ইঁদুর যাদের ত্রাসের নাম বিড়াল তার মানে লন্ডন শহরের সমস্ত বিড়ালকে যদি মানুষ মেরে ফেলে তাহলে ইঁদুর এখন ফ্রি কোন ভয় নেই যা হওয়ার তাই হলো বিড়ালহীন শহরে ইঁদুর বিন্দাস টিকে গেল আর একই সাথে টিকে গেল মহামারী প্লেগ রোগে ভোগে মারা গেল প্রায় এক লাখ মানুষ এটাই তো হবার কথা ছিল জগতের ব্যালেন্স ভিডিওর একেবারে শুরুতে প্রথম চ্যাপ্টারে দি এনসিয়েন্ট মেরিনারের কথাটা মনে আছে জগতের ব্যালেন্স প্রকৃতি কোন কিচ্ছু জমা রাখে না যেমন আচরণ তেমন ফেরত দিয়ে দেয় মানুষ হয়তো এতদিন জয় করেছে অনেক কিছু কিন্তু মানুষ
ভুলে যায় এই যাত্রা এতটা সহজ ছিল না অন্যান্য প্রাণীর সাহায্য না নিলে মানুষ এতদূর আসতে পারতো না খাদ্যদানার যোগান দিতে পারতো না দূরহ জীবনের বিষন্নতা বা একাকিত্ব কাটিয়ে উঠতে পারতো না চিকিৎসাবিজ্ঞানে এত এত উন্নতি করতে পারতো না মানুষ ভুলে যায় উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি প্রত্যেকটা অ্যাকশনের কনসিকুয়েন্স আছে যার ভাষা নেই তার ব্যথা নেই তাকে জুলুম করো অত্যাচার করো অবিচার করো করতে থাকো একদিন সবকিছু বুমের আং হয়ে ফিরে আসবে তোমার কাছেই ভিডিও শেষ করবো কিন্তু তার আগে ছোট্ট একটা কথা বলি সূরা বাকারায় আল্লাহ বলছেন এন্ড হি গোস হি স্ট্রাইভস থ্রু আউট দি ল্যান্ড টু
কজ করাপশন দেয়ার ইন এন্ড ডেস্ট্রয় ক্রপস এন্ড অ্যানিমেলস এন্ড আল্লাহ ডাজ নট লাইক করাপশন বাকিটা আপনার ইচ্ছা আল্লাহ সবাইকে বিবেক দিয়েছেন বুদ্ধি দিয়েছেন অপেক্ষা শুধু সঠিক সময়ের اللہ [মিউজিক]